|
|
|
|
দুর্ঘটনায় মৃত পাঁচ ছানা ব্যবসায়ী |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
নিয়ন্ত্রণ হারিয়ে লরি ধাক্কা মারায় মৃত্যু হল পিক-আপ ভ্যানের পাঁচ আরোহীর। মৃতেরা প্রত্যেকেই ছানা ব্যবসায়ী। রবিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে খড়্গপুর লোকাল থানার অন্তর্গত নিমপুরা মোড়ের কাছে, ৬ নম্বর জাতীয় সড়কে। জখম হয়েছেন আরও চার জন। তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার সুনীল চৌধুরী জানান, লরিটি আটক করা হয়েছে। তবে গাড়ির চালকের খোঁজ মেলেনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্য দিনের মতো রবিবার দুপুরেও পিক আপ ভ্যানে ছানা তুলে বিভিন্ন দোকানে দিতে যাচ্ছিলেন কয়েকজন ছানা ব্যবসায়ী। চৌরঙ্গি পেরিয়ে সাদাতপুরের দিকে যাওয়ার সময় নিমপুরা মোড়ের কাছে উল্টো দিক থেকে আসা একটি দশ চাকার লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় পিক-আপ ভ্যানটির। ঘটনাস্থলে পাঁচ জনের মৃত্যু হয়। মৃতদের নাম কার্তিক শিট (৩৫), শঙ্কর ঘোষ (৩২), নারায়ণ দোলুই (৪০), অসিত দে (২৮) এবং নিরঞ্জন বায়ের (৪২)। এর মধ্যে কার্তিক শিট এবং নারায়ণ দোলুইয়ের বাড়ি ডেবরা থানার জালিবান্দায়। শঙ্কর ঘোষের বাড়ি ডেবরা থানার ঘোষডিহায়। অসিত দে’র বাড়ি পিংলা থানার ব্রজখনিয়ায়। নিরঞ্জন বায়েরের বাড়ি খড়্গপুর লোকাল থানার রফিকুলগেড়িয়ায়।
দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে অবশ্য পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, লরিটির একটি চাকা ফেটে গিয়েছিল। এর ফলে চালক লরিটিকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেননি। লরিটিকে আটক করা হয়েছে। চালকের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে।
সপ্তাহ দু’য়েক আগে কলাইকুণ্ডার রাজারবাসা এলাকায় একটি বাসের সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি ওড়িশার সুন্দরগড় থেকে গঙ্গাসাগর মেলায় আসছিল। দুর্ঘটনায় দু’জন তীর্থযাত্রীর মৃত্যু হয়। ৬ নম্বর জাতীয় সড়কে এই ভাবে ঘন-ঘন দুর্ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাঁদের বক্তব্য, গাড়ি চলাচলের গতি নিয়ন্ত্রণে না-থাকার ফলেই এই পরিস্থিতি। পুলিশের বক্তব্য, গতি নিয়ন্ত্রণে রাখতে জাতীয় সড়কে নজরদারি চালানো হয়। নজরদারি আরও বাড়ানোর কথা ভাবা হচ্ছে। |
|
|
|
|
|