খেলার টুকরো খবর |
|
অ্যাথলেটিক্স মিট
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
|
অ্যাথলিট মিটের একটি মুহূর্ত। —নিজস্ব চিত্র |
সদর মহকুমা আন্তঃ ক্লাব অ্যাথলেটিক্স মিটে ২১৬ পয়েন্ট পেয়ে খেতাব জিতেছে কল্যাণ স্মৃতি সঙ্ঘ। রানার্স জাতীয় সঙ্ঘ পেয়েছে ১৬৯ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা বিপিসিসির পয়েন্ট ৭২। সবচেয়ে কমবয়েসি অ্যাথলিট হিসেবে পুরস্কার পেয়েছেন খুশি খাতুন। বর্ধমান ফিজিক্যাল কালচারাল সেন্টারের ১৪ বছরের খুশি ২০০ ও ৪০০ মিটার দৌড়ে প্রথম হয়েছে।
|
জয়ী বর্ধমান উত্তর
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
নিখিলবঙ্গ শিক্ষক সমিতির জেলা ক্রীড়ায় চ্যাম্পিয়ন হল বর্ধমান উত্তর। ৭২ পয়েন্ট পেয়েছে তারা। ৫২ পয়েন্ট পেয়ে রানার্স হয়েছে বর্ধমান দক্ষিন। তৃতীয় হয়েছে কাটোয়া। মোট ৯টি ইভেন্টে ২৫০ প্রতিযোগী এতে যোগ দেন। প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী ৫০ জন পশ্চিম মেদিনীপুরে রাজ্য নিখিলবঙ্গ ক্রীড়ায় যোগ দেবেন।
|
জয়ী এসপিএসএ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
|
ভগৎ সিংহ মাঠে চলছে খেলা। ছবি: বিকাশ মশান। |
মহকুমা সংস্থা আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল শহীদ ভগৎ সিংহ ক্রীড়াঙ্গনে। ৩১৪ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয় এসপিএসএ। রানার্স হয় ডিএসপিএসএ ২৬৭ পয়েন্ট পেয়ে। তৃতীয় হয় ইস্পাতনগরী দিশারী সঙ্ঘ। প্রতিযোগিতার উদ্বোধন করে মেয়র অপূর্ব মুখোপাধ্যায় এবং কাউন্সিলর মণি দাশগুপ্ত। বিজয়ী দলকে ট্রফি দেন ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অজয় বন্দ্যোপাধ্যায়। বিজিত দলকে ট্রফি দেন ক্রিকেটার কমলেন্দু মিশ্র।
|
রাজনন্দিনীর জয়
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
গৌরীবালা মিত্র স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হল বর্ধমান রাজনন্দিনী ক্লাব। তারা ওল্ড জিটি টাইপ মাঠে সিউড়ি টাউন ক্রাউনকে ৬৭ রানে হারায়। প্রথমে ব্যাট করে রাজনন্দিনী ১৬২ রান করে। জবাবে সিউড়ি টাউন ক্রাউন সব উইকেট হারিয়ে ৯৫ রানের বেশি তুলতে পারেনি। ফাইনাল ও প্রতিযোগিতার সেরা বিজয়ী দলের কাজল ও সতীশ।
|
জিতল চিত্তরঞ্জন
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
জামগ্রাম বিদ্রোহী সঙ্ঘ আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় দ্বিতীয় সেমিফাইনালে জয়ী হল এরিয়া ফোর চিত্তরঞ্জন। জামগ্রাম শিবমন্দির মাঠে তারা জাগৃতী সঙ্ঘকে ২৮ রানে হারায়। প্রথমে ব্যাট করে এরিয়া ফোর ৮ উইকেটে ১৫০ রান করে। জবাবে জাগৃতী ১২২ রানের বেশি করতে পারেনি। খেলার সেরা বিজয়ী দলের জীপু সাউ।
|
হারল গুটগুট পাড়া
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনুর্ধ্ব ১৬ ফুটবল প্রতিযোগিতার আসানসোল জোন ফাইনালে চ্যাম্পিয়ন হল এফপিএ। হিরাপুর বেকারি মাঠে তারা গুটগুট পাড়া আদিবাসী ক্লাবকে ২-০ গোলে হারায়। খেলা পরিচালনা করেন রূপেন্দু বন্দ্যোপাধ্যায় এবং অনিমেষ দাস।
|
স্কুলে ক্রীড়া
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
শ্রীপুর তিন নম্বর মৌলানা আজাদ প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হল রবিবার। উর্দু, বাংলা এবং হিন্দি মাধ্যমের এই বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় ১২৫ জন যোগ দেয়।
|
হার চিত্তরঞ্জনের
নিজস্ব সংবাদদাতা • বুদবুদ |
মানকর ম্যাগনাম কাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল মানকর সন্দীপ ইলেকট্রনিক্স। মানকর পাবলিক গ্রাউন্ডে তারা অরবিন্দ চিত্তরঞ্জনকে ১-০ গোলে হারায়। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য। |
|