খুনের অভিযোগে খাজুরডিহি গ্রাম থেকে এক ব্যক্তিকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করল কাটোয়া পুলিশ। ধৃতের নাম সাবির শেখ। পুলিশ জানিয়েছে, ধৃতকে শুক্রবার কাটোয়া এসিজেএম আদালতে তোলা হলে হলে বিচারক তাঁকে ছ’দিনের জেল হাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩ জানুয়ারি কাটোয়া শহরের হরিসভা পাড়ায় সাগর শেখকে (২১) গুলি করে খুন করে দুষ্কৃতীরা। ভর দুপুরে লোকজনের সামনেই তার দেহ বাইকে চাপিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পুলিশের তাড়ায় বর্ধমান-কাটোয়া রোডের জাজিগ্রামের কাছে দেহটি ফেলে রেখে চম্পট দেয় তারা। নিহতের মা আনহারা বিবি ১১ জনের নামে অভিযোগ দায়ের করেছিলেন কাটোয়া থানায়। পুলিশ জানায়, নিহতের বাবা জঙ্গল শেখ ও দাদা সাদ্দাম শেখ একটি খুনের ঘটনায় জেল হাজতে রয়েছেন।
|
সবেতন সাপ্তাহিক ছুটি, পিএফ, চিকিৎসা পরিষেবা ইত্যাদি বিভিন্ন দাবিতে জামুড়িয়ার একাধিক স্পঞ্জ আয়রন কারখানায় কর্মীরা বিক্ষোভ দেখালেন শুক্রবার। দুটি কারখানায় আইএনটিটিইউসি এবং অন্যটিতে প্রায় একই দাবিতে বিক্ষোভ দেখিয়েছে সিটু। তাঁদের দাবি, সবেতন সাপ্তাহিক ছুটি, পিএফ, চিকিৎসাজনিত সুযোগ পেতে ইএসআইয়ে নথিভুক্তি এবং ন্যুনতম সরকারি মজুরি দিতে হবে। কারখানা কর্তৃপক্ষরা আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন।
|