টুকরো খবর
প্রজাতন্ত্র দিবস পালনে অনীহা স্কুলে, ক্ষোভ
প্রজাতন্ত্র দিবস পালনে অনীহা স্কুলে। তাই নিয়ে শনিবার ক্ষোভ ছড়াল মহিষাদলের আজড়া গ্রামে। ২১ জানুয়ারি, বার্ষিক ক্রীড়ানুষ্ঠানের দিনে ২৮ জানুয়ারি পর্যন্ত টানা ছুটি ঘোষণা করেছিলেন স্থানীয় অমূল্যরতন গার্লস হাইস্কুল কর্তৃপক্ষ। টানা ছুটিতে প্রজাতন্ত্র দিবস পালনের কথা মনে ছিল না আর। শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ পাশের প্রাথমিক বিদ্যালয়ে প্রজাতন্ত্র দিবস পালন হলেও হাইস্কুলে কোনও আয়োজন দেখতে না পেয়ে ক্ষোভ ছড়ায় এলাকায়। তাই শুনে ছুটে আসেন ওই হাইস্কুলের পাঁচ জন শিক্ষিকা ও এক জন করণিক। ডাকা হয় আশপাশের জনাছয়েক ছাত্রীকে। ঘণ্টা দু’য়েক বাদে অনাড়ম্বরে তোলা হয় পতাকা। প্রধান শিক্ষিকা পুষ্প বায়েন আসেননি। পরে তাঁর সাফাই, “ব্যক্তিগত কাজ থাকায় আমি যেতে পারিনি। অন্য দিদিমণিদের বলেছিলাম অনুষ্ঠান করতে।” গ্রাম পঞ্চায়েত প্রধান সুদর্শন মাইতি বলেন, “এই ভাবে টানা ছুটি নেওয়া উচিত হয়নি। ২৩ জানুয়ারিও একই ঘটনা ঘটেছে। আমরা স্কুল কর্তৃপক্ষের কাছে জবাবদিহি চাইব।” স্কুলের পরিচালন সমিতির সম্পাদক কৃষ্ণগোপাল রায়ের দাবি, “প্রাইমারি স্কুলে পতাকা তোলার সরঞ্জাম না থাকায় আমরা একসঙ্গে অনুষ্ঠানটা পালন করতে চেয়েছিলাম। এটা নিয়ে একটা চক্রান্ত চলছে।” এ দিন ওই প্রাইমারি স্কুলেই পতাকা তুলে দায় সেরে ফেলে মহিষাদল পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকের দফতরও।

পনেরো কোটি টাকায় নানা প্রকল্প পূর্বের
অনগ্রসর এলাকা উন্নয়ন তহবিল থেকে প্রথম কিস্তির বরাদ্দ ১৪ কোটি ৯৪ লক্ষ টাকা রাস্তাঘাট-সহ বিভিন্ন খাতে খরচ করার সিদ্ধান্ত নিল পূর্ব মেদিনীপুর জেলা পরিকল্পনা কমিটি। জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, সেতু ও রাস্তাঘাট মেরামত, অঙ্গনওয়াড়িকেন্দ্র, শিশুশিক্ষা ও মাধ্যমিক শিক্ষাকেন্দ্র, তফসিলি জাতি ও উপজাতি ও সংখ্যালঘু উন্নয়নে এই টাকা খরচ করা হবে। জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন জানান, “চলতি আর্থিক বছরে বিআরজিএফ-র প্রথম কিস্তি হিসেবে ১৪ কোটি ৯৪ লক্ষ টাকা পাওয়া গেছে। এর মধ্যে জেলার পঁচিশটি পঞ্চায়েত সমিতি ৫ কোটি ৫০ লক্ষ ৬ হাজার ৩১৩ টাকা, ২২৩টি গ্রাম পঞ্চায়েত ৭ কোটি ১৫ লক্ষ ২৩ হাজার ৩৭১ টাকা, পাঁচটি পুরসভা ১ কোটি ৯ লক্ষ ২১ হাজার ৫৭৮ টাকা ও জেলা পরিষদ ১ কোটি ১৯ লক্ষ ৪৮ হাজার ৭৩৮ টাকা পেয়েছে। এই টাকা দিয়েই দ্রুত উন্নয়নের কাজে নামা হবে। এ ছাড়াও গ্রামীণ পরিকাঠামোগত উন্নয়ন তহবিল (আরআইডিএফ) ও ত্রয়োদশ অর্থ কমিশন থেকে চলতি আর্থিক বছরে জেলার পাওয়া ৫০ কোটি টাকা দিয়ে ১১টি নতুন রাস্তা নির্মাণ-সহ সেচ দফতরের মাধ্যমে ৪টি প্রকল্পের কাজ করা হবে।” বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি গাঁধী হাজরা, সহ-সভাধিপতি মামুদ হোসেন, পূর্ত কর্মাধ্যক্ষ শেখ সুফিয়ান ও অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অজয় পাল প্রমুখ।

