ফরওয়ার্ড ব্লক কর্মীদের উপরে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
রবিবার গোঘাটের কামারপুকুর-সংলগ্ন ডাকবাংলো-সংলগ্ন মাঠে ফরওয়ার্ড ব্লকের দু’দিনের জেলা সম্মেলন শুরু হয়েছে। স্থানীয় ফরওয়ার্ড বিধায়ক বিশ্বনাথ কারকের অভিযোগ, তাঁদের কর্মী-সমর্থকেরা জেলা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। চুঁচুড়া এবং পাণ্ডুয়াগামী এমনই দু’টি বাসে হামলা চালিয়েছে তৃণমূল। চুঁচুড়ার কমল রায় নামে একজনের মাথা ফেটেছে বলেও দাবি করেছেন বিশ্বনাথবাবু। আরামবাগ মহকুমা হাসপাতালে তাঁর প্রাথমিক চিকিৎসা করানো হয়।
পাণ্ডুয়াগামী বাস থেকে সাত-আটজন নিখোঁজ হয়েছেন বলেও বিধায়কের অভিযোগ। রাত পর্যন্ত অবশ্য পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা পড়েনি।
যদিও তৃণমূল নেতা মনোরঞ্জন পাল বলেন, “মিথ্যা গল্প বানাচ্ছে ফরওয়ার্ড ব্লক। ওঁদের নেতার কুরুচিকর মন্তব্য করা সত্ত্বেও দাঁড়িয়ে থেকে ফরওয়ার্ড ব্লকের সমস্ত গাড়ি নির্বিঘ্নে যেতে দিয়েছি আমরা।”
আরামবাগের এসডিপিও শিবপ্রসাদ পাত্র বলেন, “সমস্ত রাস্তায় পর্যাপ্ত পুলিশ ছিল। আমরা ঘটনাস্থলে গিয়ে কিছু দেখতে পাইনি। তবে শুনেছি এক জন আহত হয়েছেন। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি।”
এ দিন ফরওয়ার্ড ব্লকের সম্মেলনের উদ্বোধন করেন দলের রাজ্য সম্পাদক অশোক ঘোষ। আরামবাগ মহকুমা ও সংলগ্ন এলাকায় কোনও বামপন্থী সংগঠন সভা করতে পারছে না বলে অভিযোগ করেন তিনি। অশোকবাবুর কথায়, “সন্ত্রাস কবলিত কামারপুকুরেই সভা করার সিদ্ধান্ত হয়েছে।” তাঁর হুঁশিয়ারি, “কার কত ক্ষমতা আছে দেখি, আমাদের সভা বন্ধ করে!”
সারা ভারত ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস, রাজ্য কমিটির সভাপতি বরুণ মুখোপাধ্যায়, নরেন চট্টোপাধ্যায়, নরেন দে প্রমুখ এ দিন উপস্থিত ছিলেন। বক্তারা তৃণমূলের সন্ত্রাসের প্রসঙ্গ ‘সংক্ষিপ্ত’ রেখে কেন্দ্রীয় সরকারের ‘জনবিরোধী নীতি’ নিয়েই এ দিন বেশি সরব ছিলেন। |