নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
ধর্ষণের চেষ্টা রুখে অভিযুক্তকে কুপিয়ে খুন করার অভিযোগে গ্রেফতার হলেন এক মহিলা ও তার ছেলে। বুধবার রাতে দক্ষিণ দিনাজপুরের বংশীহারীর কুশকারির যশাহার এলাকার ঘটনা। নিহতের নাম নয়ন বর্মন (৪৮)। বৃহস্পতিবার নিহতের বাড়ির তরফে খুনের অভিযোগ পেয়ে পুলিশ ৩৮ বছর বয়সী ওই মহিলা ও তার দশম শ্রেণির পড়ুয়া ছেলেকে গ্রেফতার করে। গঙ্গারামপুরের এসডিপিও নারায়ণ মজুমদার বলেন, “জেরায় ধৃত মহিলা সম্ভ্রম রক্ষায় ওই ব্যক্তিকে খুনের কথা স্বীকার করে ছেলে নির্দোষ বলে দাবি করেন। নিহতের বাড়ির তরফে ধারের টাকা আদায় করতে গিয়ে ওই ব্যক্তি খুন হন বলে অভিযোগ করা হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।” জেরায় অভিযুক্ত মহিলা পুলিশকে জানান, তাঁর স্বামী মঙ্গলবার শ্রমিকের কাজ করতে ভিন রাজ্যে চলে যান। বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ বাড়িতে ঢিল পড়ে। দরজা খুলে বের হতে প্রতিবেশী নয়ন বর্মন নেশাগ্রস্ত অবস্থায় তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে ও জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। সম্ভ্রম রক্ষার্থে বারান্দায় রাখা হাঁসুয়া নিয়ে তিনি প্রতিরোধ করেন। ঘাড়ে ও বুকে কোপের আঘাতে রক্তাক্ত হয়ে গুরুতর জখম ওই ব্যক্তি ছুটে পালাতে গিয়ে রাস্তায় পড়ে মারা যান। পাশাপাশি নিহতের খুড়তুতো ভাইয়ের ছেলে অধর রায় থানায় মহিলা ও তাঁর ছেলের বিরুদ্ধে কাকা নয়ন বর্মনকে খুনের অভিযোগ দায়ের করেছেন। অধরবাবুর অভিযোগ, “কাকার কাছে অভিযুক্ত মহিলার স্বামী ১০ হাজার টাকা ধার নিয়েছিলেন। টাকা শোধ না করে তিনি ভিনরাজ্যে চলে যান খবর পেয়ে নয়নবাবু টাকা আদায় করতে গিয়েছিলেন। সে সময় বিবাদের জেরে কাকাকে ওই মহিলা ও তার ছেলে কুপিয়ে খুন করে।” তবে স্থানীয় সূত্রে খবর, নিহত ব্যক্তি ধৃত মহিলার পূর্বপরিচিত ও মহিলার বাড়িতে তার যাতায়াত ছিল। অত রাতে ওই মহিলার বাড়িতে নিহত টাকা আদায় করতে কেন যাবেন, তা দেখছে পুলিশ। এ দিন ধৃত মহিলা ও তার ছেলেকে বুনিয়াদপুর মহকুমা আদালতে হাজির করানো হলে বিচারক মহিলার ১৪ দিন জেল হাজতের নির্দেশ দেন। ছেলের বয়স ১৮-এর কম হওয়ায় তাকে জুভেনাইল কোর্টে বিচারের নির্দেশ দেওয়া হয়। |