রঞ্জি ফাইনাল
সচিনের মঞ্চে রেকর্ড জাফরের

ঞ্চটা ছিল সচিন তেন্ডুলকরের। ঘরের মাঠে রঞ্জি ফাইনাল খেলতে নেমে ঘরের প্রিয়তম ক্রিকেট-নায়কের ব্যাটের গর্জন শুনতে চেয়েছিলেন ওয়াংখেড়ের দর্শকদের পাশাপাশি গোটা বিশ্বের সচিন-ভক্ত। কিন্তু দ্বিতীয় দিনের শেষে সেই মঞ্চে একটাই নামওয়াসিম জাফর।
১৩২ রঞ্জির হিসেবে খুব বড় ইনিংস নয় ঠিকই। কিন্তু ওই ইনিংসের মাধ্যমে ঝকঝকে রঞ্জি কেরিয়ারে বেশ কয়েকটা রেকর্ড ভাঙলেন জাফর। এক নম্বর রেকর্ড, টুর্নামেন্টের ইতিহাসে সব থেকে বেশি সেঞ্চুরি। এ দিন নিজের ৩২তম সেঞ্চুরি করে দিল্লির প্রাক্তন ব্যাটসম্যান অজয় শর্মার ৩১ সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিলেন জাফর। রঞ্জিতে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় তিনে রয়েছেন অমল মুজুমদার (২৮) এবং হৃষিকেশ কানিতকর (২৮)। দুই, রঞ্জিতে সর্বোচ্চ রানের রেকর্ড। আর তিন নম্বর, প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬ হাজার রান টপকে যাওয়ার রেকর্ড। এই নিয়ে শেষ চারটে ম্যাচে তিন নম্বর সেঞ্চুরি করলেন জাফর। যার তাৎপর্য আরও বেশি কারণ তাঁর বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি।

৩২তম সেঞ্চুরি করে জাফর। রবিবার ওয়াংখেড়েতে। ছবি: পিটিআই
শনিবার ফাইনালের প্রথম দিন টস জিতে ফিল্ডিং নিয়েছিল মুম্বই। প্রথম বার রঞ্জি ফাইনাল খেলতে নামা সৌরাষ্ট্রকে মাত্র ১৪৮ রানের মধ্যে শেষ করে দিয়ে শুরুটাও যথেষ্ট ভাল হয়েছিল। অসাধারণ বল করে সৌরাষ্ট্র ব্যাটসম্যানদের দুঃস্বপ্ন হয়ে দাঁড়ান ধবল কুলকার্নি (৪-২৪)। দুটো করে উইকেট নিয়েছেন অভিষেক নায়ার এবং বিশাল দভালকর। প্রথম দিনই ওপেন করতে নেমে যান জাফর। দ্বিতীয় দিনের শেষে মুম্বই ২৮৭-৬। লিড ১৩৯। তৃতীয় দিন তাড়াতাড়ি উইকেট ফেলে দিতে পারলে লড়াইয়ে ভাল ভাবে ফিরে আসবে সৌরাষ্ট্র।
রঞ্জি ফাইনালের যাবতীয় আকর্ষণ তৈরি হয়েছিল যাঁকে ঘিরে, প্রথম ইনিংসে সেই সচিন মাত্র ২২ করে রান আউট হয়ে গেলেন। রঞ্জি কেরিয়ারে যা তাঁর প্রথম। জাফর ছাড়া মুম্বই ব্যাটসম্যানরা খুব বড় রান পাননি। দিনের শেষে ক্রিজে আছেন হিকেন শাহ (৪১ ব্যাটিং) এবং ধবল কুলকার্নি (১৮ ব্যাটিং)।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.