টুকরো খবর
শ্যামনগরে দুষ্কৃতীকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশকর্মী, জখম পথচারীরাও
এক দুষ্কৃতীকে ধরার পরে রবিবার দুপুরে জগদ্দল থানার শ্যামনগরে আক্রান্ত হল পুলিশ। পুলিশকে লক্ষ করে ইট ও বোমা ছোড়া হয়। বোমার স্প্লিন্টার এবং ইটের আঘাতে দুই এএসআই ও তিন কনস্টেবল জখম হন। জখম হন কয়েক জন পথচারীও। পুলিশের দু’টি গাড়িও ভাঙচুর করা হয়। অভিযোগ, ছাড়িয়ে নিয়ে যেতে ধৃতের দলবলই ওই হামলা চালায়। পুলিশের উপরে হামলার অভিযোগে গ্রেফতার করা হয় ১০ জনকে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্যামনগরের ওয়েভারলি জুটমিল মোড় এলাকার দুষ্কৃতী রাজু তিওয়ারিকে বেশ কিছু দিন ধরেই খুঁজছিল পুলিশ। এ দিন খোঁজ পেয়ে দুপুর ১টা নাগাদ জগদ্দল থানা থেকে দু’টি জিপে কয়েক জন পুলিশকর্মী রাজুকে ধরতে যান। রাজুকে গ্রেফতার করে জিপে তোলামাত্র পুলিশকর্মীদের হামলার মুখে পড়তে হয়। তবে, হামলাকারীরা রাজুকে ছাড়িয়ে নিয়ে যেতে পারেনি। আহত পুলিশকর্মীদের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পথচারীদের আঘাত সামান্য হওয়ায় প্রাথমিক চিকিৎসার পরে তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অ্যাডিশনাল ডেপুটি কমিশনার শুভঙ্কর ভট্টাচার্য বলেন, “রাজু তিওয়ারিকে ২০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করা হয়। তার পরেই পুলিশের উপরে হামলা চলে। ১০ জন গ্রেফতার হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। ঘটনার তদন্তও শুরু হয়েছে।”

চাল ‘চুরি’, ধৃত প্রধান শিক্ষক
মিড ডে মিলের চাল চুরির অভিযোগে দেগঙ্গার উত্তর আবজানগর আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক খলিলুল্লা মণ্ডলকে শনিবার সন্ধ্যায় গ্রেফতার করল পুলিশ। রবিবার ধৃতকে বারাসত আদালতের বিচারক তাঁকে দু’দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাদিপুর-ঝিকড়া-২ নম্বর পঞ্চায়েত এলাকার ওই স্কুলের নথিতে ৪৭৭ জন ছাত্রছাত্রী রয়েছে বলে দেখানো হয়েছে। গ্রামবাসী তথা অভিভাবকদের পক্ষ থেকে কয়েক মাস আগে মিড ডে মিলের চাল লোপাট হচ্ছে বলে বারাসতের মহকুমাশাসক, দেগঙ্গা চক্রের অতিরিক্ত স্কুল পরিদর্শক এবং দেগঙ্গার বিডিও-র কাছে অভিযোগ জানানো হয়। অভিযোগ পাওয়ার পরে বিডিওর তরফে অতিরিক্ত স্কুল পরিদর্শক, পঞ্চায়েত সহায়ক এবং পঞ্চায়েতের শিক্ষা সচিবকে নিয়ে তদন্ত কমিটি গড়া হয়। এ ব্যাপারে তদন্তের পরে ওই কমিটির পক্ষে ব্লক প্রশাসনকে জানানো হয়, বারে বারে স্কুলে গিয়েও কখনই ৪৭৭ জন ছাত্রছাত্রীর দেখা মেলেনি। ৫৫ জন ছাত্রছাত্রীর বেশি কাউকে স্কুলে আসতে দেখা যায়নি। অথচ, স্কুলের খাতায় নাম থাকা সব ছাত্রছাত্রীর নামে মিড ডে মিলের চাল তোলা হচ্ছিল সেই ২০১১ সালের মার্চ মাস থেকে। এই রিপোর্ট পাওয়ার পরেই বিডিও অনিন্দিতা ভৌমিক প্রধান শিক্ষকের বিরুদ্ধে দিন কয়েক আগে থানায় এফআইআর করেন। গ্রামবাসীর অভিযোগ, পরিকল্পিত ভাবে স্কুলের খাতায় ছাত্রছাত্রীর সংখ্যা বেশি দেখিয়ে মিড ডে মিলের চাল তুলে তা বিক্রি করে দেওয়া হচ্ছিল। বারবার প্রতিবাদ জানানো হলেও প্রধান শিক্ষক গুরুত্ব দেননি।

