|
|
|
|
অভিযুক্ত তৃণমূল |
আউশগ্রামে আক্রান্ত মহিলা সমিতির সদস্য |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
মহিলা সমিতির বৈঠক থেকে ফেরার পরে এক মহিলাকে আক্রমণের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আউশগ্রাম থানার দ্বারিয়াপুর গ্রামে রবিবারের ঘটনা। মহিলা সমিতির স্থানীয় শাখার সদস্যা বিজুলি বন্দ্যোপাধ্যায় এ দিন সন্ধ্যায় গুসকরা ফাঁড়িতে দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে হাত ধরে টানা ও গালিগালাজ করার অভিযোগ দায়ের করেছেন। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে।
বিজুলিদেবীর দাবি, এ দিন স্থানীয় দ্বারিয়াপুর গ্রামে মহিলা সমিতির একটি বৈঠক ছিল। সেখান থেকে বাড়ি ফেরার পরই তাঁর ওই দুই ব্যক্তি চড়াও হয় বলে অভিযোগ। তাঁকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলেও দাবি তাঁর। তিনি জানান, তাঁর চিৎকার শুনে ওই তাঁর বাবা সিদ্ধেশ্বর গোস্বামী ও কয়েক জন ছুটে এলে পালিয়ে যায় ওই দু’জন। তবে অভিযোগের ভিত্তিতে এখনও কোনও মামলা দায়ের করেনি পুলিশ। গুসকরা ফাঁড়ির এক আধিকারিক জানান, অভিযোগকারিণীকে আউশগ্রাম থানায় অভিযোগ জানাতে বলা হয়েছে। আউশগ্রাম থানার আইসি মিহিরকুমার দে’র বক্তব্য, “এমন কোনও ঘটনার অভিযোগ এখনও পাইনি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।”
সিপিএমের গুসকরা জোনার কমিটির সম্পাদক অচিন্ত্য মজুমদার বলেন, “অভিযোগ হাতে পেয়েও মামলা শুরু করতে টালবাহানা করছে প্ুলিশ। এতে দুষ্কৃতীরা উৎসাহ পাচ্ছে। আমাদের আশঙ্কা, আমাদের দলের মহিলা সদস্য-সমর্থকদের উপরে ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটতে পারে।” তৃণমূলের গুসকরা পুরসভার চেয়ারম্যান চঞ্চল গড়াই বলেন, “মিথ্যা অভিযোগ তুলে মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে ওরা।” |
|
|
|
|
|