বহু রূপে সম্মুখে
এত বছর ধরে প্রসেনজিতের নানা লুক। ব্যাখ্যায় মেক আপ বিশেষজ্ঞ অনিরুদ্ধ চাকলাদার |
বাবা কেন চাকর (১৯৯৮)
পরচুল পরানো হয়েছে
বয়সের ছাপ ফেলার জন্য।
দেখলেই সহানুভূতি জাগে। |
অটোগ্রাফ (২০১০)
সুপারস্টার ইমেজের প্রতীক হয়ে উঠেছে
ফ্রেঞ্চকাট দাড়ির
সঙ্গে চোয়ালেও হালকা
অথচ মোলায়েম করে রাখা দাড়ি। |
মনের মানুষ (২০১০)
চুল, দাড়ি, পক্সের দাগের
মধ্যেও প্রশান্তি ভরা মুখ লালন
ইমেজের সবচেয়ে বড় অঙ্গ। |
বাইশে শ্রাবণ (২০১১)
অগোছালো দাড়িতে বেপরোয়া প্রাক্তন পুলিশ
অফিসার। চোখের তলায় আই ব্যাগ। সেটাও মেক
আপ।
এতে বয়স আর নেশাসক্তি স্পষ্ট হয়েছে। |
বিক্রম সিংহ (২০১২)
গোঁফের ভারিক্কিপনা দক্ষিণ ভারতীয়
দাপুটে পুরুষদের মতো। সাহসী পৌরুষের
ঝাঁঝ আছে এই ইমেজে। |
অপরাজিতা তুমি (২০১২)
ভারী গোঁফ, জুলফিতে পাকা চুল, চোখে চশমা
এক চিন্তাশীল মধ্যবয়সিকে ফুটিয়ে তুলেছে।
চশমা দিয়ে বাড়তি গ্রেস আনা হয়েছে। |