হারল বিধান স্পোর্টিং
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দুর্গাপুর মহকুমা সংস্থা আয়োজিত প্রথম ডিভিশন ক্রিকেটে শুক্রবারের খেলায় জিতল রুপালি শিবির। তারা এমএএমসি মাঠে ৫৯ রানে বীরভানপুর বিধান স্পোর্টিংকে হারায়। প্রথমে ব্যাট করে রূপালী ৬ উইকেটে ১৮৩ রান করে। কুন্দন মন্ডল ৬১ এবং শুভংকর দে ৪১ রান করে। জবাবে ব্যাট করতে নেমে বীরভানপুর ১২৪ রানের বেশি তুলতে পারেনি। বিজয় চৌধুরী ৩১ রান করে। বীরভানপুরের রাজু রাম ২০ রানে ২টি উইকেট নেয়। রূপালীর হয়ে রাকেশ প্রসাদ সাত রানে তিনটি উইকেট নেন। কৌশিক মণ্ডল কুড়ি রানে ২টি উইকেট নেয়।
|
জয়ী ন্যাশনাল
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগে ৮ উইকেটে বর্ধমান ফিজিক্যাল কালচারাল সেন্টারকে হারাল ন্যাশনাল স্পোর্টিং ক্লাব। প্রথমে সেন্টার ৩৫ ওভারে ১৫৭-৯ রান করে। রাজশেখর কর্মকার করেন ৫৯। ন্যাশানালের অঙ্কুর দাঁ ১৭ রানে ও বাদশা আলম মোল্লা ২১ রানে ৩টি করে উইকেট দখল করেন। ন্যাশনাল ৩১.২ ওভারে করে ১৬১-২ রান। জিতু দাস ৭৫ রান ও অঙ্কুর দাঁ ২৭ রান করেন।
|
চ্যাম্পিয়ন রাজনন্দিনী
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
পহলানপুর শ্যামসুন্দর মাঠে আয়োজিত আমন্ত্রণমূলক রাজ্য ক্রিকেটে চ্যাম্পিয়ন হল বর্ধমানের রাজনন্দিনী ক্লাব। তারা ফাইনালে পশ্চিম মেদিনীপুরের বঙ্গশ্রী ক্লাবকে ৩১ রানে হারায়। প্রথমে ব্যাট করে রাজনন্দিনী করে ৯২-৬। জবাবে বঙ্গশ্রী ৬১ রানে অলআউট হয়ে যায়। ফাইনালের সেরা হারাধন পাল ও প্রতিযোগিতার সেরা বিজয়ী দলের তারাচরণ পাল।
|
জয়ী অমর সঙ্ঘ
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
জামগ্রাম আয়োজিত স্থানীয় শিবমন্দির মাঠে সেমিফাইনাল খেলায় শুক্রবার জিতল পাঁচগাছিয়া অমর সঙঘ। রূপনারায়ণপুর অগ্রতি সঙ্ঘকে ৬ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে রূপনারায়ণপুর ৯ উইকেটে ১৬০ রান তোলে। জবাবে পাঁচগাছিয়া ৪ উইকেটে জয়ের রান তুলে নেয়। খেলার সেরা নিবার্চিত হিমাংশু দত্ত। এই খেলায় জিতে ফাইনালে উঠল অমর সঙ্ঘ।
|
অমীমাংসিত ফুটবল
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দুর্গাপুর মহকুমা সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৭ সুপার লিগ ফুটবলে শুক্রবারের খেলা অমীমাংসিত ভাবে শেষ হল। অআকখ মাঠে অআকখ ও আইএন দিশারী সঙ্ঘ দু’টি দলই একটি করে গোল করে। অআকখ-র হয়ে প্রসেনজিৎ সাহা ও দিশারীর হয়ে লাল্টু শেখ গোল করে।
|
জয়ী বান্দড়া
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
প্রতিমা সঙ্ঘ আয়োজিত ক্রিকেটে শুক্রবারের খেলায় বিজয়ী হল বাঁদড়া একাদশ। ইসমাইল মধ্যপাড়া মাঠে তারা নিশাদহিন্দকে ৩ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে নিশাদহিন্দ সব উইকেট হারিয়ে ৭২ রান করে। জবাবে ৭ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় বাঁদড়া। সর্বোচ্চ তিনটি উইকেট নিয়ে ম্যাচের সেরা বিজয়ী দলের গৌরী ঘোষ। |