টুকরো খবর
দখলদার উচ্ছেদ শুরু ইসিএলের
খনি আবাসন ভাঙতে শুরু করল ইসিএল কর্তৃপক্ষ। ইসিএলের সালানপুর এরিয়ার বনজেমাহারি কোলিয়ারি সংলগ্ন এলাকায় প্রথম পর্যায়ে ২৪টি আবাসন ভেঙে দেওয়া হয়েছে। সবক’টিই অবৈধভাবে দখল করে রেখেছিলেন বহিরাগতরা। তাই ভেঙে দেওয়ার বিরুদ্ধে এলাকার রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনগুলি আপত্তি তুললেও তা ধোপে টেকেনি। ইসিএল সূত্রে জানা গিয়েছে, আবাসনগুলি ভাঙার আগে অন্তত ছ’বার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু বাসিন্দারা শোনেননি। ইসিএলের বনজেমাহারি কোলিয়ারির এজেন্ট জে কে বিশ্বকর্মা জানান, কোলিয়ারি ক্রমশ বড় হচ্ছে। ক্রমশই আবাসনের দিকে এগিয়ে যাচ্ছে। এই অবস্থায় খনির কাজ বন্ধ হতে বসেছিল। কয়লা তোলার জন্য বিস্ফোরণ ঘটানোর জেরে আবাসনগুলিরও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল। যে কোনও সময়ে ভেঙে পড়ার সম্ভাবনা ছিল। তাই দখলদারদের উচ্ছেদ করে আবাসনগুলি ভেঙে ফেলা জরুরি হয়ে দাঁড়িয়েছিল।

ডিওয়াইএফ-এর সম্মেলন হিরাপুরে
ডিওয়াইএফ-এর হিরাপুর জোনাল কমিটির সম্মেলন অনুষ্ঠিত হল হিরাপুরের পাটমোহনা এলাকায়। রবিবার এই উপলক্ষে এ দিন পাটমোহনায় প্রকাশ্য সামবেশে বক্তৃতা করেন সংগঠনের রাজ্য কমিটির সভাপতি আভাস রায়চৌধুরী। সম্প্রতি বারাবনিতে ডিওয়াইএফ-য়ের সম্মেলন মঞ্চে দুষ্কৃতী হামলার নিন্দা করেন তিনি। এ দিন সমাবেশেবক্তৃতা করেন আসানসোলের সাংসদ বংশগোপাল চৌধুরী। আগামি ২০ ও ২১ ফেব্রুয়ারি শিল্প ধর্মঘটে স্বতস্ফূর্ত যোগদানের আহ্বান জানান তিনি।

আসানসোলে মন্দিরে চুরি, ক্ষোভ
একটি মন্দিরে পরপর দু’দিন চুরির ঘটনার জেরে রবিবার উত্তেজনা ছড়ায় আসানসোল দক্ষিণ থানার ইসমাইল এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, রবিবার সকালে একটি দুর্গামন্দিরে গেটের তালা ভাঙা দেখা যায়। চুরি গিয়েছে বেশ কিছু সামগ্রী। শনিবারও মন্দিরের তালা ভাঙা হয়েছিল। আসানসোল দক্ষিণ থানার পুলিশ জানায়, তদন্ত চলছে।

মন্দিরে চুরি
একটি মন্দিরে পরপর দু’দিন চুরির ঘটনাকে কেন্দ্র করে রবিবার উত্তেজনা ছড়ায় আসানসোল দক্ষিণ থানার ইসমাইল এলাকায়। স্থানীয়দের দাবি, রবিবার সকালে তাঁরা দেখেন একটি দুর্গামন্দিরে গেটের তালা ভাঙা। চুরি গিয়েছে বেশ কিছু মূল্যবান সামগ্রী। শনিবার সকালেও একইভাবে মন্দিরের তালা ভাঙা ছিল বলে দাবি ক্ষুব্ধ বাসিন্দাদের। এ বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানায় ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ছবি এঁকে মন কাড়ল ওরা চারজন
ওরাও পারে। —নিজস্ব চিত্র।
ওরাও পারে। বরং আর দশজনের চেয়ে ভালোই পারে। ওরা মানে সোম, সমু, জয়ন্ত আর মারিয়া। রবিবার বইমেলার মাঠে বসেছিল বসে আঁকো প্রতিযোগিতার আসর। আরও অনেক স্বাভাবিক শিশুর সঙ্গে সেখানে পাল্লা দিয়ে ছবি আঁকল এই চার প্রতিবন্ধী শিশু। তাদের হাতের ছোঁয়ায় মুগ্ধ হলেন মেলায় আসা মানুষজন। প্রতিযোগিতা শেষে সফল প্রতিযোগীদের সঙ্গে তাদেরও পুরস্কৃত করলেন উদ্যোক্তারা।

এই কী করছিস
—নিজস্ব চিত্র।
মেলার মাঠে এসে ছেলে যে এভাবে বায়না ধরবে তা কল্পনাও করেননি সাজিদ। অথচ বেরোনোর সময় লক্ষ্মী হয়ে থাকবে বলে কথা দিয়েছিল। মেলায় এসে বই কিনেই সাবাবের বায়না মাঠে পা ছড়িয়ে পড়তে বসবে। যতই নিষেধ করা হচ্ছে ততই সুর চড়িয়ে কান্না ধরেছে সে। অগত্যা ছেলেকে নিয়ে মাটিতে ধপাস করে বসে পড়লেন সাজিদ। হাওয়া মিঠাই হাতে নিয়ে পাশ দিয়ে যাচ্ছিল আরেক খুদে। হঠাৎ আঙুল তুলে তার প্রশ্ন, এই কী করছিস?

দেহ উদ্ধার
দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার ব্যারাকের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বয়স প্রায় ৩৫।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.