নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
গভীর রাতে এক যুবককে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গলার নলি কেটে খুন করার অভিযোগ উঠল। বোলপুর শহরের ঘটনা। পুলিশ জানায়, নিহত যুবকের নাম সঞ্জয় শেখ (২৩)। বাড়ি দর্জিপট্টিতে। বোলপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন নিহতের বাবা ফিরোজ শেখ। আততায়ীদের হামলায় আহত হয়েছেন সাহেব ঘোষ নামে বোলপুরের মিশন কম্পাউন্ড এলাকার বাসিন্দা এক যুবকও। বোলপুরের এসডিপিও প্রশান্ত চৌধুরী বলেন, “খুনের কারণ এখন স্পষ্ট নয়। জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে। নিহত যুবকের বাবার অভিযোগের ভিত্তিতে শেখ আশিক নামে এক যুবকের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।” প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অভিযুক্ত যুবক এবং নিহত ও আহত দুই যুবকের নিজেদের মধ্যে পরিচয় রয়েছে। ব্যক্তিগত রেষারেষি থেকেও এই ঘটনা ঘটে থাকতে পারে। স্থানীয় সূত্রের খবর, শেখ আশিক নানা অসামাজিক কারবারে যুক্ত।
ফিরোজ শেখ লিখিত অভিযোগে জানিয়েছেন, শেখ আশিক নামে এক যুবক শনিবার রাত ২টো নাগাদ তাঁর ছেলেকে ফোন করে বাইরে যেতে বলে। ফিরোজ বলেন, “ভেবেছিলাম, কারও কোনও জরুরি সমস্যায় ছেলেকে বেরোতে হয়েছে। কিন্তু, সঞ্জয় অনেকক্ষণ না ফেরায় খোঁজাখুঁজি শুরু করি। স্থানীয়দের কাছে খবর পেয়ে গিয়ে দেখি, মিশন কম্পাউন্ডে তারাশঙ্কর বিদ্যাপীঠের সামনের রাস্তায় নালার ধারে ছেলের নিথর দেহ পড়ে রয়েছে।” পুলিশ জানিয়েছে, সঞ্জয়ের গলার নলি কাটা ছিল। আর সাহেবের মাথায় রয়েছে ধারালো অস্ত্রের কোপ। সাহেবের বাড়ি ওই স্কুলের কাছেই। স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার গভীর রাতে স্কুলের সামনের রাস্তায় তাঁরা বচসা ও গোলমালের আওয়াজ পান। সাহেবের বৃদ্ধা মা শ্যামলী ঘোষের কথায়, “ছেলে কখন বাড়ি ছেড়ে বেরিয়েছে, বুঝতেই পারিনি। গোঙানি আর চিৎকারের আওজায় পেয়ে বাইরে বেরিয়ে দেখি ওই কাণ্ড।” রক্তাক্ত দুই যুবককে বোলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা সঞ্জয়কে মৃত বলে ঘোষণা করেন। সাহেবকে বর্ধমান মেডিক্যালে পাঠানো হয়। |