হেডলির প্রত্যর্পণের আবেদন খারিজ
সংবাদসংস্থা • শিকাগো |
২৬/১১-র মুম্বই হামলার সঙ্গে যুক্ত মার্কিন বংশোদ্ভূত লস্কর-ই-তইবা জঙ্গি ডেভিড হেডলির ভারতে প্রত্যপর্ণের আবেদন খারিজ করল আমেরিকা। উল্টে মার্কিন কর্মচারী হিসেবে কর্মরত অবস্থায় জঙ্গি সংস্থাকে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করা ও সন্ত্রাসবাদী হামলায় মদত জোগানোর অভিযোগে হেডলির ৩০-৩৫ বছরের জেলের আবেদনও জানানো হল। বিভিন্ন জঙ্গি সংগঠন সম্পর্কে হেডলির কাছ থেকে আরও তথ্য পাওয়া যেতে পারে। তাই তাকে ভারতে পাঠানো উচিত নয় বলে মন্তব্য করেন আমেরিকার সরকারি পক্ষের আইনজীবী গ্যারি এস স্যাপিরো। প্রত্যর্পণের আবেদন খারিজ হওয়ায় বিদেশমন্ত্রী সলমন খুরশিদ বলেন, “ব্যাপারটা নিঃসন্দেহে হতাশাজনক। আমরা চাইছিলাম হেডলির বিচার ভারতেই হোক। কিন্তু তা না হয়ে ওই দেশেই বিচার হচ্ছে।”
|
চালু নতুন নিয়ম
সংবাদসংস্থা • বেজিং |
পরিবর্তনের হাওয়া এখন সাংহাইয়ের একটি বিদ্যুৎ কারখানায়। তাই কাজ করতে আসা শ’য়ে শ’য়ে শ্রমিক সেই পরিবর্তনে ক্ষুব্ধ। কিন্তু কেন? মালিক পক্ষ যে তাঁদের শৌচাগারের সময়ও বেঁধে দিয়েছেন। দু’মিনিটের বেশি একটুও নয়। সাংহাইয়ের শিনমেই বিদ্যুৎ কারখানার এক হাজার শ্রমিক এখন তাই রাগে ফুঁসছেন। মঙ্গলবার তাঁরা এর প্রতিবাদে ধর্মঘট করেছিলেন কারখানায়। শুধু শৌচাগারের সময়ই নয় অন্য অনেক পরিবর্তন করা হচ্ছে।
|
এগিয়ে বিবার
সংবাদসংস্থা • লস অ্যাঞ্জেলেস |
লেডি গাগার পর এ বার জাস্টিন বিবার। টুইটারে এখন গাগার অনুগামীর থেকে জাস্টিন বিবারের অনুগামীর সংখ্যা বেশি। ২০১২ সালেও গাগাই এগিয়ে ছিলেন। বিবার ২০০৮-য়ের মার্চ মাসে টুইটারে অ্যাকাউন্ট খুলেছিলেন। ২০১০ সালে টুইটারে আসেন লেডি গাগা। বর্তমানে বিবারের ফলোয়ারের সংখ্যা ৩৩,৩১৫,৫২১। তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন যথাক্রমে রিহানা এবং বারাক ওবামা।
|
প্রমাণের দাবি
সংবাদসংস্থা • অটোয়া |
আলজিরিয়ার গ্যাস ক্ষেত্রে ৪১ জনকে যে জঙ্গিরা পণবন্দি করেছিল তাদের মধ্যে দু’জন কানাডার বাসিন্দা। কানাডার বিদেশ মন্ত্রক আলজিরিয়ার কাছে তার প্রমাণ চাইল। কানাডার বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, “পণবন্দিকারীর মধ্যে যাদের পরিচয় জানা গিয়েছে তাদের মধ্যে কানাডার কেউ নেই। যে দু’জনকে কানাডার বলে দাবি করছে আলজিরিয়া তাদের কোনও তথ্য আমরা পাইনি।”
|