নিজস্ব সংবাদদাতা • হাওড়া |
হাওড়ার বিভিন্ন এলাকায় যথাযোগ্য মর্যাদায় পালিত হল প্রজাতন্ত্র দিবস। পতাকা উত্তোলন, শহিদ বেদিতে মাল্যদান, কুচকাওয়াজের আয়োজন করা হয়েছিল। সাংস্কৃতিক ও ক্রীড়ানুষ্ঠানের ব্যবস্থাও ছিল বিভিন্ন স্কুল-কলেজ ও ক্লাবে।
ডোমজুড়ের নেহরু বালিকা বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, শহিদ বেদিতে মাল্যদান, ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জমে ওঠে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা অসীমা রায়। আমতায় স্থানীয় বালক সঙ্ঘের উদ্যোগে প্রজাতন্ত্র দিবসের সকালে আয়োজিত হয় বর্ণাঢ্য প্রভাতফেরি। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল জগৎবল্লভপুর বড়গাছিয়া আরএসবি যুব সঙ্ঘের উদ্যোগে। প্রতিযোগিতাটি হয় বড়গাছিয়া লেবেল ক্রসিং মাঠে। ১৫টি বিভাগে প্রায় সাড়ে চারশো প্রতিযোগী যোগ দিয়েছিল। ছিল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। উদ্বোধন করেন এলাকার বিধায়ক আবুল কাশেম মোল্লা। পাঁচলায় গঙ্গাধরপুর স্কুল, গঙ্গাধরপুর কলেজ ও জওহর নবোদয় হাইস্কুলের উদ্যোগে পালিত হয় প্রজাতন্ত্র দিবস। অনু্ষ্ঠানটি হয় স্থানীয় বিএড কলেজ প্রাঙ্গণে। গঙ্গাধরপুর কলেজের এনসিসি বিভাগের ছাত্র ছাত্রীদের কুচকাওয়াজ ছিল বিশেষ আকর্ষণ। অনুষ্ঠানটি পরিচালনা করেন গঙ্গাধরপুর স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা সন্তোষ দাস।
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কৃষি দফতরের উদ্যোগে মুন্সিরহাটের চিন্তামণি ইনস্টিটিউশনে আয়োজিত হয়েছিল কৃষিমেলা। বিশাল আকৃতির ফুলকপি, বাঁধাকপি, লাউ, কুমড়ো প্রভৃতি ছিল মেলার মূল আকর্ষণ। চাষবাস নিয়ে আলোচনা হয়। কৃষি যন্ত্রপাতির প্রদশর্নী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। |