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার
তিন দিন আগে মন্দিরবাজারের দশম শ্রেণির এক ছাত্রীকে ডায়মন্ড হারবারের একটি হোটেলে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে। ধর্ষণে মদত দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তার বন্ধুকেও। শনিবার ভোরে মগরাহাটের মামুদপুর গ্রামের বাসিন্দা, মূল অভিযুক্ত হাসানুর মোল্লা ওরফে খোকন এবং তার বন্ধু সাদ্দাম হোসেন ওরফে সানিকে তাদের বাড়ি থেকেই ধরে পুলিশ। ধৃতদের রবিবার ডায়মন্ড হারবার আদালতে তোলা হয়। বিচারক দু’জনকেই ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। পুলিশের দাবি, জেরায় ধৃত খোকন অপরাধের কথা কবুল করে জানিয়েছে, ওই ছাত্রী তার পূর্ব পরিচিত। খোকন সে দিন ফোনে ওই ছাত্রীকে ডায়মন্ড হারবারে ডেকে নেয়। গত ২৩ জানুয়ারি সন্ধ্যায় মন্দিরবাজারের উত্তর শ্যামপুর গ্রামের দশম শ্রেণির তিন ছাত্রী সালোয়ার-কামিজ কিনতে গিয়েছিল ডায়মন্ড হারবারে। একটি হোটেলে ঢুকে খাওয়ার সময়ে হাসানুর ও সাদ্দাম সেখানে ঢোকে। তার পরে হাসানুর ওই ছাত্রীকে দোতলার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার পর পালিয়ে যায় দুই যুবক। পরে অন্য ছাত্রীরা গিয়ে উদ্ধার করে তাদের বন্ধুকে। ছাত্রীর দাদার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।

তিন দুষ্কৃতী ধৃত, চুরি দুই দোকানে
গুলি-ভর্তি রিভলবার এবং জাল টাকা-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ। ধৃত জুলফিকার মোল্লার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার পূর্বচণ্ডী গ্রামে। তার বিরুদ্ধে দুই ২৪ পরগনা এবং হাওড়ায় ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগ আছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার রাতে চৈতল এলাকার একটি পরিত্যক্ত পেট্রল পাম্প থেকে তাকে ধরা হয়। আগ্নেয়াস্ত্র ছাড়াও তার কাছ থেকে ৪টি এক হাজার টাকা ও ৩টি পাঁচশো টাকার জাল নোট মিলেছে বলে জানিয়েছে পুলিশ। চুরি-ডাকাতি, ছিনতাই, তোলাবাজির অভিযোগে ওই রাতেই বাদুড়িয়ার রামচন্দ্রপুর থেকে মহম্মদ সেলিম ওরফে ভুট্টো এবং সাইফুল মোল্লা নামে দু’জনকে গ্রেফতার করে পুলিশ।

বনগাঁয় চুরি
বাড়িতে কেউ না থাকার সুযোগে গ্রিলের তালা ভেঙে ঢুকে বনগাঁ থানার পাইপ রোডের একটি বাড়ি থেকে চুরি হয়ে গেল কয়েক ভরি সোনা-রুপোর গয়না এবং কয়েক হাজার টাকা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে সপরিবারে সুন্দরবন বেড়াতে যান ওই বাড়ির কর্তা, পেশায় ডাক বিভাগের কর্মী শৈবাল বিশ্বাস। শনিবার সকালে খবরের কাগজ বিক্রেতা বাড়িতে কাগজ দিতে এসে দেখেন, গ্রিলের তালা ভাঙা। এ কথা জানাজানি হওয়ায় ঘটনাস্থলে পৌঁছে শৈবালবাবুর ভাইপো অভিজিৎ বিশ্বাস চুরির বিষয়টি টের পান। শনিবার বনগাঁ থানায় দায়ের করা অভিযোগে শৈবালবাবু জানিয়েছেন, দেড় ভরি সোনা ও ৪০ ভরি রুপোর গহনা এবং নগদ প্রায় ৪০ হাজার টাকা খোয়া গিয়েছে। অভিজিৎবাবু জানান, দরজা ও গ্রিলের তালা ভাঙা এবং তিনটি আলমারির লকার ভাঙা ছিল। জিনিসপত্রও লন্ডভন্ড করা হয়েছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

দেহ উদ্ধার ভাঙড়ে
এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার হল দক্ষিণ ২৪ পরগনার কাশীপুরের ঢিবঢিবে বাজার সংলগ্ন খাল থেকে। শনিবার দুপুরের ঘটনা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অন্য কোথাও খুন করে খালে ভাসিয়ে দেওয়া হয়েছে বছর পঁয়ত্রিশের ওই যুবকের দেহটি।

দুর্ঘটনায় মৃত্যু
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। রবিবার বিকেলে মগরাহাটের ধামুরা-চাকদাহাট রোডে ডোডালিয়া মোড়ের কাছে উল্টো দিক থেকে আসা একটি সাইকেলের সঙ্গে বাইকের ধাক্কা লাগে। মাথায় গুরুতর চোট পান বাইক চালক, স্থানীয় বাহিরপুয়া গ্রামের বাসিন্দা জগন্নাথ গায়েন (২৬)। ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জগন্নাথকে মৃত ঘোষণা করেন। তাঁর দুই সঙ্গী এবং সাইকেল আরোহীও জখম।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.