|
|
|
|
তারাবাজি |
সেক্স শাহরুখ সলমন স্ক্যান্ডেল
শুধুমাত্র এ সবই বিক্রি হয় আজকাল। গোয়ার বাগা বিচে প্রন কারি
খেতে খেতে নেহা ধুপিয়া বললেন প্রিয়াঙ্কা দাশগুপ্তকে |
লাঞ্চের জন্য প্রন কারি আর ভাত!
ওহ্, অসাধারণ। আমি যখনই কোনও জায়গায় যাই, স্থানীয় খাবার খেয়ে দেখি। গোয়ান খাবার খুব পছন্দের।
গোয়াতে তো আপনার একটা বাড়িও আছে...
হ্যাঁ, তা আছে। একটা ছোট্ট জায়গা আই কল মাই ওন।
আপনি তো চ্যানেল ভি-র ইন্ডিয়া ফেস্টে বিউটি উইথ ব্রেনের খোঁজে...
সেটা আমি খুব এনজয় করছি। মেয়েরা ভীষণ ভাল। তবে অসুবিধাটা হল হাই হিলস্ পরে এই বালি ভর্তি মাঠে ঘুরে বেড়ানো। দ্যাটস্ ক্রেজি।
একটা প্রশ্নে যদি বিউটি উইথ ব্রেনস্ খুঁজতে হয়, কী জিজ্ঞাসা করবেন?
বিশ্বশান্তির জন্য কী করবে? আর মেয়েটি যদি উত্তরে বলে কিচ্ছু না, তা হলে সারা জীবন আমি ওকে অ্যাডমায়ার করব। মেয়েটির গাটস্ থাকা দরকার এটা মেনে নিতে যে, পেজেন্টে প্রতিযোগী বলেই সব সময় ফরমায়েসি উত্তর দিতে হয় না।
আপনিই বলেছিলেন, ‘ওনলি সেক্স অ্যান্ড এসআরকে সেল’। ২০১৩তে এসে ওই মন্তব্যের সঙ্গে কিছু কি জুড়তে বা বাদ দিতে চান?
বাদ তো দেবই না। সেক্স সেলস্। শাহরুখও তাই। আমি শুধু দু’টো শব্দ জুড়তে চাই। সলমন আর স্ক্যান্ডেল।
চারটেই তো এস দিয়ে শুরু।
হ্যাঁ। ওটা কোইন্সিডেন্স। সলমন এখন যা করে সেটাই রকস্। পুরো মিডাসের টাচ যেন। আর স্ক্যান্ডেল? ওটাও বেচে। টেলিভিশন শোগুলোই দেখুন না। বা ট্যাবলয়েড। ভ্রু কোঁচকাবে। আবার দিব্যি গোগ্রাসে গিলবেও। স্ক্যান্ডেলের মতো ভাল বিনোদন হয় না।
‘জুলি’ করার পরে আপনার স্কিন শো নিয়ে অনেক কথা হয়েছিল। আজকালকার স্টারলেটরা তো বেশ বেপরোয়া...
আমি ট্রেন্ড সেটার ছিলাম। তবে ‘জুলি’ শুধু স্কিন শো ছিল না। আমি আজও গর্বিত এই ছবিটা করে। এখনকার দর্শক পাল্টেছে। এখন অনেক বেশি ওপেন। ‘জুলি’র সময় আমাকে অনেক কথা শুনতে হয়েছিল।
সিনেমাতে স্কিন শো করতে কি আপনি রাজি?
উত্তরটা হ্যাঁ আর না মিশিয়েই। স্কিন শো নিয়ে আমার কোনও ইনহিবিশন নেই। তবে শুধুমাত্র নজর কাড়ার জন্যই যদি জামা-কাপড় খুলতে হয়, তাতে আমার সায় নেই। |
|
‘সাহেব, বিবি আর গ্যাংস্টার’-এর সিকুয়েলে আইটেম নাম্বার করার কথা ছিল আপনার। করলেন না কেন?
ডেটস্।
এটা কিন্তু ক্লিশে হয়ে গিয়েছে। যখনই কেউ কাজটা করতে না চান, এই দোহাই দেন...
না। একেবারেই নয়। পরিচালক হিসাবে তিগমাংশু ধুলিয়াকে আমি শ্রদ্ধা করি। ও আমার খুব ভাল বন্ধুও। আসলে আমি নতুন একটা শোয়ের জন্য ডেট দিয়ে ফেলেছি। ও দিকে তিগমাংশুর ডেটও বারে বারে পাল্টে যাচ্ছিল। আমার তো ড্রেসও তৈরি করা ছিল। শুধু সময় করে উঠতে পারলাম না।
অনেকে বলেন আইটেম নাম্বারে মহিলাদের পণ্য হিসাবে দেখানো হয়। সেটা ধর্ষণ বেড়ে যাওয়ার অন্যতম কারণ...
কী হাস্যকর! গোটা দেশ আইটেম নাম্বার দেখতে চায়। খাদ্যে বিষক্রিয়া হলে কি আমরা খাবার বেচব না?
আপনার কি মনে হয় গ্ল্যামার ওয়ার্ল্ড মহিলাদের পণ্য করে দেখায়?
আমি তো বুঝে পাই না, সব সময় সেলেবরাই কেন ক্রুসিফায়েড হবে? লোকের হাবভাব দেখে মনে হয় আমাদের দেশে তিন ধরনের প্রজাতি আছে। পুরুষ, মহিলা আর সেলিব্রিটি। সেলিব্রিটিরা (বিশেষ করে অভিনেতারা) ওই তৃতীয় প্রজাতির। সমাজের এই দৃষ্টিভঙ্গিটা বদলানো দরকার।
পরিস্থিতির বদল হয়েছে কি?
