টুকরো খবর
সুর মেলানোর এক সন্ধ্যা
সুরের এক সোনালি সন্ধে আজ, শুক্রবার উপহার পাবে শহর, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সৌজন্য, 91.9 ফ্রেন্ডস এফএম। নিবেদনে ‘অ্যামারন’। সেই সন্ধ্যায় গাইবেন আশা ভোঁসলে। নিছক গাইবেন বললে অবশ্য ভুল বলা হবে। বলা উচিত, মঞ্চ জুড়ে সুরের ঝর্না ঝরবে এ সন্ধ্যায়। কারণ একা তো তিনি নন, এ সন্ধ্যায় না-থেকেও থাকবেন রাহুল দেববর্মণ। অনুষ্ঠানের আর এক নাম যে ‘পঞ্চম অ্যান্ড আই’। সুররসিকেরা জানেন, কী জাদু ওই জুটিতে। সে তো শুধু গানের জুটি নয়, জীবন-জুটি। এ শহরে যত বার আসেন আশা, উৎসবের মেজাজে আসেন। এ শহরেই যে রাহুল দেববর্মণের সঙ্গে জীবনসুরের সোনালি সফরের অনেক মুহূর্ত তাঁর ঝুলিতে। অনুষ্ঠানের আগে এক একান্ত সাক্ষাৎকারে সেই মুহূর্তগুলোই ফিরে দেখছিলেন তিনি। গলদা চিংড়ির মালাইকারি থেকে দক্ষিণ কলকাতার মিষ্টি আর লেকের ধারে সুরের সন্ধে...গানে গানে আশার জীবন জড়িয়ে আছে এ শহরের সঙ্গেই। সেই জড়ানো জীবন, গানের ও পারে ‘পঞ্চম’কে নিয়ে আরও এক বার, আজ সন্ধ্যায়।

বঙ্গ সংস্কৃতি উৎসব
ভাষা শহীদ স্মারক সমিতি, আসানসোল আঞ্চলিক পরিষদ ও আসানসোল পুরসভার উদ্যোগে চার দিনের বঙ্গ সংস্কৃতি উৎসব শুরু হল বৃহস্পতিবার। রবীন্দ্র ভবনে উৎসবের সূচনা করেন বিশিষ্ট নাট্যকর্মী বিভাস চক্রবর্তী।


মাইকেল মধুসূদন দত্তের জন্মদিনে আজ মঞ্চস্থ হবে ‘মেঘনাদবধ কাব্য’।
মঙ্গলবার তারই মহড়ায় পার্থ ঘোষ, গৌরী ঘোষ, বিজয়লক্ষ্মী বর্মণ, দেবেশ রায়চৌধুরী,
স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, রত্না মিত্র প্রমুখ। ছবি: শুভাশিস ভট্টাচার্য

রফিকে নিয়ে অজানা তথ্য
গায়ক মহম্মদ রফির জীবনী থেকে জানা গেল অনেক অজানা তথ্য। বইটির লেখিকা রফির পুত্রবধু জেসমিন খালিদ রফি। জেসমিন লিখেছেন, ১৯৬০ সালের শুরুর দিকে লতা মঙ্গেশকর কেন দু-তিন বছর রফির সঙ্গে গান করেননি। জেসমিনের দাবি, সেই সময় লতা মঙ্গেশকর প্রযোজকদের কাছ থেকে রফির সঙ্গে গাওয়া গানের জন্য স্বত্ব বাবদ বেশি টাকা চেয়েছিলেন। তখন লতা-রফির জুটির প্রত্যেকটি গানই ছিল অত্যন্ত জনপ্রিয়। কিন্তু রফি নিজে সেই সব গানের জন্য বেশি টাকা নিতে অস্বীকার করেন। সেই কারণে তখন লতা মঙ্গেশকর রফির সঙ্গে গান গাওয়া বন্ধ করে দেন। পরে সঙ্গীত পরিচালক জয়কিষণের মধ্যস্থতায় দু’জনে আবার এক সঙ্গে গান গাইতে শুরু করেন।

সিনেমা নিয়ে
আগামী সোমবার পর্যন্ত কমল হাসানের নতুন ছবি ‘বিশ্বরূপম’ কোনও প্রেক্ষাগৃহে না দেখানোর নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট। ছবিটির বিরুদ্ধে ধর্মবিদ্বেষের অভিযোগ এনেছে কয়েকটি গোষ্ঠী। শনিবার বিচারপতিরা ছবিটি দেখবেন। তার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে সেটি তামিলনাড়ুতে মুক্তি পাবে কিনা। ৯৫ কোটি টাকা দিয়ে ছবিটি বানানো হয়েছে। রাজ্যের ৫০০টি প্রেক্ষাগৃহে এই ছবিটি দেখানোর কথা ছিল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.