মেধাবীদের টানতে মঞ্চ কংগ্রেসের |
পশ্চিমবঙ্গে সমাজের মেধাবী অংশের মধ্যে দলের সদস্য, সমর্থক বাড়াতে ‘রাষ্ট্রীয় সনিয়া ব্রিগেড কংগ্রেস’ নামে একটি মঞ্চ মঞ্চস্থ করল কংগ্রেস। তার প্রদেশ সভানেত্রী মৈত্রেয়ী সাহা। তিনি বুধবার দাবি করেন, জয়পুরের চিন্তন শিবিরে তাঁকে ওই দায়িত্ব দেওয়া হয়েছে। ওই ব্রিগেড কংগ্রেসের ইতিবাচক পদক্ষেপ প্রচারের মধ্য দিয়ে শিক্ষিত ছাত্র এবং গুণীদের দলের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করবে। সেই উদ্দেশে কেন্দ্রের উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা পুস্তিকা, প্রদর্শনীর মাধ্যমে প্রচার করবে। কোনও বিষয়ে বিতর্ক হলে তা নিয়ে জনতার সঙ্গে মতামত বিনিময় করার মতো কর্মসূচিও নেবে ওই ব্রিগেড। মৈত্রেয়ীদেবীর মতে, “অনেক সময়ে অন্যের সমালোচনা করতে গিয়ে আমাদের ভাল কাজগুলির প্রচার হয় না। তাই কংগ্রেসের ইতিবাচক পদক্ষেপ প্রচারে জোর দেব।”
|
পিডিএসের চতুর্থ রাজ্য সম্মেলন বসছে কল্যাণীতে। ভিন্ রাজ্যের অতিথিরাও ২৫ থেকে ২৭ জানুয়ারি ওই সম্মেলনে হাজির থাকবেন বলে বুধবার পিডিএসের রাজ্য সম্পাদক সমীর পূততুণ্ড জানিয়েছেন। সম্মেলন উপলক্ষে কল্যাণীতে সমাবেশ ২৫ তারিখ, শুক্রবার। বীরভূমের লোবায় আন্দোলন, একশো দিনের কাজ নিয়ে আইনি লড়াইয়ের সাফল্য-সহ আসন্ন পঞ্চায়েত ভোট সম্মেলনে আলোচ্য হিসাবে উঠে আসবে।
|
বাম জমানায় সিপিএমেরই সবচেয়ে বেশি কর্মী খুন হয়েছেন এবং ওই জমানার শেষ ১২ বছরে (১৯৯৮ থেকে ২০১০) তৃণমূলের বিরুদ্ধে সবচেয়ে বেশি খুনের অভিযোগ উঠেছে বলে দাবি করা হল মানবাধিকার কর্মী সুজাত ভদ্রের নতুন বইয়ে। আর এক মানবাধিকার কর্মী পূর্ণেন্দু মণ্ডলের সঙ্গে সুজাতবাবুর যৌথ ভাবে লেখা ‘পশ্চিমবঙ্গে রাজনৈতিক হত্যা : একটি সমীক্ষা ১৯৭৭ থেকে ২০১০’ শীর্ষক বইটি বুধবার কলকাতা প্রেস ক্লাবে প্রকাশ করেন নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী। পরে সুজাতবাবু বলেন, “সিপিএম দলীয় মুখপত্রে নিজেদের নিহত কর্মীর সংখ্যা প্রকাশ করে। অন্যরা ও রকম নথি রাখে না। তাই ওই হিসাব।” |