বার কয়েক বুড়ি ছোঁয়ার মতো কুড়ি ছুঁয়ে নামার পর, শুক্রবার অবশেষে ২০ হাজারে বাসা বেঁধেছে সেনসেক্স। সুদ কমা নিয়ে সুব্বারাও সংশয় প্রকাশ করায় সাময়িক পড়ে গিয়েছিল বাজার। কিন্তু পরে ডিজেলের দাম বৃদ্ধি ও প্রথম সারির কিছু সংস্থার আশাতীত ভাল ফলাফলে তা আবার তেতে ওঠে এবং সূচককে ধরে রাখে কুড়ি হাজারের উপরে।
ডিজেলের দাম বাড়ায় বিশেষ করে বেড়ে উঠেছে ওএনজিসি, এইচপিসিএল, ইন্ডিয়ান অয়েল, বিপিসিএল-এর মতো তেল উৎপাদন ও বিপণন সংস্থার শেয়ার দর। বহু দিন পর ঊর্ধ্বগতি পেয়েছে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের শেয়ারও। দর এখন ৯০০ টাকা ছুঁইছুঁই। রিলায়্যান্স একাই বড় শক্তি জুগিয়েছে সূচককে। ডিজেলের মূল্যবৃদ্ধি আর্থিক সংস্কারের দৃষ্টিকোণ থেকে ভাল বার্তা পাঠিয়েছে বিদেশি লগ্নিকারীদের কাছে। ফলে শুধু তেল সংস্থা নয়, বেড়েছে আরও অনেক শেয়ার।
পাশাপাশি, আশাতীত ভাল ফল প্রকাশ করেছে বেশ কিছু ব্লু-চিপ সংস্থা। ইনফোসিস-এর পর তাক লাগানো ফল হয়েছে তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএস-এর। পিছিয়ে থাকেনি উইপ্রো, এইচসিএল-ও। ভাল ফলাফল উপহার দিয়েছে ভোগ্যপণ্য সংস্থা আইটিসি, দুই বেসরকারি ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক ও অ্যাক্সিস ব্যাঙ্ক। নজরকাড়া ফল করেছে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ-ও। এতগুলি হেভিওয়েট সংস্থা পরপর ভাল ফল করায় সূচক প্রতিকূল শর্তগুলিকে ধর্তব্যের মধ্যেই আনেনি। ফলাফলগুলি দেখে মনে হবে না অর্থনীতি ঝিমিয়ে পড়েছে, শিল্পায়ন শ্লথ হয়েছে। সঙ্গের সারণিতে দেওয়া হল বিভিন্ন সংস্থার ২০১২-১৩ বছরের তৃতীয় ত্রৈমাসিক ফল। অবশ্য হতাশ করেছে হিরো মোটোকর্প। তাদের আয় ২.৫% বাড়লেও নিট লাভ কমেছে ২০.৪%। ফলে সংস্থাটির শেয়ার দরও কমেছে।
২৯ জানুয়ারির ঋণনীতিতে রিজার্ভ ব্যাঙ্ক সুদ কমাবে কি না, তা নিয়ে সংশয় আছে। সুদ না কমলে বাজার হতাশ হলেও ভেঙে পড়বে না হয়তো। বেশ কিছু শর্ত এখন বাজারের অনুকূলে। ফলে সূচকের বড় পতনের ভয় কেউ করছেন না। অন্য দিকে অনেকের আশা, সুদ কমলে সূচক সর্বকালীন রেকর্ড গড়তে পারে। তবে ডিজেলের বাড়তি দাম মূল্যবৃদ্ধিকে উসকে দিতে পারে, এ কথা রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সুদ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময়ে মাথায় রাখবেন। সূচক ২০ হাজার ছাড়ালেও মুড়ি-মুড়কির মতো সব শেয়ারের দাম কিন্তু বাড়েনি। বরং অনেগুলির দাম পড়েছে। এই বাজারে প্রতিনিয়ত নজর রাখতে হবে নিজের শেয়ারের প্রতি এবং সদ্ব্যবহার করতে হবে প্রতিটি সুযোগের। নজর রাখতে হবে ফলাফলের উপরেও।
এরই মধ্যে বাজেট নিয়ে নানা প্রস্তাব উঠছে। অতি বড়লোকদের চড়া হারে কর দিতে হবে, এমন প্রস্তাব ওঠারও ইঙ্গিত মিলেছে। এক বণিকসভার প্রস্তাব, ২০% করের স্তর ৫ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত হোক। তবে এখন সব উত্তেজনা বাজারে। তা তুঙ্গে উঠবে ২৯ তারিখে। ২৮ তারিখ পর্যন্ত বাজারে স্পন্দন তৈরি করবে সংস্থা ফলাফল। এর পর নজর ঘুরবে বাজেটে। সূচক ওঠায় খুশি মিউচুয়াল ফান্ডের লগ্নিকারীরা। তবে এ ক্ষেত্রে কেওয়াইসি তথ্য দাখিল না করলে কিন্তু কেনা- বেচায় সমস্যা হতে পারে।
|
তৃতীয় ত্রৈমাসিক কোম্পানি ফলাফল |
কোম্পানি |
আয় |
নিট লাভ |
রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ |
৯৬,৩০৭ (৮৭,৪৮০) |
৫,৫০২ (৪,৪৪০) |
উইপ্রো |
১১,০২৫ (৯,৯৬৫) |
১,৭১৬ (১,৬১১) |
এইচসিএল টেক |
৬,২৭৪ (৫,২৪৫) |
৯৬৫ (৫৭৩) |
টিসিএস |
১৬,০৭০ (১৩,২০৪) |
৩,৫৫০ (২,৮০৩) |
এইচডিএফসি ব্যাঙ্ক |
১০,৫০৬ (৮,৬২৩) |
১,৮৫৯ (১,৪৩০) |
অ্যাক্সিস ব্যাঙ্ক |
৮,৫৮০ (৭,২০৭) |
১,৩৪৭ (১,১০২) |
আইটিসি |
১০,৮২৫ (৮,৮০৯) |
২,০৫২ (১,৭০১) |
* হিসাব কোটি টাকায়
(বন্ধনীতে ২০১১-’১২ অর্থবর্ষের একই সময়ের পরিসংখ্যান দেওয়া হল) |
|