টুকরো খবর
প্রশ্ন চিহ্নের মুখে হোটেলের নিরাপত্তা
মায়াপুর-নবদ্বীপের হোটেলগুলি নিয়ে অভিযোগের অন্ত নেই। হোটেলের ঘরে ব্যবসায়ী খুন, দেহ ব্যবসা চালানো, বান্ধবীকে নিয়ে এসে ঘরে আটকে রাখার অভিযোগ—গত কয়েক মাসে একের পর এক ঘটনায় হোটেলগুলি যে কার্যত নিরাপত্তাহীন তা স্পষ্ট। এই তালিকায় নবতম সংযোজন বুধবার স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে ঘর ভাড়া নেওয়া যুগলের আত্মঘাতী হওয়ার ঘটনা। ভরা পর্যটন মরসুমে এ ঘটনায় সাধারন পর্যটকেরা যে স্থানীয় হোটেলগুলি থেকে মুখ ফেরাবে তা নিয়ে সংশয় নেই ব্যবসায়ীদের অনেকেরই। ব্যবসায় লালবাতি জ্বলার আশঙ্কায় তাঁদের মাথায় হাত। ফেডারেশন অব বেঙ্গল হোটেলিয়ার্স-এর মায়াপুর শাখার সম্পাদর প্রদীপ দেবনাথ বলেন, “সামনেই দোল। তার আগে এই ধরনের অবাঞ্ছিত ঘটনায় আমরা উদ্বিগ্ন। প্রশাসনের আরও তৎপর হওয়া দরকার।” কিন্তু বিনা পরিচয়পত্রে ঘর ভাড়া দিচ্ছে কেন হোটেলগুলি? তাকর জবাব দিতে পারেননি তিনি। হোটেল মালিক সংগঠনের দাবি, আমাদের পাঠানো নাইট রিপোর্টের ভিত্তিতে পুলিশ রাতে মাঝেমধ্যেই তল্লাশির জন্য হোটেলগুলিতে হানা দিক। হোটেল ব্যবসায়ীদের সংগঠনের রাজ্য সম্পাদক প্রসেনজিৎ সরকার সাফ বলেন, “নবদ্বীপ-মায়াপুর এখন আর্ন্তজাতিক পর্যটন মানচিত্রে ঠাঁই করে নিয়েছে। কিন্তু হোটেলগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা নেই। হোটেলে ঢোকার সময় পরিচয়পত্র বাধ্যতামূলক করা জরুরি। পাশাপাশি নিয়মিত নাইট রিপোর্ট তলব করুক প্রশাসন। নিরাপত্তার নজরদারি না থাকলে ভুয়ো পরিচয় দিয়ে উগ্রপন্থীরাও আশ্রয় নিতে পারে হোটেলের ঘরে। এক সময় সংগঠনের তরফ থেকে আমরাই নিয়মিত নজরদারি চালাতাম হোটেলগুলিতে। কিন্তু কিছু হোটেল মালিকের কায়েমি স্বার্থে লাগায় তাঁরা বিরোধিতা শুরু করেন। ফলে আমরা রণেভঙ্গ দিতে বাধ্য হই।” এ প্রসঙ্গে নদিয়ার সদর মহকুমা শাসক সব্যসাচী চক্রবর্তী বলেন, “আগামী সপ্তাহে সমস্ত হোটেল মালিকদের নিয়ে জরুরি বৈঠক ডাকা হবে। সেখানে হোটেলের নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ ঠিক করা হবে।”