ধর্ষণের ঘটনাটা শুনেই শোকস্তব্ধ হয়ে গিয়েছি। আর আমি কিন্তু এটা বলার জন্য বলছি না। আমাদের জীবনে সবচেয়ে যে পরিবর্তনটা হল এখন আমরা প্রত্যেকেই জানি যে, আমরা সবাই ভালনারেবল। একটা সময় ছিল, যখন আমরা মনে করতাম এটা আমার সঙ্গে হবে না। কিন্তু আজ আর তা নয়। ক্যানসার হোক কি যৌন হয়রানি, যে কোনও সময় যে কারওকে আঘাত হানতে পারে। এক দিকে, দিল্লি রেপ কেস ফার্স্ট ট্র্যাক কোর্টে গিয়েছে, অন্য দিকে কিছু ফিল্মমেকার ওই ঘটনা নিয়ে ছবি বানাতে ব্যস্ত হয়ে পড়েছেন।
ওই ঘটনা নিয়ে ফিল্ম তৈরি ঠিক নয়?
সবাই জানে দিল্লি রেপের মতো বিষয় ছবিতে থাকলে সহজেই দৃষ্টি আকর্ষণ করা যাবে। আমি পরিচালকদের অশ্রদ্ধা না করেই বলছি আরও তো অনেক অরিজিনাল আইডিয়াও আছে। রেপ খুব স্পর্শকাতর একটা বিষয়। ছবি করতে গেলে বেশ গ্রাফিক হয়ে যেতে পারে। সেটা মেয়েটির পরিবারের পক্ষে খুব কষ্টকর হয়ে দাঁড়াবে। টপিকাল ছবি ছিল ‘নো ওয়ান কিলড্ জেসিকা’। তবে রেপ একেবারেই অন্য রকমের একটা ঘটনা। আমি পরিচালক হলে এ নিয়ে ছবি করতাম না।
শুনলাম টেলিভিশন করছেন?
আমি এখন একটা কমেডি শোয়ের বিচারক। নাম ‘নৌটঙ্কি দ্য কমেডি থিয়েটার’।
বড় পর্দা থেকে ছোট পর্দা। এটাও তো একটা পরিবর্তন...
হ্যাঁ, ছোট পর্দা দিয়ে যে কারও বেডরুমে সহজেই ঢুকে পড়া যায়। আই অ্যাম বিয়িং পেড টু লাফ অ্যান্ড এন্টার দ্য বেড রুম। তবে আমার ১৩টা উইক এন্ড সেই শ্যুটিংয়ের পেছনে যাচ্ছে। আমাকে বলা হয়েছিল আমার কমিক টাইমিং ভাল। তুষার কপূর আর আমি বিচারক। তবে তুষার এখানে বোবা নয়।
আপনি তো করণ জোহরের একটা সিনেমাও করছেন...
হ্যাঁ। ‘উংলি’তে আমি আছি। রেনসিল ডি’ সিলভা পরিচালনা করছেন। এখন আমি খুব উত্তেজিত আমার প্রথম পঞ্জাবি ছবি ‘রঙ্গিলে’ নিয়ে। আমি বাংলা ছবিও করতে চাই। কিন্তু এত ভাল ভাল অভিনেতা আছেন টলিউডে, আমি কি সুযোগ পাব? অপর্ণা সেনের ছবি আমার খুব ভাল লাগে। কঙ্কণা আমার ভাল বন্ধু। অপর্ণা সেন, গৌতম ঘোষ আর ঋতুপর্ণ ঘোষের ছবি করতে চাই।
শেষ বার যখন ঘুরতে গিয়েছিলেন, কেউ আপনাকে দেখে চিনতেই পারেনি। পারলেই বলেছিলেন আপনি নেহা ধুপিয়ার ক্লোন!
হ্যাঁ। খুব মজার হয়েছিল।
এমন অদ্ভুত ব্যাপার আর করেছেন?
এই তো নিউ ইয়ার্সে। সাউথ আমেরিকায়। আমি ক্যারিওকে ট্রাই করছিলাম। ‘ডেসপারেডো’ ছবির এক স্প্যানিশ গান। আমি তো খুব মগ্ন হয়ে গাইছিলাম। আমি তো আর বুঝিনি একটা স্প্যানিশ উচ্চারণও ঠিক হচ্ছে না। লোকেরা হাসছিল মিটিমিটি, টিটকারিটাই যা কাটেনি!
আচ্ছা স্প্যানিশে গান গাওয়া। এটা কি ভেনিজুয়েলার সঙ্গীর প্রভাব?
(লজ্জায় লাল হয়ে) কী যে বলেন!
এ বছর তো অনেক অভিনেত্রীরই বিয়ে হল। আপনার পালা কবে?
দেখুন, বিয়ে করার মানে যদি হয় কেউ আমার বিলটা মেটাবে, সেটা আমার দরকার নেই। ওটা আমিই সামলে নিতে পারি। আর যদি সেটা সঙ্গ দেওয়ার জন্য হয়... আমার মা তো আছেন।
সেটা হয় নাকি! মায়ের সঙ্গ আর পার্টনারের সঙ্গ কি এক নাকি?
(হেসে) দেখুন বিয়ের চিন্তাটা আসে আর যায়। কিন্তু এখন এত ব্যস্ত আমার শিডিউল, ভাল করে এ ব্যাপারে চিন্তা করার সময়ই দিতে পারছি না।
তাই যদি হয়, তবে জেমস সিলভেস্টরের (জিমি) সঙ্গে সম্পর্কটাকে কী ভাবে ব্যাখ্যা করবেন?
আমাদের সম্পর্কটার কোনও নাম দিতে পারব না। যে দিন দিতে পারব, সে দিন আপনাকে জানাব। |
|
|
|
|
|