|
|
|
|
রশ্মি মেটালিক্সে ফের মৃত শ্রমিক |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
প্রাইমারি মিক্সার ড্রাম পরিষ্কার করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হল খড়্গপুরের স্পঞ্জ আয়রন কারখানা রশ্মি মেটালিক্সে। শনিবার গভীর রাতে মৃত শ্রমিকের নাম রামকুমার সিংহ (২৮)। দুর্ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে এসপি গোপাল ও মনোজিৎ চট্টোপাধ্যায় নামে দু’জনের অবস্থা গুরুতর। তাঁদের কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।
দুর্ঘটনার পরে ক্ষুব্ধ শ্রমিকেরা রবিবার সকাল থেকে কারখানার গেটে বিক্ষোভ দেখান। বন্ধ করে দেওয়া হয় কাজ। ঘটনাস্থলে যান তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র নেতৃত্ব। তৃণমূল নেতা দেবাশিস চৌধুরীর অভিযোগ, “ওই কারখানায় শ্রমিকদের নিরাপত্তার যথাযথ ব্যবস্থা নেই। তাই প্রায়ই দুর্ঘটনা ঘটে। নিরাপত্তা বিধি মেনে কারখানার সুরক্ষা, মৃত ও আহতদের ক্ষতিপূরণ এবং মৃতের পরিবারের একজনকে চাকরি দেওয়ার দাবি জানানো হয়েছে।” কারখানার এজিএম সুরিন্দর ঝা-র অবশ্য দাবি, “নিরাপত্তা বিধি মেনেই কাজ হয়। শ্রমিকদের বোঝাপোড়ার ভুলেই দুর্ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে যাতে শ্রমিকেরা আরও সজাগ হন, এ বার সে দিকেও নজর রাখা হবে।”
ঠিক কী হয়েছিল শনিবার রাতে? কারখানা সূত্রে জানা গিয়েছে, কাঁচামাল মেলানোর জন্য একটি প্রাইমারি মিক্সার ড্রাম রয়েছে। সেটি বিদ্যুৎ সংযোগে চলে। মাঝেমধ্যে ড্রামটি পরিষ্কার করতে হয়। শ্রমিকদেরই করতে হয় সেই কাজ। রাতে সেই কাজ করছিলেন চার জন শ্রমিক। ড্রামটি পরিষ্কারের কাজ শেষ হওয়ার আগেই কেউ তাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে চালু করে দেয়। কাঁচামালের মতোই ড্রামের মধ্যে ঘুরতে থাকেন শ্রমিকেরা। তারপর ছিটকে মাটিতে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় রামকুমারের। বাকিরা আহত হন। সম্প্রতি তড়িদাহত হয়ে কারখানার এক শ্রমিকের মৃত্যু হয়েছিল। ফের দুর্ঘটনা ঘটায় শ্রমিকেরা ক্ষুব্ধ। নন্দন দাস, প্রদীপ বেরাদের বক্তব্য, “শ্রম দফতরের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বেশি কাজ করানো হয়। আবার শ্রমিকদের নিরাপত্তার বিষয়টিও দেখা হয় না।” শ্রম আইন মেনে কাজের দাবিতে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছেন শ্রমিকেরা। সেই প্রসঙ্গে তৃণমূল নেতা দেবাশিসবাবুর আশ্বাস, কারখানা বন্ধ রেখে আন্দোলন হবে না। |
|
|
|
|
|