জখম রেডিও অপারেটরেকে ফেলে রেখে পালাল বায়ুসেনা
গদলপুরের এক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ছত্তীসগঢ় পুলিশের রেডিও অপারেটর এস আর সাহু। মাওবাদী হানায় গুরুতর জখম ওই পুলিশকর্মীকে উদ্ধার করতেই বায়ুসেনার এক হেলিকপ্টার শুক্রবার দুপুরে রওনা হয়েছিল মাওবাদী অধ্যুষিত দান্তেওয়াড়ার উদ্দেশে। সুকমা জেলার দোরনাপালের গভীর জঙ্গল থেকে সাহুকে উদ্ধারের সময় সেটিকে লক্ষ করে গুলি চালায় সশস্ত্র মাওবাদীরা, ফুটো হয়ে যায় কপ্টারটির জ্বালানি ট্যাঙ্ক। বিপদ বুঝে, ঘটনাস্থলের কিছু দূরেই চিন্তাগুফা এলাকায় কপ্টারটির জরুরি অবতরণ করান পাইলট। পুলিশি সাহ্যয্য খুঁজতে যাওয়ার অজুহাতে গুরুতর আহত এস আর সাহুকে অকেজো হয়ে যাওয়া হেলিকপ্টারটিতে ফেলে রেখেই ঘটনাস্থল থেকে এক প্রকার পালিয়ে যান হেলিকপ্টার চালক-সহ ৭ বায়ুসেনাকর্মী। পরে শুক্রবার রাতে সিআরপিএফ জওয়ানেরা এসে উদ্ধার করেন ওই রেডিও অপারেটরকে। শনিবার সকালে জগদলপুরের এক হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
ছত্তীসগঢ় ও অন্ধ্রের সীমানায় অবস্থিত চিন্তগুফায় বায়ুসেনার ওই হেলিকপ্টারটিকে এখন পাহাড়া দিচ্ছেন ১৫০ জন কম্যান্ডার। এম-১৭ নামে বায়ুসেনার ওই হেলিকপ্টারটিকে ছত্তীসগঢ় অঞ্চলে তল্লাশি চালানোর কাজে ব্যবহার করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এম-১৭কে ফের চাঙ্গা করতে তুলতে তাই ইতিমধ্যেই বায়ুসেনার ইঞ্জিনিয়াররা রওনা হয়েছেন ঘটনাস্থলের উদ্দেশে। ঠিক কোন পরিস্থিতিতে রেডিও অপারেটর এস আর সাহুকে একা ফেলে রেখে পালিয়ে এসেছিলেন কর্তব্যরত বায়ুসেনা অফিসার ও কর্মীরা, তা খতিয়ে দেখছে ছত্তীসগঢ় পুলিশ। বায়ুসেনার এই অবিবেচক সিদ্ধান্তে হতবাক স্বরাষ্ট্র মন্ত্রকও।
শনিবারই টেকামেটা গ্রামের কাছে বিএসএফের সঙ্গে গুলিযুদ্ধে মৃত্যু হল দুই মহিলা মাওবাদীর। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে দু’টি রাইফেল। পুলিশের অনুমান, ঘটনায় আহত নিদেন পক্ষে ১০ জন মাওবাদী ক্যাডার।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.