চোদ্দ বছরে পা দিল বর্ধমান উৎসব। রবিবার এই উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ হাইকমিশনের উপরাষ্ট্রদূত আবিদা ইসলাম। বর্ধমান পুরসভার উদ্যোগে এই উৎসব উপলক্ষে এ দিন শহরের চারটি এলাকা থেকে চারটি মিছিল শহর পরিক্রমা করে উৎসব ময়দানে মিলিত হয়। উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান আইনুল হক, বিশিষ্ট লোক সঙ্গীতশিল্পী অমর পাল। রবিবার অমর পালের গানের পর সঙ্গীত পরিবেশন করেন বাউল সাধন দাস বৈরাগ্য। তাঁর সঙ্গে ছিলেন মাকি কাজুমি-সহ জাপান ও ইতালি থেকে আসা কয়েক জন শিল্পী। তাই বর্ধমান উৎসবের মঞ্চে যেমন শোনা গেল জাপানি গান, তেমনই দেখা গেল ইতালিয়ান নাটক।উদ্বোধনী অনুষ্ঠানে আবিদা বলেন, “আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের জেলা বর্ধমান। কিন্তু কলকাতার খুব কাছের এই শহরটির সাংস্কৃতিক মান যে এতটা ভাল, তা জানতাম না। দুই বাংলার মধ্যে সাংস্কৃতিক বিনিময় হলে ব্যবধান ঘুচে যাবে।” বর্ধমান পুরসভার চেয়ারম্যান তথা উৎসব কমিটির চেয়ারম্যান সিপিএমের আইনুল হক বলেন, “শুধু রাস্তাঘাট, নর্দমা, আলো বা নিকাশি ব্যবস্থা নয়, শহরের উন্নয়নের জন্য এই সংস্থা গড়েছিলাম। ভবিষ্যতে অনেক বড় প্রকল্প রূপায়ণ হবে। প্রতি বছর বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় স্থানাধিকারীদের এই মঞ্চে অনুষ্ঠানের সুযোগ দিই।” উৎসব কমিটি সূত্রে খবর, পুরসভার সব সদস্যকে ডাকা হয়েছে। সমাপ্তি অনুষ্ঠানে আসার কথা রয়েছে রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী তথা বর্ধমানের (দক্ষিণ) বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়েরও।
|
নির্মিত হবার প্রায় চার দশক পরে এই প্রথম রং লাগল বর্ধমানের রাধারানি স্টেডিয়ামে গায়ে। জামালপুরের বিধায়ক উজ্জ্বল প্রামাণিক জানান, স্টেডিয়ামের নানা সংস্কারের কাজে আপাতত ১০ লক্ষ টাকা মঞ্জুর হয়েছে। কাজও শুরু হয়েছে জোরকদমে। উজ্জ্বলবাবু বলেন, “আপাতত স্টেডিয়ামের গ্যালারির দিকটা রং করা হচ্ছে। গোটা স্টেডিয়াম রং করতে আরও টাকা দরকার। আশা করি এই টাকাও বরাদ্দ করা হবে।”
|
পুলিশের গাড়ি ভাঙচুর করার অভিযোগে মঙ্গলকোট থেকে ধৃতদের রবিবার আদালতে তোলা হলে ১৪ দিন জেল হেফাজত হয়। ধৃতেরা হল আনিসুর রহমান ও আতাহার শেখ। দু’জনেরই বাড়ি মঙ্গলকোটের বটতলায়। পুলিশ শনিবার বিকেলে তাদের ধরে। জেরা করে এদের কাছ থেকে বেশ কিছু বোমা ও কার্তুজ পাওয়া গিয়েছে বলে পুলিশের দাবি। শনিবার সকালে মঙ্গলকোটের পূর্ব নওয়াপাড়া গ্রামের পশ্চিম পাড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে প্রহৃত হন মোল্লা মোজাহার। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। পরে তৃণমূলের একটি গোষ্ঠী মঙ্গলকোট বটতলায় পথ অবরোধ করে। পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে গেলে তা ভাঙচুর করা হয়। এলাকায় পুলিশ পিকেট বসেছে।
|
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে কাটোয়ার গড়াগাছ বাসস্টপ থেকে রবিবার দু’জনকে ধরল পুলিশ। ধৃতদের নাম হাসান মণ্ডল ও কুদ্দুস শেখ। বাড়ি নদিয়ার শান্তিপুরে। এদের বিরুদ্ধে পুলিশ গণধর্ষণ ও প্রতারণার অভিযোগ এনেছে। আদালতে তোলা হলে এদের ১৪ দিনের জেল হাজত হয়। পুলিশ জানায়, চলতি মাসেই ধৃৃতদের সঙ্গে আলাপ হয় কাটোয়ার শিমুলগাছির এক তরুণীর। তিনি শনিবার কাটোয়া থানায় অভিযোগে জানান, হাসান মণ্ডল তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছে। মদত দিয়েছে তার বন্ধু কুদ্দুস শেখ। অভিযোগ পাওয়ার পর ওই তরুণীকে দিয়ে হাসানকে ফোন করিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
|
রুটিন তল্লাশির সময় ডাউন জামালপুর এক্সপ্রেসের কামরা থেকে দুটি দেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, কয়েক হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে বর্ধমান জিআরপি। রবিবার বর্ধমান স্টেশনের পাঁচ নম্বর প্লাটফর্ম ট্রেনটি ঢোকার পরে অস্ত্রগুলি ধরা হয়। দু’জনকে গ্রেফতারও করেছে পুলিশ। ধৃতদের নাম মনোজ রাম ও রঞ্জিত কুমার। তাঁদের বাড়ি বিহারের লক্ষ্মীসরাই জেলার অজয়পুর থানা এলাকায়। জিআরপির ওসি প্রমথেশ সাহা জানান, ধৃতদের কাঁধে ঝোলানো ব্যাগ থেকে ওই পিস্তল দুটি মিলেছে। তিনি বলেন, “ধৃতদের আদালতে তুলে পুলিশ হেফাজতে নিয়ে কী উদ্দেশ্য তাঁরা কলকাতায় অস্ত্র নিয়ে যাচ্ছিলেন তা জানার চেষ্টা করা হবে।” |