শুরুতে উত্তরবঙ্গকে নিয়ে পৃথক রাজ্য গঠনের আন্দোলনে ফাটল ধরল। পৃথক রাজ্য দাবি আদায় ফ্রন্ট থেকে সরে দাঁড়াল একটি সংগঠন। আরও একটি সংগঠন সরে দাঁড়ানোর কথা ভাবছে। গত মঙ্গলবার ১২টি সংগঠন ‘পৃথক রাজ্য দাবি আদায় ফ্রন্ট’ গঠন করে উত্তরবঙ্গকে নিয়ে পৃথক রাজ্য গঠন আন্দোলনের ডাক দেয়। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে দাবি নিয়ে ফ্রন্টের শরিকদের মধ্যে বিতর্ক দানা বাঁধে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে সিনিয়র সিটিজেন ফোরাম নেতৃত্ব বুধবার জানিয়ে দেন ওই আন্দোলনে তাঁরা নেই। মঙ্গলবার সংগঠনটি নাগরাকাটায় আয়োজিত সভায় যোগ দেয়। ফোরামের পক্ষে শান্তি ভট্টাচার্য বলেন, “পৃথক রাজ্য আমাদের লক্ষ্য নয়। তাই নাগরাকাটার বৈঠকে যোগ দিয়ে পরে সরে এসেছি।” মালবাজার জনজাগরণ সংগঠনের প্রতিনিধি ওই ১২টি সংগঠনের মধ্যে ছিলেন। পৃথক রাজ্যের দাবিকে ঘিরে জনজাগরণ সংগঠনেও বিতর্কের সৃষ্টি হয়েছে। সংগঠনের প্রাক্তন সম্পাদক নীলাদ্রি চক্রবর্তী বলেন, “আমরা পৃথক রাজ্য কখনও চাইনি। আজও ওই দাবি নেই। সংগঠনের যে সদস্যরা নাগরাকাটার বৈঠকে উপস্থিত ছিলেন তাঁদের কাছে কৈফয়ত তলব করা হবে।”
|
বিধায়ক তহবিলের অর্থে শিলিগুড়ি হাসপাতালের ব্লাড ব্যাঙ্ককে রক্ত পরীক্ষার জন্য ‘এলাইজা রিডার’ যন্ত্র দিলেন রাজ্যের স্বাস্থ্য বিষয়ক কমিটির চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য। বুধবার হাসপাতালের ব্ল্যাড ব্যাঙ্ক কর্তৃপক্ষের হাতে ওই যন্ত্রটি তুলে দেন তিনি। তাতে একযোগে ৯৬ টি রক্তের নমুনা ২ ঘণ্টায় পরীক্ষা হবে। হেপাটাইটিস-এ, হেপাটাইটিস-বি, যক্ষা, চিকনগুনিয়া, এইচআইভির মতো রক্তের ১৭ ধরনের পরীক্ষা ওই যন্ত্রে করা সম্ভব। হদাম পড়েছে ২ লক্ষ ৮০ হাজার টাকা। ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, রোগীর শরীরে রক্ত দেওয়ার আগে সেই রক্ত ঠিক রয়েছে কি না তা জানতে কতগুলি পরীক্ষা করা অত্যাবশ্যক। তার মধ্যে মূলত রক্তের হেপাটাইটিস- বি, হেপাটাইটিস-সি, আইচআইভি পরীক্ষার জন্য তাঁরা এই যন্ত্র ব্যবহার করবেন।
|
শহর সাজানোর কাজে হাত দিল আলিপুরদুয়ার পুরসভা। পুরসভা সূত্রে জানা গিয়েছে, শহরের রবীন্দ্র শিশু উদ্যান ঢেলে সাজার ব্যবস্থা করা হয়েছে। প্যারেড গ্রাউন্ডে উঁচু বাতি স্তম্ভ বসানোর হচ্ছে। পুরসভার চেয়ারম্যান দীপ্ত চট্টোপাধ্যায় জানান, ওই কাজে প্রায় ২০ লক্ষ টাকা খরচ হবে। ১০ লক্ষ টাকা খরচ করে রবীন্দ্র শিশু উদ্যান সংস্কার করা হয়েছে। সেখানে ফোয়ারা ও সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়াও শিশুদের জন্য খেলার সরঞ্জাম বসানোর কাজ চলছে। ২৬ জানুয়ারি উদ্যানটি খুলে দেওয়া হবে। এ ছাড়াও ১১ হাত কালীবাড়ির কাছে একটি বিদ্যাসাগরের মূর্তি বসানো হবে।
|
আন্তঃ রাজ্য স্কুল ক্রীড়া প্রতিযোগিতার সাব জুনিয়ার বিভাগে ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হল মেটেলি ব্লকের বিধাননগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র বিশ্বজিৎ বর্মন। গত ৩ জানুয়ারি সল্টলেকে সাই কমপ্লেক্স স্টেডিয়ামে আয়োজিত ওই রাজ্য স্তরের প্রতিযোগিতায় বিশ্বজিৎ প্রথম হয়। এবার জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে সে লখ্নউ যাচ্ছে। বুধবার মালবাজারের আদিবাসী মেয়েদের হস্টেলে নেতাজির জন্মদিবস অনুষ্ঠানে বিশ্বজিতকে আর্থিক সাহায্য করেন নাগরাকাটার বিধায়ক জোসেফ মুন্ডা।
|
যে সমস্ত প্রাথমিক শিক্ষককের প্রশিক্ষণ নেই তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে শিক্ষা দফতর। এ ছাড়াও যোগ্যতার মান উন্নয়নের ব্যবস্থা হবে। বুধবার আলিপুরদুয়ার ম্যাকউলিয়াম প্রাথমিক বিদ্যালয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বার্ষিক সভায় একথা জানান জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ধর্ত্তীমোহন রায়।
|
আলিপুরদুয়ার শহরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল নেতাজির জন্মজয়ন্তী। বুধবার সকালে বিভিন্ন স্কুল ও সংগঠনের তরফে নেতাজির ছবি ও মূর্তিতে মাল্যদান করা হয়। নেতাজি জন্ম শতবর্ষ কমিটির আহ্বায়ক তথা আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক নির্মল দাস এই প্রসঙ্গে জানান, এ দিন নানা সংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিকলে কবিতা পাঠের আসর বসে।
|
কুমারগ্রাম ব্লক কৃষি মেলা বুধবার কামাখ্যাগুড়ি হরিবাড়ির মাঠে শুরু হয়েছে। উদ্বোধন করেন কুমারগ্রামের বিধায়ক দশরথ তিরকে। উপস্থিত ছিলেন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি বাসন্তি কেরকাট্টা।
|
আমবাড়ি পুলিশ ফাঁড়ির মিলনপল্লির ক্যানাল রোডে গাড়ি-বাস দুর্ঘটনায় বুধবার ১০ জন জখম হন। |