|
|
|
|
১ কোটি ২৮ লক্ষ বরাদ্দ রাজ্যের |
তমলুক শহরে বাইপাস রাস্তা |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
তমলুক শহরের চর এলাকা দিয়ে বাইপাস রাস্তা তৈরির প্রকল্প অনুমোদন করল রাজ্য সরকার।
তমলুকের রাধাবলল্লভপুর বাসস্ট্যান্ড থেকে গঙ্গাখালি লকগেট, আবাসবাড়ি ডাকঘর, স্টিমারঘাট হয়ে নিমতলা স্লুইস পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এই পাকা রাস্তা নির্মাণের জন্য রাজ্য পুর ও নগরন্নোয়ন দফতর অর্থ দেবে। প্রায় ৪ কোটি টাকার ওই প্রকল্পে প্রথম পর্যায়ে ১ কোটি ২৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে ইতিমধ্যে।
তমলুকের পুরপ্রধান দেবিকা মাইতি বলেন, ‘‘বাইপাস রাস্তাটির দাবি দীর্ঘ দিনের। চলতি বছরের শুরুতে রাজ্য পুর ও নগরন্নোয়ন দফতরের কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল। পুর ও নগরন্নোয়ন দফতর প্রকল্প অনুমোদন করেছে। দ্রুত কাজ শুরুর জন্য কারিগরি ও প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে।”
২০০২ সালে জেলা সদরের স্বীকৃতি পাওয়ার পর দ্রুত হারে জনসংখ্যা বাড়ছে তমলুক শহরে। পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যা। এ দিকে, দু’পাশে বেআইনি নির্মাণের জেরে শহরের মূল পাকা রাস্তাটি ক্রমশ সঙ্কীর্ণ হয়ে পড়েছে। রাস্তার সম্প্রসারণ না হওয়ায় যানজট সমস্যা বাড়ছে। এই পরিস্থিতিতে তমলুক শহরের পূর্ব দিকে রূপনারায়ণের চর এলাকা দিয়ে মূল নদীবাঁধের রাস্তাটিকে উত্তরে গঙ্গাখালি হয়ে রাধাবল্লভপুরে ও দক্ষিণদিকে স্টীমারঘাট হয়ে নিমতলা স্লুইসগেটের কাছে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে সংযোগ করে বাইপাস হিসেবে ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। নদীর ওই চর এলাকায় এখন বহু বসতবাড়ি গড়ে উঠেছে। ফলে ওই এলাকার বাসিন্দাদের কাছেও প্রস্তাবিত এই বাইপাস খুবই গুরুত্বপূর্ণ। নদীবাঁধের ওই রাস্তার একাংশে ইতিমধ্যে মোরাম দেওয়া হলেও যান চলাচল করতে পারে না। এই পরিস্থিতিতে ওই রাস্তাটিকে পাকা করে বাইপাস হিসেবে ব্যবহারের পরিকল্পনা নেয় পুরসভা। পুরসভা সূত্রে জানা গিয়েছে, বাইপাস রাস্তাটি প্রায় ১৬ ফুট চওড়া হবে। পথে দু’টি কালভার্ট তৈরির কাজও রয়েছে। |
|
|
|
|
|