কিশোরীকে মার, ধৃত অভিযুক্ত
মেলা দেখে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে মারধর করে গয়না ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতে নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রাম থেকে পুলিশ সন্তোষ দাস নামে পেশায় দিনমজুর ওই যুবককে গ্রেফতার করে। শনিবার ধৃতকে হলদিয়া মহকুমা আদালতে হাজির করা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৯ জানুয়ারি বিকেলে নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রামের গৌরাঙ্গ জিউর মন্দির প্রাঙ্গণে পৌষ সংক্রান্তির মেলায় গিয়েছিল ওই কিশোরী। মাঠের রাস্তা ধরে বাড়ি ফেরার পথে তাকে এক যুবক টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিশোরীকে মারধর করে গয়না ছিনতাইয়ের চেষ্টা করে যুবকটি। পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত সন্তোষ দাসকে নিজের বাড়ি থেকে গ্রেফতার করে।

গাছের ডাল মাথায় পড়ে মৃত্যু যুবকের
গাছের ডাল ভেঙে মাথায় পড়ায় মৃত্যু হল এক ব্যাক্তির। রবিবার দুপুর তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে দাসপুরের টালিভাটা বাসস্ট্যান্ডে। মৃত বিশ্বনাথ জানা (৪২) দাসপুর থানার সাতপোতা গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, বিশ্বনাথবাবু বৈকুণ্ঠপুরে একটি গাড়ির গ্যারেজে কাজ করেন। কর্মসূত্রে এ দিন তিনি বাসে করে টালিভাটায় গিয়েছিলেন। বাস থেকে নেমে হেঁটে যাওয়ার সময় টালিভাটা স্ট্যান্ডের কাছে একটি গাছের ডাল বিশ্বনাথবাবুর মাথার উপর পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ডালটি রাস্তায় পড়ায় ঘাটাল-পাঁশকুড়া সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়। পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের
সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটর বাইক আরোহীর। আহত হয়েছেন আরও এক জন। শনিবার রাতে এই ঘটনা ঘটেছে তমলুক শহরের ধারিন্দার কাছে তমলুক-ময়না সড়কে। মৃতের নাম দীনেশ বাগ (১৮)। পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ওই যুবকের বাড়ি তমলুক শহরের বাড়পদুমবসান এলাকায়। গুরুতর আহত দেবু সাউটিয়া কলকাতার নীলরতন সরকার হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার রাতে নিমতৌড়িতে গিয়েছিলেন ওই দুই যুবক। রাত ৯টা নাগাদ ময়না-তমলুক সড়ক ধরে ফেরার পথে ধারিন্দার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে মোটর বাইকটি। মাথায় আঘাত লাগে চালক দেবু ও পিছনে বসা দীনেশের। দু’জনকেই প্রথমে তমলুক জেলা হাসপাতালে ও পরে কলকাতার নীলরতন সরকার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মারা যান দীনেশ।

সিবিআই তদন্তের দাবি বিজেপি-র
তমলুক শহরে স্বামী, স্ত্রী ও পুত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত দাবি করলেন বিজেপি জেলা নেতৃত্ব। রবিবার এক সাংবাদিক বৈঠকে বিজেপি জেলা সাধারণ সম্পাদক সুকুমার দাস অভিযোগ করেন, ‘‘গত ২৩ ডিসেম্বর ভানুলাল মণির ঝুলন্ত দেহ ও তাঁর স্ত্রী সঙ্ঘমিত্রা, আট বছরের ছেলে সৌম্যদীপ্তর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। দ্বিতীয় পক্ষের স্ত্রী ও ছেলেকে খুন করে ভানুবাবু আত্মহত্যা করেছেন বলে দাবি পুলিশের। কিন্তু আমাদের ধারণা এর পিছনে ষড়যন্ত্র রয়েছে। সিবিআই তদন্তের দাবি করছি।” সঙ্ঘমিত্রাদেবীর মা ও বাবা ছিলেন সাংবাদিক বৈঠকে।

ধর্ষণে ধৃতদের পুলিশি হেফাজত
স্কুল ছাত্রী গণধর্ষণের ঘটনায় ধৃত ৩ জনকে ৫ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিল ঝাড়গ্রাম এসিজেএম আদালত। ধৃতদের শনিবার ঝাড়গ্রাম এসিজেএম আদালতে হাজির করা হলে এই নির্দেশ দেন বিচারক। ঘটনাটি ঘটেছিল গত ১৮ জানুয়ারি। পরে এই নিয়ে জামবনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ধর্ষিতা ছাত্রীর দাদা। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। শুক্রবার অভিযুক্তদের গ্রেফতার করা হয়। ধৃত খোকন মাহাতো, বিদ্যাধর মাহাতো ও হলধর পাত্রর বাড়ি জামবনির শিরষা গ্রামে। পুলিশের বক্তব্য, তল্লাশি চালিয়ে ঝাড়খণ্ড রাজ্য লাগোয়া জামবনির দু’টি জঙ্গল থেকে তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। যত দ্রুত সম্ভব চার্জশিট জমা দেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

