রাস্তায় কাটা গাছ ফেলে রেখে গাড়ি আটকে ছিনতাইয়ের ঘটনায় দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। তাদের নাম শেখ ইসমাইল ও কৃষ্ণেন্দু সাউ। বর্ধমানের কেষ্টপুরের বাসিন্দা তারা। তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল উদ্ধার করেছে পুলিশ। গত ৯ জানুয়ারি রাতে মেমারি-মালম্বা রোডে গাড়ি আটকিয়ে ছিনতাইয়ের ঘটনায় এরা জড়িত বলে দাবি পুলিশের। এই ঘটনায় আগেই তিন জনকে গ্রেফতার করা হয়েছিল।
বর্ধমান থানার আইসি দিলীপ গঙ্গোপাধ্যায় ও মেমারি থানার ওসি পার্থ ঘোষ জানান, ধৃতদের জেল হাজতে রাখা হয়েছে। তাদের কাছ থেকে ১৩ কিলোগ্রাম গাঁজাও উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ওই ছিনতাইয়ের ঘটনায় মোট দশজন জড়িত। বাকিদের খোঁজা হচ্ছে।
|
একশো দিনের কাজে বর্ধমানের মানুষ বছরে গড়ে ৫১ দিন কাজ পেয়েছেন বলে দাবি করলেন সাংসদ সুব্রত বক্সী। রবিবার বর্ধমানের গোদায় একটি দলীয় কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় এ কথা জানিয়ে তিনি বলেন, “এই তথ্য থেকে বোঝা যায়, পঞ্চায়েতে কেমন কাজ হচ্ছে।” তৃণমূলের এ দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন রবিরঞ্জন চট্টোপাধ্যায়, স্বপন দেবনাথ, উজ্জ্বল প্রামাণিকেরা। দীর্ঘ দিন পরে সমীর রায় ও রত্না রায়দের সঙ্গে এক মঞ্চে দেখা গেল শঙ্করী ভট্টাচার্য, খন্দেকার মহম্মদ সহিদুল্লাহদের। ছিলেন প্রণব চট্টোপাধ্যায়, সুশান্ত ঘোষেরাও। তবে ছিলেন না ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা শহর যুব তৃণমূলের সভাপতি খোকন দাস। এ ব্যাপারে তাঁর বক্তব্য, “আমি এলাকায় একটি উৎসব নিয়ে ব্যস্ত ছিলাম।” সভায় রবিরঞ্জনবাবু বলেন, “দলের মধ্যে মতপার্থক্য থাকলে সে সব ভুলে যান। দলের মাধ্যমে মানুষের জন্য কাজ করে দেখাতে হবে।” |