|
|
|
|
তৃণমূলকে ফের এক সাংসদের দল বানাব, হুমকি দীপার |
নিজস্ব সংবাদদাতা • জয়পুর |
আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে একলা চলার জন্য জোরালো দাবি জানালেন দীপা দাশমুন্সি। এখানে দলের মঞ্চে সনিয়া ও রাহুল গাঁধীর উপস্থিতিতে রীতিমতো আক্রমণাত্মক দীপা আজ বলেন, “লোকসভা ভোটে দল যেন তৃণমূলের সঙ্গে কোনও রকম সমঝোতায় না যায়। বরং একা লড়ার জন্য দলের কেন্দ্রীয় নেতৃত্ব প্রদেশ শাখাকে আরও শক্তিশালী করুক।” কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী দীপা এমন ঘোষণাও করেন যে, হাইকম্যান্ডের সমর্থন পেলে রাজ্যে কংগ্রেস একা লড়ে শুধু সাফল্য আনবে তা নয়, ১৯ জন সাংসদের দল থেকে তৃণমূলকে ১ সাংসদের দলে পরিণত করে দেখাবে।
সংকীর্ণ দৃষ্টিভঙ্গির আঞ্চলিক দলের সঙ্গে জোট গড়ার তীব্র বিরোধিতার পাশাপাশি দীপা আজ কংগ্রেসের মঞ্চে ‘একলা চলো রে’ গান গেয়েও শোনান। সেই সঙ্গে তৃণমূলকে তুলোধোনা করে বলেন, “পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী এক জন মহিলা। অথচ একটা ধর্ষণের ঘটনা নিয়ে গত ১১ মাস ধরে টালবাহানা করছে সরকার। ধর্ষণের ঘটনায় পয়লা নম্বরে উঠে এসেছে পশ্চিমবঙ্গ। দীপার বক্তৃতার পর আজ হাততালি দিয়ে তাঁকে অভিনন্দন জানান সনিয়া গাঁধী।
তৃণমূলের সঙ্গে জোট না গড়ার ব্যাপারে বিধানসভা নির্বাচনের আগে থেকেই সরব দীপা। দু’বছর আগে বুড়ারিতে কংগ্রেসের পুর্ণাঙ্গ অধিবেশনের মঞ্চেও তিনি এ ভাবেই মমতার সঙ্গে জোটের বিরোধিতা করেছিলেন। সে বার রাজ্যের কিছু নেতার হাততালি পেলেও কেন্দ্রীয় নেতারা তেমন উৎসাহ দেননি। মমতা ইউপিএ ছাড়ার পর এ বার কিন্তু দীপার বক্তৃতার পর হাততালি দিলেন কেন্দ্রীয় নেতৃত্ব। |
|
|
|
|
|