নিজস্ব সংবাদদাতা • খানাকুল |
দু’টি বোমা-সহ খানাকুলের ধারাশিমুল গ্রামের সিপিএম নেতা বাদল মণ্ডলকে শনিবার দুপুরে গ্রেফতার করল পুলিশ। তিনি কাবিলপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তাঁর পরিবার ও সিপিএমের অভিযোগ, তৃণমূল কর্মী-সমর্থকেরা চক্রান্ত করে হাতে বোমা তুলে দিয়ে তাঁকে ফাঁসিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে ওই সিপিএম নেতা কাঁধে ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে গ্রামের রাস্তা ধরে কিছুটা এগোতেই কিছু তৃণমূল কর্মী-সমর্থক তাঁকে ঘিরে ধরেন। তাঁর ব্যাগে বোমা আছে, অভিযোগ তুলে তাঁরা পুলিশ ডাকেন।
পুলিশ জানায়, গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে বাদল মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। তাঁর হাতে থাকা দু’টি বোমা উদ্ধার হয়েছে। রবিবার ধৃতকে আরামবাগ আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। ধৃতের পরিবারের অভিযোগ, মাস খানেক ধরে টাকার দাবি ছাড়াও সিপিএম করার জন্য তৃণমূলের লোকজন হুমকি দিচ্ছিল। তাঁদের দাবি, শনিবার মারধরের পরে হাতে বোমা ধরিয়ে তৃণমূলের লোকজন বাদল মণ্ডলকে পুলিশের হাতে তুলে দেন।
সিপিএমের খানাকুল জোনাল কমিটির সম্পাদক মণীন্দ্র রানার অভিযোগ, ‘‘পঞ্চায়েত ভোটের আগে আমাদের নেতা-কর্মীদের গ্রাম থেকে তাড়ানোর চক্রান্ত কার হচ্ছে। সে কারণেই আমাদের নেতার হাতে বোমা ধরিয়ে দেওয়া হয়েছে।’’ অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল নেতা শৈলেন সিংহ বলেন, “পঞ্চায়েত নির্বাচনের আগে বিশৃঙ্খলা করতেই সিপিএম আগ্নেয়াস্ত্র মজুত করছে। বাদল মণ্ডল বোমা সরবরাহ করার সময় আমাদের ছেলেরা হাতেনাতে ধরেছে।” |