ছাত্রীর অপমৃত্যু আরামবাগে |
শনিবার বিকেলে আরামবাগের ৪নং ওয়ার্ডের পুরানো সবজি বাজার পাড়ায় এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হল। মৃতার নাম অন্বেষা ঘোষ (১৭)। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, আরামবাগ বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণির ওই ছাত্রী বাথরুমে কোনও ভাবে পড়ে যায়। বাড়ির লোক শব্দ পেয়ে দরজা খুলতে বললে সে কোনও সাড়া না দেওয়ায় দরজা ভেঙে প্রতিবেশীরা তাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে আরামবাগ হাসপাতালে ভর্তি করে। ঘণ্টা কয়েক পরেই তার মৃত্যু হয়। পুলিশ মৃতদেহটি রবিবার ময়না-তদন্তে পাঠায়। মৃতের আদি বাড়ি পুড়শুড়ার হাটি গ্রামে। বাড়ি থেকে স্কুল যাতায়াতের অসুবিধা হওয়ায় মা ও মেয়ে আরামবাগ ৪ নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে ভাড়া থাকতেন।
|
মিছিল থেকে কটূক্তি করার অভিযোগকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বচসা বাধল। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে চণ্ডীতলা থানার মশাট বনমালিপুর চৌমাথায়। পুলিশ জানায়, এ দিন বিকেলে তৃণমূলের ‘সন্ত্রাসের’ প্রতিবাদে হুগলি জেলার বিভিন্ন জায়গায় মিছিল করে ডিওয়াইএফ। চণ্ডীতলার আইয়া থেকে একটি মিছিল বেরোয়। ওই মিছিল থেকে কটূক্তি করার অভিযোগে তৃণমূলের কিছু কর্মীর সঙ্গে ডিওয়াইএফ কর্মীদের বচসা বেধে যায়। পুলিশ পরিস্থিতি সামাল দেয়। দু’পক্ষের নেতারাও আসেন। অন্য দিকে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিপিএমের লাগাতার ‘কুৎসা’ ও ‘অপপ্রচারের’ বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করল তৃণমূল। রবিবার বিকেলে পাণ্ডুয়ার কলবাজার থেকে জিটি রোড ধরে মেলাতলা পর্যন্ত পথ পরিক্রমা করে মিছিল। তাতে পা মেলান হুগলির সাংসদ রত্না দে নাগ ও ধনেখালির বিধায়ক অসীমা পাত্র। রেলের ভাড়া বৃদ্ধি ও খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের প্রতিবাদও করা হয় মিছিল থেকে।
|
বন্ধুকে কুপিয়ে খুনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে হাবরা থানার বেতপুল এলাকা থেকে উজ্জ্বল দেবনাথ নামে ওই যুবককে ধরা হয়। তার বাড়ি স্থানীয় নতুন পল্লি এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বছর ২৬ সেপ্টেম্বর রাতে গোবরডাঙা থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন নতুন পল্লির বাসিন্দা বিপ্লব অধিকারী। পথে উজ্জ্বল তাঁকে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। ঘটনার পর থেকে সে পলাতক ছিল। পুলিশের দাবি, জেরায় ধৃত জানিয়েছে, দীর্ঘদিনের বন্ধু হলেও ঘটনার কিছু দিন আগে থেকে তাকে এড়িয়ে চলতেন বিপ্লব। তাকে পাগলও বলতেন বিপ্লব। সেই রাগেই সে বিপ্লবকে খুন করেছে। খুনে ব্যবহৃত অস্ত্রটিও উজ্জ্বলের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশকর্তারা জানিয়েছেন। ধৃতের ‘দৃষ্টান্তমূলক’ শাস্তির দাবি জানিয়েছেন বিপ্লবের স্ত্রী সোমা।
|
কল্যাণ স্মৃতি শিল্ড প্রতিযোগিতা |
আয়োজিত হল ৩১তম বর্ষের কল্যাণ স্মৃতি শিল্ড প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনাল। শুক্রবার আরামবাগ রবিনহুড ক্লাবে পরিচালনায় স্থানীয় বসন্তপুর মাঠের ঐ খেলায় আরামবাগ স্পোর্টিং ইউনিয়নকে ৩-১ গোলে পরাজিত করে গোঘাটের কুমারদিঘির এসকেডব্লু ক্লাব। বিজয়ী দলের পক্ষে গোলগুলি করেন বাবুরাম টুডু, তপন বাস্কে এবং যিশু মুর্মু। বিজেতা দলের হয়ে একমাত্র গোলটি করেন শম্ভু মাণ্ডি। ফাইনাল খেলায় গোঘাটের কুমারদিঘির এসকেডব্লু ক্লাব মুখোমুখি হবে হাওড়ার ঘতুরি ভাতৃ সঙ্ঘের। |