গুয়াহাটিতে বমাল ধরা পড়ল আন্তর্জাতিক টোকে গেকো চোরাচালান চক্রের আট সদস্য। পুলিশ জানায়, নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে, গত কাল রাতে দিসপুর থানা এলাকার রাষ্ট্রীয় লোকজনশক্তি পার্টির দফতরে হানা দেয় তারা। সেখানেই ছিল একটি টোকে গেকো (টিকটিকি প্রজাতির প্রাণী) ও বিরল প্রজাতির একটি কচ্ছপ।
|
গরুর গুঁতোয় মৃত্যু হল এক প্রৌঢ়ের। বুধবার সকালে হিঙ্গলগঞ্জের দুলদুলি মঠবাড়ি গ্রামের বাসিন্দা বসন্ত মণ্ডল (৫২) নামে ওই প্রৌঢ় মাঠে গরু চরাচ্ছিলেন। সেই সময়ে একটি গরু খেপে গিয়ে তাঁকে শিং দিয়ে গুঁতো মারে। আর জি কর হাসপাতালে রাতেই মারা যান তিনি।
|
এ বারও প্রজাতন্ত্র দিবসে সকাল ৭টায় রবীন্দ্র সরোবরে ৬ মাইল দীর্ঘ ‘রান ফর চেঞ্জ’-এর আয়োজন করেছে নগরোন্নয়ন দফতর। বৃহস্পতিবার মহাকরণে এ কথা ঘোষণা করে দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, সরোবরের জন্য সচেতনতা বাড়াতে এই আয়োজন। এ বার ছোটদের বদলে মহিলাদের জন্য ২ মাইল দৌড়ের ব্যবস্থা হয়েছে। তিনি জানান, জিৎ-সহ টালিগঞ্জের একঝাঁক অভিনেতা দৌড়ে অংশ নেবেন।
|
পনেরো বছরের পুরনো কৃষ্ণসার হরিণ শিকার মামলায় আংশিক স্বস্তি পেলেন সলমন খান। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকার মামলায় অভিযুক্ত সলমন এবং অন্য চার অভিনেতার বিরুদ্ধে দাঙ্গাহাঙ্গামা বাধানোর অভিযোগ প্রযোজ্য নয়। তবে বন্যপ্রাণী সুরক্ষা আইনের আওতায় সলমন ও আরও চার অভিনেতার বিরুদ্ধে যে সব চার্জ গঠন করা হয়েছে, সেগুলি থাকবে। এর আগে দায়রা আদালত এই সিদ্ধান্ত নেয়। হাইকোর্টও সেই সিদ্ধান্ত বজায় রাখে। কিন্তু রাজস্থান সরকার দাঙ্গাহাঙ্গামার চেষ্টার অভিযোগ বহাল রাখতে সুপ্রিম কোর্টে আবেদন জানায়। |