গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তালা তৃণমূলের ব্লক অফিসে |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
মৎস্যজীবীদের জন্য গৃহনির্মাণ প্রকল্পের তালিকা তৈরিতে স্বজনপোষণ ও অনিয়মের অভিযোগে তৃণমূলের ভগবানপুর-১ ব্লক দলীয় কার্যালয়ে শুক্রবার সন্ধ্যায় তালা ঝোলাল দলেরই কর্মী-সমর্থকদের একাংশ।
বাম সরকারের সময় আর্থিক ভাবে পিছিয়ে থাকা মৎস্যজীবীদের বাড়ি তৈরি করে দেওয়ার জন্য ‘আমার বাড়ি’ ও ‘গীতাঞ্জলি’ প্রকল্প হাতে নেয় মৎস্য দফতর। সেই সময় প্রাপকদের তালিকাও তৈরি হয়। কিন্তু তৃণমূল পরিচালিত ত্রিস্তর পঞ্চায়েত ওই তালিকায় আপত্তি করলে তা আটকে যায়। গত বছর মৎস্য দফতর প্রকল্পের কাজ শেষ করতে তাগাদা দিলে তৃণমূল ২০৯ জনের একটি তালিকা দেয়। স্থানীয় বিধায়ক, বিডিও ও জেলা সভাধিপতি তা অনুমোদন করলে তালিকাটি জেলাশাসকের কাছে যায়। চূড়ান্ত অনুমোদনের আগে প্রশাসনিক ভাবে তদন্ত করলে তালিকায় ত্রুটি মেলে। |
|
তালা ঝুলছে এখনও। —নিজস্ব চিত্র। |
ত্রুটিপূর্ণ ওই তালিকা তৈরিতে ভগবানপুরের তৃণমূল নেতা তথা জেলা পরিষদের বিদুৎ কর্মাধ্যক্ষ স্বপন রায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অভিযোগে এ দিন দলীয় কার্যালয়ে তালা ঝোলান স্থানীয় কর্মী-সমর্থকদের একাংশ। স্বপনবাবু সরাসরি মুখে কিছু না বললেও তাঁর অনুগামীরা এই ঘটনার জন্য দায়ী করছেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি হারুন রশিদকে। প্রসঙ্গত, এই দু’জনের বিরোধ চলছে গত কয়েকবছর ধরেই। হারুন রশিদ অভিযোগ অস্বীকার করলেও এই নিয়ে আর কোনও মন্তব্য করতে চাননি। দুই পক্ষের গণ্ডগোল মেটাতে উদ্যোগী হয়েছেন তৃণমূল নেতৃত্ব। কিন্তু তালা খোলেনি রবিবারও। তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মামুদ হোসেন বলেন, “দলীয় ভাবে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।” |
|