|
|
|
|
বৃদ্ধি ও সামাজিক সুরক্ষায় ভারসাম্য চায় কংগ্রেস |
নিজস্ব সংবাদদাতা • জয়পুর |
চোদ্দো মাস বাদে লোকসভা নির্বাচন। তার আগে কেন্দ্রীয় সরকার ও কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি, মূল্যবৃদ্ধি-সহ একাধিক বিষয়ে তৈরি হয়েছে অসন্তোষ। এই পরিস্থিতিতে জয়পুরে চিন্তন শিবিরে ভবিষ্যৎ গতিপথের নকশা তৈরি করলেন সনিয়া গাঁধী ও মনমোহন সিংহ। কংগ্রেসের চিরাচরিত মধ্যপথের অবশ্য নীতিগত পরিবর্তন হয়নি। আর্থিক বৃদ্ধি ও সামাজিক সুরক্ষার মধ্যে ভারসাম্য রাখার কথাই বলা হয়েছে ভবিষ্যতের নকশায়।
একই সঙ্গে জমি, জল, কর্মসংস্থান, সামাজিক বিচারের মতো বিষয়গুলি নিয়ে নতুন প্রজন্মের উষ্মা কমাতে সরকার ও দলের জন্য দিশা নির্ধারিত হয়েছে জয়পুর ঘোষণায়।
আজ সর্বভারতীয় কংগ্রেসের অধিবেশনে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের বক্তৃতা ছিল তাৎপর্যপূর্ণ। সংস্কার থেকে শুরু করে নানা বিষয় নিয়ে গত সাড়ে তিন বছরে সরকারকে কাঠগড়ায় তুলেছে দল। কিন্তু প্রধানমন্ত্রী বুঝিয়ে দিলেন, সরকারের সঙ্গে সমন্বয়ের অভাব রয়েছে সংগঠনের তরফেও। তা বাড়াতে পারলে রাজনৈতিক ভাবে ফের সোনা ফলাতে পারে কংগ্রেস।
সনিয়ার সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে মনমোহন আজ বলেন, ইউপিএ জমানায় সামাজিক সুরক্ষায় কম ব্যবস্থা নেয়নি সরকার। জনকল্যাণে প্রচুর অর্থ বরাদ্দ করা হয়েছে। সেই সঙ্গে মানুষের আর্থ সামাজিক ক্ষমতা বাড়াতে রোজগার গ্যারান্টি-সহ একাধিক আইন পাশ করেছে কেন্দ্র। কিন্তু সরকারের সেই সাফল্য মানুষের কাছে তুলে ধরতে পারেনি কংগ্রেস।
|
|
বক্তৃতার পর রাহুলকে অভিনন্দন মনমোহনের। ছবি: পি টি আই |
দল এখন না পারলেও মনমোহন-সনিয়ার মধ্যে সমন্বয়ের ছবিটা আজ ধরা পড়েছে কংগ্রেসের মঞ্চে। যেখানে সরকার ও দলের এই দুই শীর্ষ নেতা, মন্দার বাতাবরণে আর্থিক সংস্কারের প্রয়োজনীয়তা সমস্বরে তুলে ধরেছেন। তেমনই আরও বেশি দেশি ও বিদেশি বিনিয়োগ টানার কথা বলেছেন।
আবার দলের অসন্তোষ আঁচ করে দু’জনে একই সঙ্গে মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ জানিয়েছেন। কংগ্রেসের অধিবেশনে প্রধানমন্ত্রী আজ বলেন, আর্থিক বৃদ্ধির নিরিখে এনডিএ সরকারের চেয়ে ইউপিএ সরকারের সাফল্য অনেক বেশি। শুধু একটাই খামতি থেকে গিয়েছে ইউপিএ-র। তা হল মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারেনি সরকার। মনমোহন আজ বলেন, আগামী আর্থিক বছরে মুদ্রাস্ফীতির উপরে রাশ টানাই হবে সরকারের প্রধান কাজ। দশ বছর আগে কংগ্রেসের শিমলা চিন্তন শিবিরের রাজনৈতিক ঘোষণায় বড় বিষয় ছিল জোট রাজনীতিতে প্রবেশের সিদ্ধান্ত। এ বারের চিন্তন বৈঠকে রাহুল গাঁধীর অভিষেক প্রধান ঘটনা। কিন্ত পাশাপাশি পরিবর্তিত আর্থ-সামাজিক পরিস্থিতি সামলানোর চেষ্টাও শুরু করেছে দল। |
|
|
|
|
|