তিন দুর্ঘটনায় বৃদ্ধা-সহ মৃত্যু চার জনের
নিজস্ব প্রতিবেদন |
রাস্তা বেহালের জন্য সিউড়ি-আমজোড়া রুটে প্রায়ই
ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকে। ছবি: তাপস বন্দ্যোপাধ্যায়। |
তিনটি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধা-সহ চার জনের। মৃতেরা হলেন বিশ্বজিৎ সাহা (৪০), টুটুল সিংহ (৩৯), মরিয়ম বেওয়া (৭৩) এবং বিকুল সোরেন (২৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে জয়দেব বাউল মেলা থেকে শান্তিনিকেতনে বাড়িতে ফিরছিলেন বিশ্বজিতবাবু ও পশুপ্রেমী সংগঠনের কর্মী টুটুলদেবী। ইলামবাজারের চৌপাহাড়ি জঙ্গলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের গাড়িটি একটি গাছে ধাক্কা মারে। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। ওই গাড়িতে ছিলেন বাঁধগোড়ার বাউল শিল্পী গৌর ক্ষ্যাপা। জখম অবস্থায় তাঁকে বোলপুর থেকে বর্ধমানে স্থানান্তরিত করা হয়েছিল। পরে কলকাতা এসএসকেএমে রেফার করা হয়। বুধবার বাকি দু’টি দুর্ঘটনা ঘটেছে নলহাটি ও রামপুরহাট থানা এলাকায়। বাসিন্দাদের দাবি, নলহাটি কোঠাতলা মোড় থেকে সিএডিসি মোড় পর্যন্ত বাইপাস সংস্কারের অভাবে বেহল হয়ে পড়েছে। প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। অথচ পুরসভা ওই রাস্তা থেকে টোল আদায় করলেও সংস্কারের ব্যবস্থা করছে না বলে অভিযোগ। রাস্তা বেহালের জন্য এ দিন নিয়ন্ত্রণ হারিয়ে পাথর বোঝাই দশ চাকার ট্রাক রাস্তার ধারে দোকানে ধাক্কা মারে। এর ফলে দোকানঘর ভেঙে যায়। এলাকাবাসী ও পুলিশ ট্রাকের তলা থেকে মরিয়ম বেওয়াকে উদ্ধার করে। দুই বালিকা জখম হয়। তাদের মধ্যে এক জনকে বর্ধমান মেডিক্যালে পাঠানো হয়েছে। অন্য দিকে, রামপুরহাট-দুমকা রোডে, রামপুরহাট থানার তুম্বনি মোড়ের কাছে মোটরবাইকের সঙ্গে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় হরিনাথপুরের বাসিন্দা বিকুলের। এক বাইক আরোহী জখম অবস্থায় রামপুরহাট হাসপাতালে চিকিৎসাধীন। |
পাকা রাস্তার দাবি লভপুরে
নিজস্ব সংবাদদাতা • লাভপুর |
দীর্ঘদিন আগে মোরাম পড়েছে। কিন্তু বর্ষায় লাভপুরের মানপুর বাসস্ট্যান্ড থেকে কুরুন্নাহার পর্যন্ত কিলোমিটার পাঁচেক রাস্তার একাংশ বেহাল হয়ে পড়েছে। বাসিন্দারা দীর্ঘদিন ধরে ওই রাস্তা পাকা করার জন্য প্রশাসনের সব স্তরে আবেদন জানিয়েছেন। কিন্তু লাভ হয়নি বলে তাঁদের অভিযোগ। অথচ রাস্তাটি পাকা হলে স্থানীয় মানপুর, কুনিয়াড়া, কাপসুন্দি, পুসুলিয়া-সহ ৮-১০টি গ্রামের মানুষজন উপকৃত হতেন। এই অবস্থায় বছরের বেশিরভাগ সময় তাঁদের ঘুরপথে যেতে হয়। লাভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি, সিপিএমের নদেরদাঁদ বাগদি বলেন, “প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ওই রাস্তা পাকা করতে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ইতিমধ্যে জেলা প্রশাসনের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।” |
অজ্ঞাতপরিচয়ের দেহ
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
নলহাটি স্টেশনে ঢুকতে রেললাইনের ধার থেকে বুধবার এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার করল রেলপুলিশ। |
দুর্ঘটনায় মৃত দুই, জখম বাউল শিল্পী |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। গুরুতর জখম অবস্থায় এসএসকেএমে ভর্তি বাউল শিল্পী গৌর ক্ষ্যাপা। মৃতেরা হলেন বিশ্বজিৎ সাহা (৪০), টুটুল সিংহ (৩৯)। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার রাতে ইলামবাজারের জয়দেব থেকে নিজের গাড়িতে শান্তিনিকেতনে ফিরছিলেন টুটুলদেবী। গাড়িতে ছিলেন বোলপুরের বাসিন্দা গৌর ক্ষ্যাপাও। নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের গাড়িটি গাছে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান দু’জন। |