দামিনীর জন্য উত্তাল দিল্লি সাক্ষী ৪৫ ধর্ষণের
প্রতিবাদ-বিক্ষোভ-ধর্না। তবে সে সব ছাপিয়ে খবরের শিরোনামে ক্রমেই উঠে আসছে নারী নিগ্রহের ঘটনা। আর তাতে সবচেয়ে এগিয়ে খাস রাজধানী।
জাতীয় অপরাধ দমন শাখার রেকর্ড বলছে, গত এক বছরে দিল্লিতে ধর্ষণের ঘটনা বেড়ে গিয়েছে ২৩.৪৩ শতাংশ। ২০১১ সালে যে সংখ্যাটা ছিল ৫৭২, পরের বছর সেটা ছুঁয়েছে ৭০৬। এমনকী, গত দশ বছরেও এ পরিমাণ নিগ্রহের অভিযোগ পায়নি তারা। বস্তুত, ২০০২-এর প্রায় দ্বিগুণ ধর্ষণের ঘটনা ঘটেছে দিল্লিতে।
তবে আরও ভয়াবহ তথ্য দিচ্ছে অপরাধ দমন শাখা। ১৬ ডিসেম্বর দিল্লি ধর্ষণ কাণ্ডের পর, রাজধানী-সহ গোটা দেশ যখন উত্তাল, প্রচণ্ড শীতে জলকামানের সামনে প্রতিবাদে অবিচল মহিলা-পুরুষ-বৃদ্ধ-বৃদ্ধা, কনকনে ঠান্ডা মোমের আলোয় যখন জেগে রয়েছে যন্তরমন্তর ধর্ষণ বা শ্লীলতাহানি কিন্তু ঘটেই চলেছে। আর অধিকাংশ ক্ষেত্রে ধর্ষকের ভূমিকায় রয়েছে কাছের মানুষই। ডিসেম্বরের শেষ পনেরো দিন দিল্লিতে ধর্ষণের ঘটনা ঘটেছে ৪৫টি। অর্থাৎ প্রতিদিন গড়ে তিনটি ঘটনা। আর শ্লীলতাহানির ঘটনা, প্রতিদিন গড়ে পাঁচটি।
এমনকী, মোমের আলোতেও ছিল যথেষ্ট অন্ধকার। ‘চরমতম শাস্তি দিতে হবে ধর্ষকদের’ এই দাবিতে শীতের দিল্লি যখন রীতিমতো উত্তপ্ত, শাস্তি নিয়ে শুধু মতভেদ নয়, মনোভাবেও ভেদাভেদ ছিল অনেক। এক প্রত্যক্ষদর্শীর কথায়, বিক্ষোভে সামিল কোনও এক ‘প্রতিবাদী’ তার বন্ধুদের ফোন করে ডাকছে, “এখানে চলে আয়। দিল্লির সব সুন্দরী মেয়েরাই আজ এখানে।” এমনই এক মেয়ে বাড়ি থেকে বেরিয়েছিল মিছিলে যোগ দিতে। পথে হেনস্থা হতে হয় বাসের কন্ডাক্টরের হাতে। পরে পুলিশের কাছে ভেঙে পড়ে কিশোরী। জানায় শুধু বাসেই নয়, বাড়িতেও যৌন নিগ্রহের শিকার সে। গত ছ’মাস ধরে, দাদাও তাকে শারীরিক নির্যাতন করে চলেছে। ধর্ষণও করেছে। দিল্লি পুলিশের পরিসংখ্যানও একই কথা বলছে। অভিযুক্তদের ৯৬% পরিচিত, কখনও বা নিকট আত্মীয়। দিল্লিতে যে ধর্ষণ-শ্লীলতাহানির ঘটনা বাড়ছে, নিজেই সে কথা স্বীকার করে নিয়েছেন পুলিশ কমিশনার নীরজ কুমার। “রাজধানীতে এ ধরনের ঘটনার হার গোটা দেশের তুলনায় অনেকটাই বেশি”, বললেন কমিশনার। সমস্যা সামলাতে আরও বেশি করে মহিলা পুলিশ নিয়োগ করা হচ্ছে বলেও জানান তিনি।
তবে গোটা দেশেও পাল্লা দিয়ে প্রকাশ্যে আসছে নারী নিগ্রহের ঘটনা। আজও হরিয়ানার ঝিন্দে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনা জানা গিয়েছে। গ্রামেরই এক যুবক তার একলা থাকার সুযোগ নেয়। নাগপুরেও ১৮ বছরের এক যুবতীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কিন্তু ‘ভারত’ সমান তালে পাল্লা দিচ্ছে ‘ইন্ডিয়া’র সঙ্গে। শিক্ষিত-অশিক্ষিত, বা আধুনিক-প্রাচীনপন্থী, একই সঙ্গে চলছে। ইলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা পরিষদের চেয়ারপার্সন রঞ্জনা কক্কর জানালেন, এক ছাত্রী তাঁর কাছে অভিযোগ জানিয়েছেন সহপাঠীর বিরুদ্ধে। মেয়েটির এক পুরুষ সহপাঠী তাঁকে হুমকি দিয়ে ই-মেল করেছে। মেলের বক্তব্য, যুবকের প্রস্তাবে তরুণী রাজি না হলে তাঁর দশাও ‘দামিনীর’ মতোই হবে। শিক্ষিত ছেলের এমন চিন্তাভাবনা দেখে রঞ্জনা হতবাক। যদিও আগে এমন বহু নজির রয়েছে।
বয়সেও কিছু আসে যায় না অপরাধীদের। একের পর এক ঘটনায় তা-ও স্পষ্ট। মুম্বইয়ের এমনই এক ঘটনা। ৪ বছরের ছোট্ট মেয়েটি রোজ স্কুলবাসে করেই বাড়ি ফেরে। মঙ্গলবারও সে রমেশকাকুর বাসে করে বাড়ি ফিরছিল। তার বাড়ি সবার শেষে। একে একে টা টা বলে বন্ধুরা সবাই নেমে যায়। ছোট্ট মেয়েটি বাসে একা। তারই রমেশকাকু শারীরিক নির্যাতন করে। পরে সে বাবাকে জানায়। তখনই প্রকাশ্যে আসে।
মুখ বদলে যাচ্ছে, নাম বদলে যাচ্ছে, জায়গাও বদলে যাচ্ছে শেষ হচ্ছে না অপরাধ, অপরাধী।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.