সিরিজ শেষে আশা কম, আশঙ্কা বেশি

রবিবার সিরিজ জিতে ভারত। ছবি: পিটিআই

ব্যাটসম্যানদের মানসিক শৃঙ্খলা মানে: পরিস্থিতি-পরিবেশ বুঝে বোলারদের মহড়া নেওয়া। আজকেরটা যেমন। বল যখন মুভ করছে, উইকেটে থাকো। বুঝতে হবে আজ চালালে চলবে না। উইকেট পাটা নয়। বরং পড়ে থাকতে হবে। বল ছাড়তে হবে। বদলে দেখলাম কেউ ফিফথ স্টাম্পের বল মারতে গিয়ে আউট হচ্ছে। কেউ ড্রাইভ করতে গিয়ে উইকেট দিচ্ছে। এমন নয় যে, বিরাট-রোহিতদের সেই টেকনিক নেই। আছে। কিন্তু ওদের কাউকে বলতে হবে, তোমরা মাঠে নেমে ‘অ্যাপ্লাই’ করো। আজ দেখতে দেখতে ৪৯ রানে চার উইকেট চলে গেল ভারতের। উঠল ২২৬। এর পর জেতা যায়?
বলছি না, এই সিরিজে রোগটা দেখতে পেলাম। বহু দিন ধরে দেখছি। ভাববেন না ভারত ম্যাচটা হেরেছে বলে সমালোচনা করছি। ভারত এখন সব ম্যাচ জিতবে না, হারবে বেশি, আগে বলেছি। আবার বলছি। কিন্তু ভুলগুলো শুধরোনোর একটা চেষ্টা তো থাকবে। এর পর বড় ওয়ান ডে টুর্নামেন্ট মানে চ্যাম্পিয়ন্স ট্রফি। ইংল্যান্ডে। এই ব্যাটিং চললে তো অবস্থা ভেবে শিউরে উঠতে হচ্ছে।
আর এই একটা কারণেই আমি সিরিজের প্রাপ্তিগুলো নিয়ে বিশেষ মাথা ঘামাতে চাইছি না। এটা ঠিক যে, অনেক দিন পর ভারত একটা ভাল পেস আক্রমণ পেয়েছে। ভুবনেশ্বর বল দু’দিকে সুইং করাতে পারে। ইশান্ত শর্মা থ্রি-কোয়ার্টার লেংথে ফেলে ব্যাটসম্যানদের কাবু করতে পারে। সামি আহমেদের মধ্যে আগামীর সম্পদ আছে। এই বোলিং যে কোনও পরিবেশে যে কোনও ব্যাটিংয়ের টক্কর নেবে। কারণ বৈচিত্র বেশি।
ধোনি-উবাচ
ট্রফি নিয়ে ধোনি।
গম্ভীর কিছুটা ফর্ম হারিয়েছে। কিন্তু যথেষ্ট অভিজ্ঞ। শেষ কয়েকটা ম্যাচে ভালই ব্যাট করেছে। দেখে মনে হয়নি উইকেট দিয়ে আসবে। ঠিকঠাক শট নির্বাচন করেছে।
অশ্বিনের সমস্যা হল ও বেশি বৈচিত্রের দিকে মন দিয়ে ফেলছে। এখন নিজের ভুলটা বুঝতে পেরেছে। শেষ দু’টো ম্যাচে ওকে ধারাবাহিক বলেই মনে হয়েছে।
আজ জেতা উচিত ছিল। আরও দায়িত্ব নিয়ে ব্যাট করলে হারতাম না। এই টিমকে সময় দিতে হবে। অধিকাংশই নতুন। সময়ের সঙ্গে শিখবে।
রবীন্দ্র জাডেজাকেও এই সিরিজের আবিষ্কার বলা যায়। প্রত্যেক ম্যাচে উইকেট পেয়েছে, রানও করেছে। রবিবারও শেষ দিকে ৩৯ করে গেল। জাডেজা আর ভুবনেশ্বর মিলে লোয়ার-অর্ডার ব্যাটিংটা সামলে দিতে পারবে। অধিনায়ক ধোনি এই সিরিজ থেকে তিন জনকে তুলতে চেয়েছিল। জাডেজা, ভুবনেশ্বর আর রোহিত। প্রথম দু’জন দুর্দান্ত, শেষের জন আংশিক সফল। কিন্তু ধোনি পুরো নিশ্চিন্ত হতে পারবে না। দেশের মাঠে ৩-২ সিরিজ জেতা বিশাল ব্যাপার নয়, তা ছাড়া যখন ব্যাটিং এমন।
নিজের অধিনায়কত্ব নিয়েও ধোনি সন্তুষ্ট হতে পারবে কি? ধরমশালায় একটা বড় গলদ দেখলাম। পূজারা টিমের সঙ্গে ছিল, তা হলে ওকে কেন এই কঠিন পরিবেশে খেলানো হল না? অধিনায়কের তো উচিত পরিস্থিতি বুঝে সেরা টিম নামানো। গম্ভীরকে আজ বিশ্রাম দেওয়া যেত। বদলে পূজারাকে বলা যেত, তুমি টেস্টে তিন নম্বর খেলো, ওয়ান ডে-তে গিয়ে ওপেন করো দেখি। বিশেষ করে তুমি যখন পূজারাকে রঞ্জি ফাইনালটাও খেলতে দিলে না। সত্যি বলতে কী, শৃঙ্খলাহীন ভারতীয় ব্যাটিং আর পূজারাকে বসিয়ে রাখাকে স্রেফ একটা শব্দে বেঁধে ফেলা যায়— শকিং!

ভারত ২২৬
গম্ভীর ক বেল বো ট্রেডওয়েল ২৪
রোহিত ক ট্রেডওয়েল বো ব্রেসনান ৪
কোহলি ক ট্রেডওয়েল বো ব্রেসনান ০
যুবরাজ ক মর্গ্যান বো ফিন ০
রায়না ক বেল বো ওকস ৮৩
ধোনি এলবিডব্লিউ ফিন ১৫
জাডেজা ক বেল বো ট্রেডওয়েল ৩৯
অশ্বিন ক ফিন বো সমিত ১৯
ভুবনেশ্বর ক ফিন বো ব্রেসনান ৩১
সামি ক ও বো ব্রেসনান ১
ইশান্ত নঃআঃ ০
অতিরিক্ত: ১০
মোট: ৪৯.৪ ওভারে ২২৬
পতন: ১৩, ১৩, ২৪, ৪৯, ৭৯, ১৫৭, ১৭৭, ২১১, ২২৫
বোলিং: ফিন ১০-২-২৭-২, ব্রেসনান ৯.৪-১-৪৫-৪, ওকস ৯-১-৪৫-১
ট্রেডওয়েল ১০-১-২৫-২, রুট ৫-০-৩৪-০, সমিত ৬-০-৪৬-১

ইংল্যান্ড
কুক বো ইশান্ত ২২
বেল নঃআঃ ১১৩
পিটারসেন ক জাডেজা বো সামি ৬
রুট বো জাডেজা ৩১
মর্গ্যান নঃআঃ ৪০
অতিরিক্ত: ১৫
মোট: ৪৭.২ ওভারে ২২৭-৩
পতন: ৫৩, ৬৪, ১৪৩
বোলিং: ভুবনেশ্বর ৯-১-৪৫-০, সামি ৯-১-৪৬-১, ইশান্ত ১০-৩-৩৭-১
অশ্বিন ১০-০-৫০-০, যুবরাজ ২-০-১৫-০, জাডেজা ৭.২-০-২৬-১
ছবি: পিটিআই




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.