জকোভিচের গ্র্যান্ড স্ল্যামের ওপেন যুগে প্রথম প্লেয়ার হিসেবে অস্ট্রেলীয় ওপেন চ্যাম্পিয়ন হওয়ার হ্যাটট্রিক করার সোনালি স্বপ্ন প্রায় ভেঙে চুরমার করে দিচ্ছিলেন ওয়ারিঙ্কা।
ফেডেরারের দেশের প্লেয়ার মেলবোর্নের সময় রাত দেড়টা পর্যন্ত রড লেভার এরিনায় জকোভিচের ঘুম কেড়ে নিয়ে শেষ পর্যন্ত পঞ্চম সেটে ১০-১২ হার মানেন। পাঁচ ঘণ্টা তিন মিনিটের ম্যারাথন যুদ্ধ শেষ পর্যন্ত ১-৬, ৭-৫, ৬-৪, ৬-৭, ১২-১০ জিতে বিশ্বের এক নম্বর টেনিস তারকা কোয়ার্টার ফাইনালে উঠলেন। শীর্ষ বাছাই জকোভিচের সামনে এ বার বার্ডিচ। সার্কিটের ‘জোকার’-এর মুখে হাসি রইল তাঁর অদম্য মনোবল, শারীরিক শক্তি আর চূড়ান্ত ফিটনেসের সুবাদে।
জকোভিচের সম্পূর্ণ উল্টো ছবি মারিয়া শারাপোভার টেনিসে। মেয়েদের দ্বিতীয় বাছাই এমনই তরতরিয়ে এগোচ্ছেন যে, সবচেয়ে কম গেম হেরে অস্ট্রেলীয় ওপেন খেতাব জেতার রেকর্ড করে ফেলতে পারেন। এ দিন টেনিসের সেরা গ্ল্যামার গার্ল কোয়ার্টার ফাইনালে ওঠার পথে বেলজিয়ামের কার্স্টেন ফ্লিপকেন্স-কে উড়িয়ে দিলেন ৬-১, ৬-০। |
জোকারের যুদ্ধজয়। ছবি: রয়টার্স |
সব মিলিয়ে মাত্র ৫টা গেম হারিয়ে অস্ট্রেলীয় ওপেনের শেষ আটে ওঠার রেকর্ড এখনই গড়ে ফেলেছেন শারাপোভা। ভাঙলেন মোনিকা সেলেস (১৯৯১ ও ’৯৩) ও স্টেফি গ্রাফের (’৮৯) আট গেম খোয়ানোর রেকর্ড। এ বার মারিয়া-ম্যানিয়ার সামনে তাঁরই রুশ সতীর্থ ইকাতেরিনা মাকারোভা। ফলে টেনিসমহল মনে করছে, শারাপোভার সেমিফাইনালে ওঠা স্রেফ সময়ের অপেক্ষা। তবে সতর্ক শারাপোভা বলছেন, “নিজের ফর্মে আমি অবশ্যই খুশি। তবে টুর্নামেন্ট এখন কোয়ার্টার ফাইনালে চলে এসেছে। ফলে ক্রমে কঠিন হবে। এখন ফোকাসড্ থাকাটাই আসল।”
মেয়েদের শেষ আটে আর উঠেছেন অ্যাগনিয়েস্কা রাদওয়ানস্কা ও লি না। বিদায় নিয়েছেন প্রাক্তন বিশ্বসেরা আনা ইভানোভিচ।
লি না জিতলেও পুরুষদের সিঙ্গলস থেকে এশীয় চ্যালেঞ্জ শেষ হয়ে গিয়েছে জাপানের নিশিকোরি হারায়। সেখানে একটি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছেন দুই স্প্যানিশ ফেরার ও আলমাগ্রো। ভারতীয়দের মধ্যে রবিবার মহেশ ভূপতি ও তাঁর রুশ সঙ্গী নাদিয়া পেত্রোভা মিক্সড ডাবলসে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। পঞ্চম বাছাই মহেশরা হারান জুলিয়েন রজার-রোদিওনোভা জুটিকে ৬-৪, ৬-২। |