টুকরো খবর |
শিবির করেও বন্ধ ধান কেনা
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
সরকারের তরফ থেকে ধান কেনার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। রীতিমতো লিফলেট বিলি করে জানানো হয়েছিল, ১৬ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত জামুড়িয়া বিডিও অফিস লাগোয়া বাহাদুরপুর মাঠে ধান কেনা হবে। সেইমতো শিবির শুরুও হয়। কিন্তু দু’দিন চলার পরেই ১৮ জানুয়ারি ধান বিক্রি করতে এসে কৃষকেরা জানতে পারেন, আপাতত ধান কেনা বন্ধ। সকাল থেকে প্রচার করে জানানো হয়েছে আবারও শিবির করা হবে। এতে বিক্ষোভে ফেটে পড়েন কয়েকশো কৃষক। বিডিওকে ঘেরাও করে জবাবদিহি শুরু করেন তাঁরা। বিডিও অবশ্য তাঁদের আশ্বস্ত করে বাড়ি পাঠান। ব্লক কার্যালয় সূত্রে জানা গিয়েছে, শিবিরে প্রথম দিন ৬০০ এবং পরের দিন ৩২০ কুইন্টাল ধান কেনা হয়। তারপর ধানকল মালিক জানান, ধানকলে আর ধান রাখার জায়গা নেই। বাধ্য হয়ে তাঁরা মাইকে ধান কেনা বন্ধ রাখার ঘোষণা করতে থাকেন। জামুড়িয়ার বিডিও জানান, ডব্লিউবিইসিএসই জেলা খাদ্য নিয়ামক দফতরের প্রতিনিধিদের সঙ্গে ধানকলের মালিককে নিয়ে ধান কেনা শুরু করে। কিন্তু ওই ধানকলে পর্যাপ্ত জায়গা না থাকায় অন্য ধানকল মালিককে আনার প্রয়োজন হয়। তিনি বলেন, “জেলা খাদ্য নিয়ামককে জানিয়েছি দ্রুত ব্যবস্থা নিতে। না হলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে।”
|
রানিগঞ্জ গার্লসে ভোটে জিতল এসএফআই
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
রানিগঞ্জ গার্লস কলেজের ছাত্রী সংসদ নির্বাচনে জয়ী হল এসএফআই। ২৮টি আসনের ২৬টিতে টিএমসিপি এবং এসএফআই প্রার্থী দিয়েছিল। বি কম তৃতীয় বর্ষে দু’টি আসনেই কেউ প্রার্থী দিতে পারেনি। শুক্রবার ১৯টিতে এসএফআই এবং ৬টিতে টিএমসিপি জয়ী হয়। একটি আসনে ‘টাই’ হয়েছে। ছাত্র সংসদের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক তথা এসএফআইয়ের রাজ্য কমিটির সদস্যা প্রীতি মাহাতো বলেন, “এঅসএফআইকে জেতাতে তৃণমূলের সন্ত্রাস এবং হুমকি উপেক্ষা করে ছাত্রীরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা কৃতজ্ঞ।” তবে টিএমসিপির জেলা সভাপতি অশোক রুদ্র জানান, তাঁরা তিন দিন আগেই কলেজের অধ্যক্ষ এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আইসির কাছে ভোট স্থগিত রাখার লিখিত আবেদন জানান। তাঁর দাবি, শিক্ষক এবং কর্মীরা এসএফআইকে ভোট দেওয়ার জন্য কলেজে ছাত্রীদের যেভাবে ভয় দেখাতে শুরু করেছিলেন, তাতে অবাধ ভোট হওয়া সম্ভব ছিল না। হয়ওনি। অশোক রুদ্র বলেন, “শুক্রবার আসানসোল গার্লস কলেজ এবং চিত্তরঞ্জন দেশবন্ধু কলেজে ভোট হয়। গার্লস কলেজে ৫৩টির মধ্যে ৪৭টি এবং দেশবন্ধু কলেজের ৩৮টি আসনের মধ্যে ৩২টিতে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছি। এ দিন সরাসরি নির্বাচনেও আমরা ওই দুই কলেজে জিতেছি।”
|
নাবালিকাকে ধর্ষণের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আট বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশি যুবকের বিরুদ্ধে। ওই নাবালিকার বাড়ি আসানসোল দক্ষিণ থানার রাসডাঙার বাউরিপাড়ায়। তার মা শুক্রবার অভিযোগ করেন, বৃহস্পতিবার বাড়ির সামনে খেলার সময় প্রতিবেশি যুবক অসীম বাউড়ি তাঁর মেয়েকে ভুলিয়ে বাড়ি নিয়ে গিয়ে ধর্ষণ করে। প্রাণে মারার হুমকি দেওয়ায় সে বাড়ি ফিরে রাতে কাউকে কিছু জানায়নি। সকালে বাড়িতে সব বলে। ওই নাবালিকা বর্তমানে আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি। পুলিশ জানায়, অসীম পলাতক। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকায় কয়েক’শো মানুষ।
|
মন্দিরে চুরি |
গ্রহরাজ মন্দিরের তালা ভেঙে সোনার গয়না নিয়ে পালাল দুষ্কৃতীরা। শুক্রবার উখড়া বাঁকোলা রাস্তায় সার্কাস ময়দানের কাছে ঘটনাটি ঘটে। মন্দিরের সেবাইত জানান, প্রতিবেশীদের কাছে খবর পেয়ে তিনি গিয়ে দেখেন, বিগ্রহের গায়ে একটাও গয়না নেই। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। |
|