টুকরো খবর
শুরু দাঁতন মেলা
শুরু হল ২৪তম দাঁতন গ্রামীণ মেলা। দাঁতন স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশান উদ্যোক্তা। দাঁতন সংহতি ময়দানে আয়োজিত জেলার অন্যতম বৃহৎ এই মেলা চলবে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত। মেলার উদ্বোধন করেন টলিউডের অভিনেত্রী অপরাজিতা আঢ্য। উপস্থিত ছিলেন মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের স্বামী পরব্রহ্মানন্দ, ওড়িশার কয়েকজন অভিনেতাও। কৃষি, বিজ্ঞান, শিল্প, বাণিজ্য ছাড়াও মেলায় আছে কৃষি পণ্য, বিজ্ঞান মডেল ও পুষ্প প্রদর্শনী। মেলায় প্রতিদিনই থাকছে ভারতের বিভিন্ন প্রদেশের লোক সংস্কৃতির অনুষ্ঠান, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনাসভা, র্যালি ইত্যাদি।

টাকা পড়ে, বৈঠক জেলা পরিষদের
বিভিন্ন প্রকল্পের জন্য বরাদ্দ অর্থের একাংশ পড়েই রয়েছে। খরচ হচ্ছে না। পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার এক বৈঠক হল জেলা পরিষদে। ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি অন্তরা ভট্টাচার্য, অতিরিক্ত জেলাশাসক সাগর সিংহ প্রমুখ। সঙ্গে কয়েকজন কর্মাধ্যক্ষও। সভাধিপতি বলেন, “কয়েকটি প্রকল্পের কাজ খতিয়ে দেখতেই এই বৈঠক।” জেলা পরিষদে গ্রামোন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পের অর্থের একাংশ পড়ে রয়েছে বলে অভিযোগ। অনেক সময় সময়ের মধ্যে কাজ শেষ হয় না। অভিযোগ, পরিকল্পনা মতো না-এগোনোর ফলেই এই পরিস্থিতি। দ্বাদশ ও ত্রয়োদশ অর্থ কমিশনের বরাদ্দ অর্থের একাংশও পড়ে রয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবারের এই বৈঠক। বৈঠকে গ্রামোন্নয়ন সম্পর্কিত আরও কিছু প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

বোমা-সহ ধৃত সিপিএমের দুই
বোমা-অস্ত্র মজুত করে রাখার অভিযোগে দুই সিপিএম কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম মফিল শা এবং কাশেম শা। বাড়ি বেলদা থানা এলাকার হরিদ্রাগেড়িয়া গ্রামে। ধৃতদের কাছ থেকে সব মিলিয়ে ৩ রাউন্ড কার্তুজ, ছোট-বড় মিলিয়ে ১২টি বোমা এবং একটি পাইপগান উদ্ধার হয়েছে। তৃণমূলের অভিযোগ, এলাকায় সন্ত্রাস সৃষ্টির জন্যই বোমা-অস্ত্র মজুত করে রেখেছিলেন দুই সিপিএম কর্মী। সিপিএমের বক্তব্য, মিথ্যে অভিযোগ। পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট অভিযোগেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ধৃতদের মেদিনীপুর আদালতে হাজির করা হয়েছিল। তাঁদের ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠান বিচারক।

রেলশহরে ব্যাডমিন্টন
ছবি: রামপ্রসাদ সাউ।
খড়্গপুরে শুরু হল দক্ষিণ-পূর্ব রেলের ইন্টার ডিভিশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট। সেরসা স্টেডিয়ামে এই টুর্নামেন্ট হচ্ছে। যোগ দিয়েছে রাঁচি, চক্রধরপুর, আদ্রা, গার্ডেনরিচ এবং খড়্গপুরএই পাঁচটি ডিভিশন। বৃহস্পতিবার সকালে উদ্বোধন অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন খড়্গপুরের ডিআরএম রাজীবকুমার কুলশ্রেষ্ঠ। সেরসার স্পোর্টস সেক্রেটারি রাজেশ সিংহ জানান, টুর্নামেন্টে সিঙ্গলস্-ডাবলস্ দু’টি বিভাগই রয়েছে। আজ, শুক্রবার বিকেলে ফাইনাল ম্যাচ।

হেরোইন উদ্ধার, খড়্গপুরে ধৃত দুই
হেরোইন-সহ দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম শাহিদা বিবি এবং শেখ হামিদ। বাড়ি খড়্গপুর শহরের পাঁচবেড়িয়ায়। রেলশহরের বাসস্ট্যান্ড চত্বর থেকে এই দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের কাছ থেকে সব মিলিয়ে ১২০ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। অভিযোগ, বেশ কয়েকটি চক্র রেলশহরে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত। ধৃতদের সঙ্গে এই চক্রের যোগ রয়েছে বলেই প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ।

জেলা পরিষদে বৈঠক
বিভিন্ন প্রকল্পের জন্য বরাদ্দ অর্থের একাংশ পড়েই রয়েছে। খরচ হচ্ছে না। পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার এক বৈঠক হল জেলা পরিষদে। ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি অন্তরা ভট্টাচার্য, অতিরিক্ত জেলাশাসক সাগর সিংহ প্রমুখ। সঙ্গে কয়েকজন কর্মাধ্যক্ষও। সভাধিপতি বলেন, “কয়েকটি প্রকল্পের কাজ খতিয়ে দেখতেই এই বৈঠক।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.