জমিজটে থমকে রাস্তা
গ্রামবাসীদের তেত্রিশ বছরের পিচঢালা রাস্তার স্বপ্ন বাস্তবায়নের পথে বাঁধ সেধেছে মাঝখানের কলিমুদ্দিন শেখের লম্বাটে ১৫ মিটার জমি। ডোমকলের জুড়ানপুর গ্রাম পঞ্চায়েতের মুরারিপুর হাট থেকে গবিরপুর ঈদগাহ পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার মেঠো রাস্তায় পিচ ঢালা শুরু হয়েছে বেশ কয়েকদিন ধরে। কিন্তু উত্তর গরীবপুরের কাছে রাস্তার উপরেই কলিমুদ্দিন শেখের জমি পড়ে যায়। জমির দখল রাখতে মরিয়া কলিমুদ্দিন নিজের জায়গা আষ্টেপৃষ্টে ঘিরে দিয়ে মেরে দিয়েছেন এলাকাবাসীর পাকা রাস্তার স্বপ্ন। তিনি বলেন, “মাপজোপের সময় জানতে পারি রাস্তার উপরে আমার জায়গা রয়েছে। তারপরেই ভাবি যেনতেন উপায়ে দখল নিতে হবে ওই জায়গার।” আশাহত গ্রামবাসীরা ওই জমিজট কাটাতে দরবার করেছেন মহকুমা শাসকের কাছে। ডোমকলের এসডিও প্রশান্ত অধিকারী বলেন, “গ্রামবাসীরা আমার কাছে এসেছিলেন। সমস্যা মেটাতে গ্রাম পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে নির্দেশ দিয়েছি।”

যুগলের দেহ মিলল মায়াপুরে
স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে মায়াপুরের এক হোটেলে উঠেছিলেন তাঁরা। বৃহস্পতিবার হোটেলের ঘর থেকেই যুগলের দেহ মিলেছে। তাঁরা সুজিত শিকদার (৩৭) ও পাপিয়া বর্মন (২৭) বলে জানতে পেরেছে পুলিশ। বাড়ি নাকাশিপাড়ার মাঠপাড়ায়। তবে এ পরিচয় সম্পর্কে নিশ্চিত নয় পুলিশ। পুলিশ জানায়, বুধবার দুপুরে ওই পরিচয় দিয়েই তাঁরা মায়াপুরের হোটেলে উঠেছিলেন। বৃহস্পতিবার হোটেলকর্মীরা তাঁদের বার বার ডেকেও সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে ঘর্যে দু’জনেরই দেহ পড়ে থাকতে দেখে। ডিসপি মীর সাহিদুল আলি বলেন, “মনে হচ্ছে কীটনাশক খেয়ে মৃত্যু হয়েছে ওঁদের।”

তলিয়ে গেলেন ছাত্র
নৌকা উল্টে তলিয়ে গেলেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মুর্শিদাবাদ ক্যাম্পাসের ছাত্র মহম্মদ কাশেদ আলি। বাড়ি উত্তরপ্রদেশে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে তিন ছাত্র নৌকা নিয়ে আখেরি নদীতে নামেন। মাঝনদীতে নৌকা ডুবে গেলে দু’জন সাঁতরে পাড়ে উঠতে পারলেও আইনের দ্বিতীয় বর্ষের ছাত্র কাশেদের কোনও খোঁজ মেলেনি।

তলিয়ে গেলেন ছাত্র
নৌকা উল্টে তলিয়ে গেলেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মুর্শিদাবাদ ক্যাম্পাসের ছাত্র মহম্মদ কাশেদ আলি। বাড়ি উত্তরপ্রদেশে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে তিন ছাত্র নৌকা নিয়ে আখেরি নদীতে নামেন। মাঝনদীতে নৌকা ডুবে গেলে দু’জন সাঁতরে পাড়ে উঠতে পারলেও আইনের দ্বিতীয় বর্ষের ছাত্র কাশেদের কোনও খোঁজ মেলেনি।

গ্রেফতার যুবক
ছাত্রীকে কটূক্তি করার দায়ে পুলিশ বৃহস্পতিবার নওদার চাঁদপুর অঞ্চল থেকে রাজেশ মালিথ্যা নামে এক যুবককে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ওই যুবক দশম শ্রেণির এক ছাত্রীকে কটূক্তি করে। ছাত্রীটির পরিবারের লোকজনের দায়ের করা অভিযোগের ভিত্তিতে এ দিন গ্রেফতার করা হয়েছে ওই যুবককে।

যুবকের দেহ উদ্ধার
বৃহস্পতিবার সকালে পুলিশ রেজিনগর শিল্পতালুকের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের দেহ উদ্ধার করেছে। ওই যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।

যুবকের দেহ উদ্ধার
বৃহস্পতিবার সকালে রেজিনগর শিল্পতালুকের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের দেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.