|
|
|
|
মাদ্রাসা ক্রীড়া ঘিরে উৎসাহ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শুরু হল পশ্চিম মেদিনীপুর জেলা মাদ্রাসা স্পোটর্স অ্যান্ড গেমস। বৃহস্পতিবার সকালে উদ্বোধন অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত, জেলা পুলিশ সুপার সুনীল চৌধুরী, জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সঙ্ঘমিত্র মাকুড় প্রমুখ। প্রতিযোগিতার উদ্বোধন করেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি।
বৃহস্পতি এবং শুক্রদু’দিন ধরে মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে খেলা হবে। তবে, ফুটবল প্রতিযোগিতা হবে কলেজ মাঠে। জেলার ১৯টি মাদ্রাসা এবং ২১টি শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীরা এতে যোগ দিয়েছে। প্রতিযোগিতার এ বার পঞ্চম বর্ষ। |
|
কবাডি প্রতিযোগিতার একটি মুহূর্ত। বৃহস্পতিবারের নিজস্ব চিত্র। |
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা পুলিশ সুপার বলেন, “শরীর সুস্থ রাখার জন্যও খেলাধূলা করা জরুরি।” জেলাশাসক বলেন, “জেলাস্তরের প্রতিযোগিতায় যারা সফল হবে, তারা রাজ্যস্তরের প্রতিযোগিতায় যোগ দেবে। আশা করি, এই জেলার ছাত্রছাত্রীরা রাজ্যস্তরেও সফল হবে।”
এ দিন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী মঞ্চ থেকেও মেদিনীপুরের তৃণমূল বিধায়ক মৃগেনবাবু বামফ্রন্ট সরকারের সঙ্গে তৃণমূল সরকারের তুলনা করেন। তাঁর মতে, বামফ্রন্ট সরকারের আমলে গ্রামেগঞ্জে খেলাধুলো নিয়ে এত উৎসাহ ছিল না। মৃগেনবাবুর কথায়, “ফুটবলটা কী জিনিস, গ্রামের মেয়েরা আগে তা জানত না। নামই শোনেনি অনেকে। এখন তারা ফুটবল খেলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গ্রামে গ্রামে ফুটবল টুর্নামেন্ট হয়েছে। ছেলেদের পাশাপাশি সেখানে মেয়েরাও ফুটবল খেলেছে।” |
|
|
|
|
|