টুকরো খবর
পুকুরে মিলল শিশুর দেহ
আটদিন নিখোঁজ থাকার পরে এক শিশুর দেহ মিলল পুকুরে। বৃহস্পতিবার দুপুরে বরাকরের মরলীনগর এলাকার একটি পুকুরে দেহটি ভাসতে দেখেন স্থানীয় মানুষজন। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃত শিশুটির নাম উমেশ সাউ, বয়েস সাড়ে তিন বছর। শিশুটির বাবা ওমপ্রকাশ সাউ পুলিশকে জানিয়েছেন, ৯ জানুয়ারি থেকে শিশুটি নিখোঁজ ছিল। ওই দিন সকালে সে বাড়ি থেকে খেলতে বেরিয়ে আর ফিরে আসেনি। বহু খোঁজাখুজির পরেও শিশুটির খোঁজ না মেলায় তাঁরা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

বারো দিন ধরে নেই জল-বিদ্যুৎ
বারো দিন ধরে বন্ধ জল ও বিদ্যুৎ সরবরাহ। ফল বিপাকে পড়েছেন অন্ডালের বাঁকোলা কোলিয়ারির মশানধাওড়ায় এলাকার খনি কর্মী ও বাসিন্দারা। জানা গিয়েছে, ট্রান্সফর্মার বিকল হওয়াতেই এই বিপত্তি। বৃহস্পতিবার আইএনটিটিইউসির নেতৃত্বে দ্রুত প্রতিকার চেয়ে বাঁকোলা কোলিয়ারির পরিবহন বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন এই শ্রমিকেরা। তাঁদের দাবি, বারোদিনেও কর্তৃপক্ষের টনক নড়েনি। সামনেই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক। নাকাল হচ্ছে পড়ুয়ারা। এছাড়া কেরোসিন তেল বাজার দরের থেকে বেশি দামে কিনতে হচ্ছে। কর্তৃপক্ষ জানান, দ্রুত ট্রান্সফর্মার সারাইয়ের কাজ চলছে।

উন্নয়ন চেয়ে বিক্ষোভ
এলাকার উন্নয়নের দাবিতে আসানসোল পুরসভায় বিক্ষোভ দেখাল কংগ্রেসের আসানসোল মহকুমা কমিটি। বৃহস্পতিবার তাদের অভিযোগ, পুরসভার ৪৭ নম্বর ওয়ার্ডে বর্তমানে কোনও কাউন্সিলর নেই। ফলে কোন উন্নয়নমূলক কাজও হচ্ছে না। রাস্তা ঘাট, নিকাশিরও চরম অব্যবস্থা। কাউন্সিলার না থাকায় ওয়ার্ডবাসীরা অভিযোগ জানাতে পারছেন না।

কয়লা পাচারে ধৃত
অবৈধ কয়লা বোঝাই একটি লরি আটক করল সালানপুর থানার পুলিশ। বুধবার রাতে আলকুশার কাছে একটি কালীমন্দির লাগোয়া এলাকা থেকে ওই লরিটি আটক করা হয়। কয়লা পাচারের অভিযোগে উৎপল রুইদাস নামের এক ব্যক্তিকে গ্রেফতারও করেছে পুলিশ। লরিটিতে ১৩ মেট্রিক টন কয়লা মজুত ছিল।

মোবাইল চুরি
মোবাইল চুরির অভিযোগে বৃহস্পতিবার অন্ডাল থানার পুলিশ গ্রেফতার করল এক দুষ্কৃতীকে। পুলিশ জানায়, ধৃতের নাম রামচন্দ্র কাহার।

রেলের যন্ত্রাংশ চুরি
রেলের যন্ত্রাংশ চুরির অভিযোগে সীতারামপুর আউটপোস্টের আরপিএফ বাহিনী এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। মহম্মদ নাসিম নামের ওই ব্যক্তিকে বৃহস্পতিবার আদালতে তোলা হয়।

প্রতিবাদ সভা
দিনহাটায় নাট্য পরিচালক বেনু চট্টোপাধ্যায়ের আক্রান্ত হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার রানিগঞ্জে প্রতিবাদ সভা করল পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘের রানিগঞ্জ জোনাল কমিটি।

যন্ত্রাংশ চুরি
রেলের যন্ত্রাংশ চুরির অভিযোগে সীতারামপুর আউট পোস্টের আরপিএফ মহম্মদ নাসিম নামে এক দুষ্কৃতীকে ধরে। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হয়।

মৌন মিছিল
সম্প্রতি পাক সেনার হাতে নিহত দুই ভারতীয় জওয়ানের আত্মার শান্তির উদ্দেশ্যে মিছিল করলেন জামুড়িয়ার নিঘার বাসিন্দারা। বৃহস্পতিবার মৌন মিছিল করে এলাকা পরিক্রমা করেন তাঁরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.