|
|
|
|
ভুঁইফোড় আর্থিক সংস্থায় যুক্ত মমতা, অভিযোগ গৌতমের |
নিজস্ব সংবাদদাতা • অশোকনগর |
তৃণমূল নেতাদের সঙ্গে ভুইঁফোড় আর্থিক সংস্থার (চিটফান্ড) যোগ রয়েছে, এই অভিযোগে একাধিক বার সরব হয়েছেন সিপিএম নেতৃত্ব। এ বার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ওই জাতীয় সংস্থার সঙ্গে যুক্ত বলে অভিযোগ তুললেন সিপিএম নেতা গৌতম দেব। |
সরব গৌতম। ছবি: শান্তনু হালদার। |
রবিবার বিকেলে অশোকনগরের মাগুরখালি নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের মাঠে আয়োজিত জেলা বামফ্রন্টের জনসভায় গৌতমবাবু বলেন, “আমরা দীর্ঘদিন ধরেই চিটফান্ডের বিষয়ে অভিযোগ করছিলাম। এখন খোদ মমতার সরকার এ দিক-ও দিক করে বলছে, ওদের (চিটফান্ড) ধরতে হবে। উনিও (মমতা) চিটফান্ডের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন।”
সভায় কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধেও সরব হন গৌতম দেব। তিনি বলেন, “কংগ্রেস ও বিজেপিকে বাদ দিয়ে তৃতীয় বিকল্প শক্তি তৈরির চেষ্টা করছে সিপিএম। কলকাতায় রাজ্য কমিটি আলোচনা করছে। কেন্দ্রে মুলায়ম সিংহ যাদব, চন্দ্রবাবু নায়ডু, নবীন পট্টনায়েক, জয়ললিতা এবং বামপন্থীদের নিয়ে জোট তৈরির চেষ্টা চলছে।” বিজেপিকে ‘প্রধান শত্রু’ হিসেবে চিহ্নিত করে গৌতমবাবুর দাবি, “খেয়াল রাখবেন বিজেপির সঙ্গে তৃণমূল যোগাযোগ করবে। ক্রমশই সেটা প্রকাশ্য আসবে।” সভায় উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক হরিপদ বিশ্বাস, প্রাক্তন মন্ত্রী আব্দুস সাত্তার, রণজিৎ কুণ্ডু প্রমুখ। রাজ্যে ইমামরা নিয়মিত ভাতা পাচ্ছেন না বলে অভিযোগ সাত্তারের। |
|
|
|
|
|