প্রজাতন্ত্র দিবস দুই মেদিনীপুরে
দুই মেদিনীপুর জেলা জুড়ে পালিত হল প্রজাতন্ত্র দিবস।
পশ্চিম মেদিনীপুরের জেলাসদরে পুলিশ লাইনে শনিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কুচকাওয়াজ হয়। প্যারেডে যোগ দেয় ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে ছিলেন জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত, জেলা পুলিশ সুপার সুনীল চৌধুরী প্রমুখ। আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও। খড়্গপুর ট্রাফিক ময়দানের অনুষ্ঠানে ছিলেন মহকুমাশাসক আর বিমলা, এসডিপিও দ্যুতিমান ভট্টাচার্য প্রমুখ। দলদলির দিশা ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছিল। মশাল দৌড়, মোটর সাইকেল র্যালি, পুরুষ ও মহিলাদের দৌড় প্রতিযোগিতা, সাইকেল রেস, লং জাম্প, হাই জাম্প প্রভৃতি হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল। অন্য দিকে ধাদিকা যুব গোষ্ঠীর উদ্যোগে মেধাবী ও দুঃস্থ ছাত্রছাত্রীদের বই দিয়ে সাহায্য করা হয়। নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
মেদিনীপুর পুলিশ লাইনে প্রজাতন্ত্র দিবস উদযাপন। ছবি সৌমেশ্বর মণ্ডল।
ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমাশাসক অংশুমান অধিকারী। এনসিসি’র ছাত্রছাত্রীরা মহড়ায় যোগ দেয়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতী ১৪ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয় অনুষ্ঠানে। তাদের হাতে পদক, মানপত্র তুলে দেন মহকুমাশাসক। ওই দিন বিকেলে প্রীতি ক্রিকেট ম্যাচে চেয়ারম্যান একাদশের সঙ্গে খেলে মহকুমাশাসক একাদশ। ঘাটাল শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হাসপাতাল, বৃদ্ধাশ্রমে ফল বিতরণ করা হয়। একটি স্বেচ্ছাসেবী সংস্থা ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক বিতরণ করে। জেলার স্কুল-কলেজেও দিনটি উদ্যাপিত হয়। জঙ্গলমহলেও হয় নানা অনুষ্ঠান ও কর্মসূচি। শনিবার দুপুরে শান্তির বার্তা পৌছে দিতে শালবনি থানার আমজোড় থেকে লক্ষ্মণপুর পর্যন্ত পদযাত্রা হয়।
এই ভাবেই জাতীয় পতাকা উড়ল পাঁশকুড়ার এক তৃণমূল কার্যালয়ে।—নিজস্ব চিত্র।
পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠান হয় তমলুক শহরের রাখাল মেমোরিয়াল ময়দানে। জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক পারভেজ আহমেদ সিদ্দিকি। এই উপলক্ষে তমলুক কলেজ ও এলাকার বেশ কয়েকটি স্কুলের ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজ প্রদর্শন করে। সরকারি বিভিন্ন দফতরের ট্যাবলো প্রদর্শন হয়। এ ছাড়া যোগাসন প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এদিনই জেলাশাসক একাদশ ও জেলা পুলিশ সুপার একাদশের প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছিল। জেতে জেলা পুলিশ সুপার একাদশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সুকেশ কুমার জৈন, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) মলয় হালদার প্রমুখ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.