টুকরো খবর
কাজের স্বীকৃতি রাষ্ট্রপতি পুরস্কার
ভাল কাজের জন্য ওয়েস্টার্ন রেঞ্জের ডিআইজি (কারা) শোভন দীন রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন। তাঁরই সঙ্গে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের হেড ওয়ার্ডার দেবব্রত দত্তকেও এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। পুরস্কারের নাম ‘প্রেসিডেন্ট কারেকশনাল সার্ভিস মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস’। ইতিমধ্যেই চিঠি এসে গিয়েছে। তবে কবে তাঁদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে তা এখনও জানানো হয়নি। শোভনবাবু মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের সুপারও ছিলেন। ২০১০ সালে ডিআইজি হিসাবে তাঁর পদোন্নতি হয়েছিল। জেলখানায় কাজ পরিচালনার ক্ষেত্রে তিনি সুনামও অর্জন করেছিলেন। পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় খুশি শোভনবাবু বলেন, “খুব ভাল লাগছে। আরও ভাল ভাবে কাজ করতে চাই।”

বালিকাকে যৌন নির্যাতন
এক বালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে খড়্গপুর লোকাল থানার গেড়িয়াখোলিতে। অভিযুক্ত এলাকারই এক কিশোর। তাকে জুভেনাইল আদালতে পাঠিয়েছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার বছর পাঁচেকের এক বালিকাকে খেলতে নিয়ে যাওয়ার নাম করে কাছের জঙ্গলে নিয়ে যায় ১৪ বছরের স্থানীয় এক কিশোর। সেখানে বালিকার উপর যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। পরে বালিকাকে স্থানীয় স্কুল চত্বরের সামনে ছেড়ে দিয়ে চলে যায় ছেলেটি। ওই বালিকার মা খুঁজতে বেরিয়ে দেখেন, মেয়ে কাঁদছে। এরপর ঘটনার কথা জানাজানি হয়। শনিবার পুলিশের কাছে বালিকার পরিবার লিখিত অভিযোগ জানায়। তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত কিশোরকে ধরে জুভেনাইল আদালতে পাঠায়। মেডিক্যাল পরীক্ষার জন্য রবিবার বালিকাকে খড়্গপুর থেকে মেদিনীপুরে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

মাদক বিরোধী পদযাত্রা ডেবরায়
মাদক বিরোধী পদযাত্রা হল ডেবরাতে। রবিবার ডেবরা ব্লকের জালিবান্দা গ্রাম পঞ্চায়েতের অন্তলা থেকে শ্যামচকপাঁচ কিলোমিটার পদযাত্রায় যোগ দিয়েছিলেন স্থানীয় বিধায়ক রাধাকান্ত মাইতি, ডেবরা থানার ওসি কৃষ্ণেন্দু হোতা, আবগারি দফতরের আধিকারিক থেকে স্থানীয় মানুষ। বিধায়ক জানান, ওই এলাকায় তফসিলি সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি। এলাকার পুরুষেরা মদ্যপানে আসক্ত হয়ে পড়ছেন। ফলে অর্থের যেমন অপচয় হচ্ছে তেমনই সাংসারিক সুখ, শান্তিও বিঘ্নিত হচ্ছে। তাই এই উদ্যোগ।

কর্মী সম্মেলন
স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের (পশ্চিমবঙ্গ) সম্মেলন হল গড়বেতায়। রবিবারের এই সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক সুব্রত সরকার। ব্লকের বিভিন্ন এলাকা থেকে কর্মীরা এতে যোগ দেন। বক্তব্য রাখতে গিয়ে সুব্রতবাবু বলেন, “সর্বত্র উন্নয়নের কর্মসূচি চলছে। কর্মচারীদের উচিত নতুন সরকারকে সহযোগিতা করা।”

আলোচনাসভা
স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে এক আলোচনাসভা হল মেদিনীপুরে। শনিবার শহরের বিদ্যাসাগর হলে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সদর মহকুমাশাসক অমিতাভ দত্ত। মেদিনীপুর বিবেকানন্দ যুব মহামণ্ডলের উদ্যোগে এই সভায় বিবেকানন্দের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

পড়ুয়াদের পাশে
‘বিপ্লবী মেদিনীপুর টাইমস্’ পত্রিকার উদ্যোগে ১২৭ জন ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক ও পাঠ্য সরঞ্জাম বিতরণ করা হল শনিবার। এই উপলক্ষে মেদিনীপুর শহরের এক সভাগৃহে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মহকুমাশাসক অমিতাভ দত্ত।

রজতজয়ন্তী
‘বিদ্রোহী সঙ্ঘ সব পেয়েছির আসর’-এর রজতজয়ন্তী বর্ষ উদ্যাপিত হল। এই উপলক্ষে মেদিনীপুরের কেরানিচটিতে তিন দিন ধরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, সঙ্গে বিভিন্ন কর্মসূচি হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.