আয়োজক সংস্থার ঘোষণা মতো নামী দল মাঠে না নামায় ক্ষিপ্ত হয়ে ইটবৃষ্টি করলেন দর্শকেরা। ইটের ঘায়ে আয়োজক সংস্থার এক কর্তার মাথা ফেটে যায়। পরিস্থিতি বেগতিক দেখে গাড়ি নিয়ে দ্রুত তিনি মাঠ ছাড়েন। পুলিশ পরিস্থিতি আয়ত্তে লাঠি চালায়। রবিবার পুরুলিয়ার মানবাজারের ঘটনা।এক বেসরকারি আর্থিক সংস্থা ও একটি বেসরকারি চ্যানেলের যৌথ উদ্যোগে মানবাজারে এ দিন ফুটবল প্রতিযোগিতা ছিল।
সংস্থার কর্তারা মাইকে ঘোষণা করেছিলেন, প্রতিযোগিতায় বিজয়ী দলের সঙ্গে দুর্গাপুরের ‘মোহনবাগান সেল ফুটবল অ্যাকাডেমি’-র প্রীতি ম্যাচ হবে। প্রতিযোগিতামূলক খেলা শেষ হওয়ার পরে আয়োজক সংস্থা ঘোষণা করে, ‘মোহনবাগান সেল অ্যাকাডেমি’ না আসায় নির্ধারিত প্রীতিম্যাচ বাতিল হল। এর পরেই খেপে যান দর্শকেরা। তাঁরা মঞ্চের দিকে ইট ছুড়তে থাকেন। ধানাড়ার বাসিন্দা, পেশায় শিক্ষক মনোরঞ্জন মণ্ডল, মানপুর গ্রামের বাসিন্দা বৃহস্পতি বাউরি বলেন, “ভাল দলের খেলা দেখব বলে সারাদিন মাঠে ছিলাম। কিন্তু, ঘোষিত দল মাঠে না নামিয়ে আয়োজকেরা দর্শকদের সঙ্গে প্রতারণা করেছেন।”
আয়োজক সংস্থার কর্তা মহম্মদ শাহাবুদ্দিন ও দীপক রাম বলেন, “নির্ধারিত দল কেন আসেনি, আমরা তা জানার চেষ্টা করছি। তবে, দর্শকেরা ইট ছোড়ার পাশাপাশি ভাঙচুর চালিয়েছেন। আমাদের বেশ কিছু জিনিসও খোওয়া গিয়েছে।” নির্ধারিত খেলা পরে হবে বলে তাঁদের আশ্বাস। পুলিশ অবশ্য লাঠি চালানোর কথা স্বীকার করেনি। পুরুলিয়ার পুলিশ সুপার সি সুধাকর বলেন, “ওখানে ঠিক কী হয়েছে, খোঁজ নিয়ে দেখছি।” |