টুকরো খবর
দুর্নীতির নালিশ, ধৃত ব্যবসায়ী
দুর্নীতির অভিযোগে শুক্রবার রাতে এক ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম ঘনশ্যাম বাগড়ি। বাড়ি মানবাজারের প্রিন্সরোড এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘনশ্যামবাবু মানবাজার এলাকায় কেরোসিনের ডিস্ট্রিবিউটর। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার বিকেলে জেলা এনফোর্সমেন্ট শাখার এক প্রতিনিধি দল ঘনশ্যামবাবুর গুদামে হানা দেয়। ডিএসপি (ডিইবি) মহম্মদ শেখ আজম বলেন, “ওই ব্যবসায়ীর গুদামে হানা দিয়ে হিসেব অনুযায়ী কেরোসিন তেল মেলেনি। রাতে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।” অভিযোগ, এখান থেকে তিনি ঝাড়খন্ডে চড়া দামে নিয়মিত তেল পাচার করতেন। মানবাজার ব্যবসায়ী সমিতির মুখপাত্র আনন্দময় সেন বলেন, “দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সমিতি ওই ব্যবসায়ীর পাশে দাঁড়াবে না।” শনিবার ধৃত ব্যবসায়ীকে পুরুলিয়া আদালতে তোলা হলে বিচারক ৩১ জানুয়ারি পর্যন্ত জেলহাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

লরির ধাক্কায় যুবকের মৃত্যু
মোটরবাইকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানিয়েছে, মৃত গৌতম মাহাতোর (২২) বাড়ি পুরুলিয়ার জয়পুর থানার চাপাইটাঁড় গ্রামে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে পুরুলিয়া-জয়পুর রাস্তায়। গৌতম ও তাঁর বন্ধু সুনীল মাহাতো মোটরবাইকে চাষমোড় থেকে বাড়ি ফিরছিলেন। ফরেস্ট মোড়ের কাছে ধান বোঝাই ছোট লরির সঙ্গে বাইকের ধাক্কা লাগে। পুরুলিয়া সদর হাসপাতালে গৌতমকে মৃত ঘোষনা করা হয়। সুনীল সেখানে ভর্তি। লরিটিকে আটক করা হলেও চালক পলাতক।

কবি মধুসূদনের জন্মদিন পালিত
মধুকবির জন্মদিন পালিত হল কাশীপুরে। গত ২৫ জানুয়ারি মাইকেল মধুসূদন দত্তের জন্মদিনে কাশীপুর তরুণ সঙ্ঘ গ্রন্থাগার ময়দানে কবির আবক্ষ মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন ‘অমিত্রাক্ষর’-এর সদস্যরা। এই সাংস্কৃতিক সংগঠনের পক্ষে জগন্নাথ দত্ত জানিয়েছেন, ১৮৭২ সালে কবি কাশীপুরে পঞ্চকোটের তৎকালীন মহারাজা নীলমণি সিংহদেওয়ের সময়কালে আইন উপদেষ্টা পদে পঞ্চকোট রাজএস্টেটে কিছুদিন কাটিয়ে গিয়েছিলেন। মধুসূদন পঞ্চকোট প্রবাসকালে পঞ্চকোট গিরি, পঞ্চকোট রাজশ্রী ও পঞ্চকোট গিরি বিদায় সঙ্গীত নামে তিনটি কবিতাও রচনা করেন। তা ছাড়া পঞ্চকোটে আসার আগে তিনি কিছুদিন পুরুলিয়াতেও কাটিয়েছিলেন। পুরুলিয়া নামেও তিনি একটি কবিতা রচনা করেন। পরবর্তীকালে কাশীপুরে কবি সুনীল গঙ্গোপাধ্যায় এসে মধুকবির এই আবক্ষমূর্তির আবরণ উন্মোচন করেছিলেন। জগন্নাথবাবুর কথায়, “বাংলা সাহিত্যে অমিত্রাক্ষরের স্রষ্টার কাশীপুর আগমনকে স্মরণীয় করে রাখতে আমরা তাঁর জন্মদিন উদ্যাপন করি।”

ছাত্রীর অপমৃত্যু
এক ছাত্রীর অপমৃত্যু হয়েছে। তার বাড়ি আদ্রা রেল শহরের পাঁচুডাঙা এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতার নাম নেহাকুমারী সাউ (১৯)। শনিবার সন্ধ্যায় বাড়ির লোকের অগোচরে সে কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়ে। তাঁকে সঙ্গে সঙ্গে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.