তারাবাজি
আনন্দplus এক্সক্লুসিভ
কাকাবাবু আর সন্তু

• শ্যুটিং চলছে সঙ্গোপনে। মিডিয়ার কোনও প্রবেশাধিকার নেই। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় চান না কাকাবাবুর ক্রাচ নিয়ে লুকটা মিডিয়াকে এখনই দেখাতে। একমাত্র আনন্দ প্লাস জোগাড় করেছে সেট থেকে এক্সক্লুসিভ সেই ছবি।

• সিনেমার নাম ‘মিশর রহস্য’। ‘কাকাবাবু’ নয়।

• সিনেমায় কাকাবাবুকে ‘আইপড’, ‘আইপ্যাড’-এর মতো অত্যাধুনিক গ্যাজেটস ব্যবহার করতে দেখা যাবে।

• কাকাবাবুর একটা কারেক্টিভ সার্জারি হয়েছে। সেই কারণে সিনেমায় তাঁকে ব্যবহার করতে দেখা যাবে একটা অন্য ধরনের ক্রাচ।
ফার্স্ট লুক

• সামনের মাসের দু সপ্তাহ জুড়ে মিশরে শ্যুটিং চলবে ফিল্মের। কলকাতার পাশাপাশি শ্যুট হবে পরিচালকের প্রাক্তন আস্তানা দিল্লির জেএনইউ-তেও।

• অতিথি শিল্পীর ভূমিকায় দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে।

• সৃজিত মুখোপাধ্যায়ের করা সিনেমাগুলোর মধ্যে সব চেয়ে খরচসাপেক্ষ সিনেমা এটা।

• সঙ্গীত পরিচালনা করছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। গান বাঁধছেন শ্রীজাত। অনুপম রায় আর নেই এবার। সৃজিতের আগের সিনেমাগুলোয় গান এবং সুর বাঁধার দায়িত্বে তিনিই ছিলেন।

• ‘অটোগ্রাফ’-এর পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ইন্দ্রনীল সেনগুপ্তর সেই হিট জুটি ফিরছেন এই সিনেমায়। আরও একবার। সেটাও আকর্ষণ।

• হিন্দি টেলি সিরিয়ালের ‘ব্যোমকেশ বক্সি’ রজিত কপূরও আছেন। বুদ্ধদেব দাশগুপ্তের ‘চরাচর’ সিনেমার পর, আবার ফিরলেন বাংলা সিনেমায়।

বহু রূপে সম্মুখে
এত বছর ধরে প্রসেনজিতের নানা লুক। ব্যাখ্যায় মেক আপ বিশেষজ্ঞ অনিরুদ্ধ চাকলাদার
বাবা কেন চাকর (১৯৯৮)
পরচুল পরানো হয়েছে
বয়সের ছাপ ফেলার জন্য।
দেখলেই সহানুভূতি জাগে।
অটোগ্রাফ (২০১০)
সুপারস্টার ইমেজের প্রতীক হয়ে উঠেছে
ফ্রেঞ্চকাট দাড়ির সঙ্গে চোয়ালেও হালকা
অথচ মোলায়েম করে রাখা দাড়ি।
মনের মানুষ (২০১০)
চুল, দাড়ি, পক্সের দাগের
মধ্যেও প্রশান্তি ভরা মুখ লালন
ইমেজের সবচেয়ে বড় অঙ্গ।
বাইশে শ্রাবণ (২০১১)
অগোছালো দাড়িতে বেপরোয়া প্রাক্তন পুলিশ
অফিসার। চোখের তলায় আই ব্যাগ। সেটাও মেক আপ।
এতে বয়স আর নেশাসক্তি স্পষ্ট হয়েছে।
বিক্রম সিংহ (২০১২)
গোঁফের ভারিক্কিপনা দক্ষিণ ভারতীয়
দাপুটে পুরুষদের মতো। সাহসী পৌরুষের
ঝাঁঝ আছে এই ইমেজে।
অপরাজিতা তুমি (২০১২)
ভারী গোঁফ, জুলফিতে পাকা চুল, চোখে চশমা
এক চিন্তাশীল মধ্যবয়সিকে ফুটিয়ে তুলেছে।
চশমা দিয়ে বাড়তি গ্রেস আনা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.