চিকিৎসায় গাফিলতি এবং ঠিকঠাক খাবার না দেওয়ায় রোগী মৃত্যুর অভিযোগকে ঘিরে রোগীর আত্মীয়দের বিক্ষোভে উত্তেজনা দেখা দিয়েছে কোচবিহারে। বৃহস্পতিবার রাতে কোচবিহার এমজেএন হাসপাতালে ঘটনাটি ঘটেছে। হাসপাতাল সূত্রের খবর, মৃতের নাম প্রিয়নাথ রায় (৬৫)। তাঁর বাড়ি টাকাগছ এলাকায়। গত মঙ্গলবার পায়ের কামড়ের জখম নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তবে তাঁকে কী কামড়েছিল তা পরিস্কার নয়। মৃতের স্ত্রী খুকি রায়ের অভিযোগ, সঠিক চিকিৎসা তো হয়নি। স্বামীকে কাচালঙ্কা আর ভাত খেতে দেওয়া হয়। ঘটনার পর রোগীর পরিবারের লোকজন মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশ যায়। হাসপাতালের সুপার জয়দেব বর্মন বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
|
নির্ণয় শিবির
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সম্প্রতি এক স্বেচ্ছাসেবী সংস্থার খড়্গপুর আইআইটি ক্যাম্পাস ইউনিট এবং থ্যালাসেমিয়া সোসাইটি অফ মেদিনীপুর ডিস্ট্রিক্টের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার থ্যালাসেমিয়া বাহক নির্ণয় শিবির এবং সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। আইআইটি ক্যাম্পাসে আয়োজিত এই শিবিরে ১৫০ জন ছাত্রছাত্রী যোগ দেন।
|
কুনস্তরিয়া এরিয়া হাসপাতালের উদ্যোগে বন্ধ্যাকরণ শিবির হল বৃহস্পতিবার। দু’জন চিকিৎসক ল্যাপ্রোস্কপি করে ৫০ জন মহিলার বন্ধ্যাকরণ করেন। |