৭ রামায়ণের তৃতীয় কাণ্ড,
যেখানে রামের বনবাসের বর্ণনা আছে।
৮ কুসীদজীবী।
৯ পরিহাস, ঠাট্টা-তামাসা।
১০ অভিনয়াদির অভ্যাস।
১১ আক্রমণের অভাব।
১২ যোগমার্গের সাধন পদ্ধতিবিশেষ।
১৩ রাজস্ব প্রদানকারী।
১৫ ভীষণ মুখবিশিষ্টা, মহাকালী।
১৮ মতামত, উদ্দেশ্য, অভিপ্রায়।
২১ বাক্যহারা, বিস্মিত।
২২ মানব সম্প্রদায়।
২৪ নিন্দুক, প্রত্যুত্তরকারী।
২৫ যমের অনুচর।
২৭ দয়ার বশবর্তী বা বশীভূত।
৩১ একাগ্রতা, মনোযোগ।
৩২ তিলের সঙ্গে গুড় বা
চিনি মিশিয়ে প্রস্তুত মিঠাইবিশেষ।
৩৪ বিষ্ণুপুরের সুবিখ্যাত
ঐতিহাসিক কামান।
৩৭ দিনের প্রথম বিক্রয়।
৩৮ ‘পরকাল’।
৩৯ শিবের রুদ্ররূপ।
৪০ পায়রার ডাকের আওয়াজ। |
|
১ জেলার অংশ, গ্রামসমষ্টি।
২ মহাবোকা।
৩ পদধূলি।
৪ মিঠে-কড়া, মৃদু ও কঠোর।
৫ পদ্মবহুল জলাশয়।
৬ নকশা দিয়ে অলংকৃত।
১১ কুঞ্চিত চুল।
১৪ চিরবর্তমান শাশ্বত।
১৬ নৃপতি কর্তৃক শাসনব্যবস্থা।
১৭ সৌভাগ্য, প্রাচুর্য।
১৮ অন্যের অনিষ্ট কামনা।
১৯ গোপন, মিথ্যা উক্তি।
২০ বান্ধবদের সঙ্গে।
২৩ যারা নদী বা সমুদ্রপথে
ডাকাতি করে বেড়ায়।
২৬ মতের আদান-প্রদান।
২৮ মাছের আঁশ, চাঁদের অংশ।
২৯ শরীর জলে ডুবিয়ে স্নান।
৩০ অবলম্বন বা আশ্রয় নেই এমন।
৩৩ শস্য-উৎপাদক, চাষি।
৩৫ জাহাজের খালাশি।
৩৬ আধপাকা, আধকাঁচা। |