রূপনারায়ণে তলিয়ে নিখোঁজ যুবক
রূপনারায়ণে তলিয়ে নিখোঁজ হয়েছেন এক যুবক। শুক্রবার সকালে কোলাঘাটের বাড়বড়িসা এলাকায় নেতাজি মূর্তির কাছে ঘটনাটি ঘটে। পেশায় ইলেকট্রিক মিস্ত্রি বছর আঠাশের রাকেশ দাস সকালে শৌচকর্ম করতে গিয়ে পা পিছলে নদে তলিয়ে যান। স্থানীয় বাসিন্দারা জানতে পেরে তাঁকে উদ্ধারের জন্য ঝাঁপ দেন রূপনারায়ণে। কিন্তু ওই যুবককে আর খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজ যুবকের ভাই পরেশ দাস বলেন, ‘‘দাদা সাঁতার জানতেন। জল থেকে ওঠার চেষ্টাও করেছিলেন। স্রোতের টানে তাঁকে আর খুঁজে পাওয়া গেল না।”

বাড়িতে চুরি
ঘাটাল শহরের কুশপাতায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটল শনিবার রাতে। পুলিশ সূত্রে খবর, এ দিন রাতে একদল দুষ্কৃতী দেবজিৎ মুখোপাধ্যায়ের বাড়ির মূল গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। সেই সময় বাড়িতে কেউ ছিলেন না। বেশ কয়েক ভরি সোনার গয়না, নগদ অর্থ ও একটি বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

শুরু দাসপুর ব্লক কৃষি মেলা
শুরু হল দাসপুর-১ ব্লক কৃষি মেলা। রবিবার বিডিও অফিস সংলগ্ন মাঠে মেলার উদ্বোধন করেন ঘাটালের মহকুমাশাসক অংশুমান অধিকারী। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক মমতা ভুঁইয়া, বিডিও রোশনী সরকার-সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। মেলায় এ দিন বিজ্ঞানসম্মত ভাবে নানা চাষের পরামর্শ, বিমা সংক্রান্ত আলোচনা, প্রাণী এবং মাছ চাষের পরামর্শ ও আলোচনার আয়োজন ছিল। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

ছাত্রীদের সাইকেল
চলতি মাসেই পূর্ব মেদিনীপুর জেলার ১৬টি মাদ্রাসা স্কুলের নবম থেকে দশম শ্রেণির ছাত্রীদের আনুষ্ঠানিক ভাবে সাইকেল দেওয়া হবে বলে জানালেন জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন। তিনি জানান, মাদ্রাসায় পাঠরত ছাত্রীরাই সংখ্যালঘু উন্নয়ন দফতর থেকে এই সাইকেল পাবে। পাঁশকুড়া ব্লকে ১১২, নন্দীগ্রাম-১ ব্লকে ২৮৬, নন্দকুমার ব্লকে ১৯৪, পটাশপুর-২ ব্লকে ৩২, এগরা-১ ব্লকে ১৯৮, কাঁথি পুরসভায় ১০৮, কাঁথি-১ ব্লকে ১৪০, রামনগর-১ ব্লকে ৮৩ এবং রামনগর-২ ব্লকে ৩৪টি সাইকেল দেওয়া হবে।

রামনগরে ব্যাডমিন্টন
পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে শনিবার ব্যাডমিন্টন প্রতিযোগিতা হল রামনগর থানা মাঠে। জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন কাঁথির মহকুমা পুলিশ অফিসার ইন্দ্রজিৎ বসু। ১৬টি দল প্রতিযোগিতায় যোগদান করে। দেপালের অম্বরীশ মাইতি ও তপন মাইতি জুটি চ্যাম্পিয়ন হয়।

জয়ী চন্দনেশ্বর
বোলকুশদা সবুজ সঙ্ঘের পরিচালনায় শ্রীহরি জানা ও সুধীরচন্দ্র প্রধান স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলায় জয়ী হল চন্দনেশ্বর। রবিবার আয়োজক সংস্থা সবুজ সঙ্ঘের পক্ষ থেকে ১০০ জনকে কম্বল বিতরণ করা হয়।

শেষ বার্ষিক উৎসব
শেষ হয়ে গেল মেচেদা স্পোর্টস ইউনিটের বার্ষিক উৎসব ও রক্তদান শিবির। শুরু হয়েছিল ২০ জানুয়ারি। ফুটবল, ক্রিকেট খেলার পাশাপাশি একাঙ্ক নাটক প্রতিযোগিতা ও নানা অনুষ্ঠান ছিল। শেষ দিন রক্তদান শিবির উপলক্ষে এসেছিলেন হিরণ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.