|
|
|
|
কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা উড়িয়ে দিল জেডিইউ |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করে লড়ার সম্ভাবনা এখনই উড়িয়ে দিলেন জেডিইউ সাংসদ শিবানন্দ তিওয়ারি।
গতকালই বিজেপির কাছে লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর ভূমিকা কী হবে তা স্পষ্ট করার দাবি জানিয়েছিল জেডিইউ শিবির। এ দিকে কংগ্রেসও গতকাল জয়পুরের চিন্তন শিবির থেকে ধর্মনিরপেক্ষ দলগুলির সঙ্গে জোট করে এগানোর বার্তা দেয়। ফলে বিজেপি ও জেডিইউয়ের মধ্যে জোট নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন তৈরি হলেও আজ শিবানন্দ তিওয়ারি জানিয়ে দেন, “এই মুহূর্তে কংগ্রেসের সঙ্গে জোট করার কোনও প্রশ্নই নেই।” একই ভাবে বিজেপি নেতৃত্বও দু’দলের মধ্যে ঐক্য অটুট রয়েছে বলে দাবি জানান। দলীয় সাংসদ রবিশঙ্কর প্রসাদ বলেন, “এনডিএ এক জোট রয়েছে। জোট শরিক হিসাবে আমাদের জেডিইউয়ের সঙ্গে কোনও সমস্যা নেই। নির্বাচনের সময়ে এই ধরনের একাধিক বিষয় সামনে এসেই থাকে। আবার মিটেও যায়। আমাদের সঙ্গে জেডিইউয়ের সম্পর্ক দীর্ঘদিনের। দুই দল একসঙ্গে প্রায় ছ’-সাতটি নির্বাচন লড়েছি। বিহারে সাত বছর ধরে আমরা জোট করে বিহারে সরকার চালাচ্ছি।” জেডিইউ শিবির ধীর্ঘ দিন ধরেই ইউপিএ সরকারের কাছে বিহারের জন্য বিশেষ মর্যাদার দাবি জানিয়ে আসছে। আজ শিবানন্দ তিওয়ারি বলেন, “বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার জন্য লাগাতার দাবি জানানো সত্ত্বেও সরকার নীরব। এখন কংগ্রেস কী ভাবে আমাদের জোট সঙ্গী হিসাবে পাশে পেতে চাইছ?” জেডিইউ নেতৃত্ব জানিয়েছে, বিহারের জন্য বিশেষ রাজ্যের দাবি জানাতে আগামী ১৭ মার্চ দিল্লিতে ধর্ণায় বসার পরিকল্পনা নিয়েছে দলীয় নেতৃত্ব। প্রসঙ্গত, এর আগে নীতীশ কুমার জানিয়েছিলেন, দিল্লির যে সরকার বিহারকে ওই মর্যাদা দেবে তাঁর দল সেই সরকারের পাশে থাকবে। এখন লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস যদি নীতীশকে বিহারকে বিশেষ মর্যাদা দেওয়ার প্রশ্নে নিশ্চিত প্রতিশ্রুতি দেয় সে ক্ষেত্রে জোট সমীকরণ বদলানোর আশঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছে না রাজনীতির কারবারিরা। |
|
|
|
|
|