নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
‘আর নয় কন্যা ভ্রুণ হত্যা’। এক অন্য নারীর গল্প শোনাতে শোনাতে বইমেলার মাঠে এই বার্তা ছড়িয়ে দিলেন এক রূপান্তরকামী নারী। নিজের পরিচয় দিয়ে রানি শোনালেন, কন্যা ভ্রুণ হত্যার একগুচ্ছ রুচিহীন কাহিনী। জেহাদ ঘোষণা করলেন সেইসব পরীক্ষা কেন্দ্রগুলির বিরুদ্ধে যারা ব্যবসায়ীক স্বার্থে নিয়ম নীতি ও সামাজিক দায়বদ্ধতাকে কাঁচকলা দেখিয়ে স্রেফ মোটা টাকার বিনিময়ে কন্যা ভ্রুণের হদিশ দিচ্ছে। তিনি মাঠ জুড়ে নিন্দা করেছেন সেইসব মহিলাদেরও যারা ক্ষণিকের আনন্দ ভোগ করতে পুরুষ সঙ্গীর প্ররোচনায় কন্যা ভ্রুণ হত্যা করছেন প্রতিদিন। তবে তাঁর বিশ্বাস, অপরাধ একদিন থামবেই। |
অভিনব কায়দায় নারীর উপর হওয়া লাঞ্ছনার প্রতিবাদ করলেন জার্মান কিশোরী অ্যানালিনা। তাঁর এক হাতে ধর্মগ্রন্থ অন্য হাতে মোমবাতি। তিনি সমাজের কাছে আবেদন করলেন, “দিল্লির ঘটনাকে ফিরিয়ে এনো না।” বন্ধ হোক মহিলাদের উপর পাশবিক আক্রমণ। মাত্র ছ’মাস আগে ভারতে এসেছেন তিনি। শিল্পাঞ্চলে অবস্থিত একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে জড়িত হয়ে কাজ করছেন সমাজের অবহেলিত ও মানসিক শারীরিক ভারসাম্যহীন শিশুদের জন্য। এদেশের জল, হাওয়া, মাটি ভাল লেগেছে তাঁর। ভালবেসেছেন শহরের মানুষকে। এই জার্মান কিশোরীর ভাবনাকে সেলাম জানিয়েছেন মেলাবাসীও। |