এ বার থেকে মেট্রোর প্ল্যাটফর্ম বা ট্রেনের ভিতর নোংরা করার আগে সাবধান। ধরা পড়লে জরিমানা করা হবে ন্যূনতম ৫০০ টাকা। ২১ জানুয়ারি থেকে এই নিয়ম লাগু করা হয়েছে বলে জানিয়েছেন মেট্রো-কর্তৃপক্ষ। থুথু ফেলা, কোনও জিনিস ফেলে প্ল্যাটফর্ম নোংরা করা ইত্যাদি কারণে ধরা পড়লে এখন থেকে ২৫০-র বদলে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। রেলের সব ক’টি জোনে ইতিমধ্যেই রেল বোর্ডের ওই নির্দেশ কার্যকর করা হয়েছে। এ বার তা চালু হল মেট্রোতেও।
|
খুলে দেওয়া হল কলকাতা বিমানবন্দরের নতুন উড়ালপুল। কৈখালির পরে বিমানবন্দরের দিকে যেতে এই উড়ালপুল তৈরি হয়েছিল মূলত নতুন টার্মিনালের জন্য। নতুন টার্মিনাল উদ্বোধনের পরে আপাতত বন্ধ থাকলেও শুধুমাত্র বিমানযাত্রীদের জন্য এই উড়ালপুল খুলে দেওয়া হল। অন্য গাড়ি তা ব্যবহার করতে পারবে না। নতুন টার্মিনালে পৌঁছনোর আগে উড়ালপুলটি মাটিতে নেমেছে। সেখান থেকে বর্তমান দুই টার্মিনালে (অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক) যাওয়ার রাস্তা খুলে দেওয়া হয়েছে। এখন কৈখালির পরেই উড়ালপুল ব্যবহার করতে পারবেন বিমান ধরতে যাওয়া যাত্রীরা।
|
যাদবপুর থানার সামনে ‘নো সাইক্লিং’ জোনে মঙ্গলবার একটি রিকশাকে আটকানোর জেরে ‘ক্লোজ’ করা হল যাদবপুর ট্রাফিক গার্ডের এক সার্জেন্টকে। লালবাজার সূত্রে খবর, ডিসি ট্রাফিক (সাউথ) রবীন্দ্রনাথ সরকার মঙ্গলবার ও বুধবারের ঘটনা নিয়ে লালবাজারে রিপোর্ট দেন। তা জমা পড়ার পরেই ক্লোজ করা হয় তাঁকে। রিপোর্টে কী বলা হয়েছে, তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন পুলিশকর্তারা। কলকাতা পুলিশের ডিসি (ট্রাফিক) দিলীপ আদক বলেন, “ওই সার্জেন্টকে ছুটিতে পাঠানো হয়েছে।” যদিও কেন ওই সার্জেন্টকে ‘ক্লোজ’ করা হল, তার উত্তর মেলেনি।
|
নিউ মার্কেট এলাকা থেকে বৃহস্পতিবার বিকেলে ব্যাগ চুরি গেল এক মহিলার। পুলিশ জানায়, ওই মহিলা ও তাঁর এক বন্ধু নিউ মার্কেটে এক দর্জির দোকানে যান। দোকানের ভিতরে জামা-কাপড় দেখার সময়ে ওই মহিলার ব্যাগটি উধাও হয়ে যায়। তার মধ্যে ছিল দু’টি মোবাইল, ক্রেডিট ও ডেবিট কার্ড-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। অভিযুক্তদের খোঁজ চলছে।
|
ঋণ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে চার জনকে বুধবার গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতদের নাম অন্বয় রায়চৌধুরী, সৌরভ ঘোষ, সুরজিৎ উপাধ্যায় ও তারাপদ দে। আর্থিক সংস্থা থেকে কয়েক লক্ষ টাকা ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তারা কয়েক জনের কাছ থেকে কিছু নথিপত্র নেয়। তার পরে নথি-মালিকদের নাম ভাঁড়িয়ে ঋণের টাকা তারা নিজেরাই আত্মসাৎ করে বলে অভিযোগ তাদের বিরুদ্ধে।
|
কুইন্স ওয়ে, রোনাল্ড রস সরণি ও প্রণবানন্দ সরণিতে ঘোড়ার গাড়ি চলবে। কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত বৃহস্পতিবার এই রায় দিয়ে জানান, তিনি সম্প্রতি এক ছুটির দিনে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে কিছুটা সময় কাটিয়ে দেখেছেন, পর্যটক ও ভিক্টোরিয়া দেখতে আসা দর্শকদের কাছে ঘোড়ার গাড়ির আকর্ষণ রয়েছে। কখন ঘোড়ার গাড়ি চলবে, গাড়ি-মালিকেরা কী ভাবে আবর্জনা পরিষ্কার করবেন এই ব্যাপারে নির্দেশিকা তৈরি করবে রাজ্য সরকার। অন্য কোনও রাস্তায় ঘোড়ার গাড়ি চালানো যাবে না। |